ভিসি যখন বিভাগীয় প্রধান, আন্দোলনে শিক্ষার্থীরা
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) লোক প্রশাসন বিভাগে যোগ্য শিক্ষক থাকা সত্বেও ভিসি নিজেই বিভাগীয় প্রধানের দায়িত্ব গ্রহণ করার প্রতিবাদে মানববন্ধন করেছে বিভাগটির শিক্ষার্থীরা।
বুধবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল মিডিয়া চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন- লোক প্রশাসন বিভাগে যোগ্য শিক্ষক রয়েছে তবুও ভিসি ড. নাজমুল আহসান কলিমউল্লাহ নিজেই বিভাগীয় প্রধানের দায়িত্ব নিয়েছেন। এর আগে একবার বিভাগীয় প্রধানের দায়িত্ব নিয়ে জার্নাল প্রকাশের নামে অনিয়ম করেছেন ভিসি। অনতিবিলম্বে বিভাগের শিক্ষক থেকে বিভাগীয় প্রধানের দায়িত্ব প্রদান না করা হলে কঠোর কর্মসূচি গ্রহণের ঘোষণা দেন শিক্ষার্থীরা।
প্রসঙ্গত, ২০১৭ সালেও ভিসি ড. নাজমুল আহসান কলিমউল্লাহ লোক প্রশাসন বিভাগে জোরপূর্বক বিভাগীয় প্রধানের পদ দখল করে বিভিন্ন জটিলতার সৃষ্টি করেন। শিক্ষার্থীদের কঠোর আন্দোলনের মুখে ভিসি বিভাগীয় প্রধানের পদ ছেড়ে বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক জুবায়ের ইবনে তাহেরকে দায়িত্ব দিতে বাধ্য হন।
গত ১৪ জানুয়ারি সফলভাবে লোকপ্রশাসন বিভাগের বিভাগীয় প্রধানের মেয়াদ পূর্ণ করেন ওই বিভাগের শিক্ষক যুবায়ের ইবনে তাহের। এরপর আবারও ভিসি নিজে বিভাগটির বিভাগীয় প্রধানের দায়িত্ব গ্রহণ করেন।