জাবি উপাচার্যের বাসভবন ঘিরে রেখেছে পুলিশ

  জাবি উপাচার্য অপসারণ আন্দোলন
  • জাবি করেসপন্ডেন্ট
  • |
  • Font increase
  • Font Decrease

উপাচার্যের বাসভবন ঘিরে অতিরিক্ত পুলিশি পাহারা, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

উপাচার্যের বাসভবন ঘিরে অতিরিক্ত পুলিশি পাহারা, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের বাসভবন ঘিরে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। এদিকে হামলা ও হল ভ্যাকেন্টের প্রতিবাদে বিক্ষোভ মিছিল নিয়ে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান করছেন আন্দোলনকারী শিক্ষক শিক্ষার্থীরা।

বুধবার (৬ নভেম্বর) বেলা সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষক ও শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন।

বিজ্ঞাপন

সরেজমিনে দেখা যায়, দুই শতাধিক আন্দোলনকারী উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ করছেন। এছাড়া তাদের সাথে যোগ দিয়েছেন প্রায় ৩০ জন শিক্ষক। অন্যদিকে আন্দোলনকারীদের ঘিরে শতাধিক পুলিশ সদস্য নিয়োজিত রয়েছে।

একটি বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষক ও শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন

এদিকে যেকোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য পুলিশ সদস্যরা প্রস্তুত রয়েছেন বলে বার্তাটোয়েন্টিফোর.কমকে জানিয়েছেন পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল হক।

বিজ্ঞাপন

তিনি বলেন, 'এখানে একশর উপর পুলিশ মোতায়েন করা হয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত রয়েছি।'

হল বন্ধ ঘোষণা করার প্রেক্ষিতে কোন অভিযান চালানো হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'বিশ্ববিদ্যালয় প্রশাসন চাইলে আমরা যেকোনো ধরনের সহায়তা করবো।'