কবি হাবীবুল্লাহ সিরাজীর প্রয়াণে জাবি উপাচার্যের শোক

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজীর প্রয়াণে শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

মঙ্গলবার (২৫ মে ) এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এই শোক প্রকাশ করেন।

বিজ্ঞাপন

একুশে পদকপ্রাপ্ত এ কবি ও লেখকের প্রয়াণে উপাচার্য বলেন, হাবীবুল্লাহ সিরাজী গণতান্ত্রিক ও প্রগতিশীল চিন্তাধারার অধিকারী ছিলেন। তিনি কবিতা ও সাহিত্যকর্মে মুক্তিযুদ্ধ, দেশপ্রেম এবং প্রগতিশীলতাকে তুলে ধরেছেন। সৃষ্টিকর্মের মাধ্যমে তিনি অমর হয়ে থাকবেন। উপাচার্য প্রয়াত কবি হাবীবুল্লাহ সিরাজীর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে তাঁর আত্মার শান্তি কামনা করেন।

উল্লেখ্য, কবি হাবীবুল্লাহ সিরাজী কোলন ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার রাত এগারোটার দিকে রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন।

বিজ্ঞাপন