ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী
দেশের মানুষের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে ১৯৭৯ সালে ২২ নভেম্বর কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলার মধ্যবর্তী শান্তিডাঙ্গা-দুলালপুর নামক স্থানে প্রতিষ্ঠিত হয় ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। প্রতিষ্ঠার পর থেকে বিশ্ববিদ্যালয়টি উচ্চশিক্ষা বিস্তারে কান্ডারির ভূমিকা পালন করে আসছে।
একুশ শতকের উপযোগী বিশ্বমানের গ্র্যাজুয়েট ও দক্ষ মানবসম্পদ তৈরির ভিশন নিয়ে এগিয়ে চলেছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সর্বোচ্চ এই বিদ্যাপীঠ।
আগামীকাল শুক্রবার (২২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী। প্রতি বছরের ন্যায় এবারও ‘ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস’ জাঁকজমকপূর্ণভাবে উদযাপন করবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে কর্তৃপক্ষ।
কর্মসূচীর মধ্যে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়ানো, আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, বিশ্ববিদ্যালয়ের উন্নতি, শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান বিশেষভাবে উল্লেখযোগ্য।
এদিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন লক্ষ্য ছিল এটি একটি আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়ে রূপলাভ করা। কিন্তু পরবর্তীতে নানা প্রতিকূলতা ও সীমাবদ্ধতার কারণে তা সম্ভব হয়ে ওঠেনি। তবে বর্তমান প্রশাসন এ লক্ষ্যকে বাস্তবায়ন করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ৮টি অনুষদের অধীন ৩৪টি বিভাগ, একটি ইন্সটিটিউট এবং ১টি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ পরিচালিত হচ্ছে। এর অধীনে রয়েছেন ১৪ হাজার ৪৫৪ জন শিক্ষার্থী, ৪০০ জন শিক্ষক, ৪৬৪ জন কর্মকর্তা, ৩৫১ জন সহায়ক ও সাধারণ কর্মচারী।
এছাড়া এমফিল কোর্সে ২৮৫ জন এবং পিএইচডি প্রোগ্রামে ৩৫৭ জন শিক্ষার্থী বর্তমানে গবেষণাকর্মে নিযুক্ত রয়েছেন। এ পর্যন্ত ৬২১ জন শিক্ষার্থীকে এমফিল ডিগ্রি এবং ৪২১ জনকে পিএইচডি ডিগ্রি প্রদান করা হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখা সূত্রে জানা গেছে।
বিশ্ববিদ্যালয়ের শুরু থেকে এ পর্যন্ত মোট ১২ জন উপাচার্য দায়িত্ব পালন করেছেন। প্রথম উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন অধ্যাপক ড. এ এন এ মমতাজ উদ্দিন চৌধুরী। এছাড়া বর্তমান উপাচার্যের দায়িত্বে দায়িত্বরত আছেন অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারি।
ইসলামী বিশ্ববিদ্যালয় দীর্ঘ পথ চলায় কালের অবিচল সাক্ষী হয়ে সগৌরবে উচ্চ শিক্ষার প্রদীপ্ত মশাল নিয়ে ছুটে চলেছে দেশের প্রতিটি প্রান্তরে। এই পথ চলার মাঝে রয়েছে অনেক প্রাপ্তি, অপ্রাপ্তি ও গৌরব।
ইংরেজি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী তারিকুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের ছোঁয়া দৃশ্যমান হলেও বিদেশি বিশ্ববিদ্যালয়গুলোর তুলনায় উচ্চশিক্ষায় এখনো আমরা পিছিয়ে। বিদেশি স্কলার, জার্নাল, আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণমূলক কার্যক্রম আরও বাড়ানো দরকার।
বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক শিক্ষার্থী ও বর্তমান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক বেলাল উদ্দিন বলেন, পূর্বের তুলনায় প্রিয় ইবি অনেক দূর এগিয়েছে। জ্ঞান-বিজ্ঞান চর্চা ও প্রসার ছাড়াও ইবি আজ দেশ ও জাতির উন্নয়নে ঐতিহ্যের অধিকারী।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারি বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, বিগত ৪০ বছরে আমাদের বিশ্ববিদ্যালয় নানা চড়াই-উতরাই পার করলেও সাফল্যের পরিমাণটা নেহাত কম নয়। বর্তমানে কোর্স কারিকুলামে উন্নয়ন সাধনের পাশাপাশি ব্যাপক অবকাঠামোগত উন্নয়নও সাধিত হয়েছে। আশা করি, অদূর ভবিষ্যতে ইসলামী বিশ্ববিদ্যালয় একটি আন্তর্জতিক মানের পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হবে।