করোনা শঙ্কায় রাবি-রুয়েট শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন
বাংলাদেশে করোনাভাইরাসকরোনা শঙ্কায় রাজশাহী বিশ্ববিদ্যালয় (রুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন।
রোববার (১৫ মার্চ) বিকেলে শিক্ষার্থীরা এ ঘোষণা দেন।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী রাজ কিরণ বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা বিভাগের শিক্ষার্থীরা এক সঙ্গে বসে ক্লাস-পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত নিয়েছি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমরা ক্লাস-পরীক্ষায় অংশগ্রহণ করবো না।
রাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন বলেন, এটি শিক্ষার্থীদের নিজস্ব সিদ্ধান্ত। প্রশাসনিক কোন সিদ্ধান্ত না আসা পর্যন্ত বিভাগের কার্যক্রম চলবে।
পরিসংখ্যান বিভাগের সভাপতি গোলাম হোসেন বলেন, এই সিদ্ধান্ত বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের। প্রশাসনিক নির্দেশ না আসা পর্যন্ত বিভাগের সকল কার্যক্রম চলবে।
এ বিষয়ে রাবির প্রক্টর ও ভারপ্রাপ্ত ছাত্র উপদেষ্টা অধ্যাপক লুৎফর রহমান বলেন, ক্লাস-পরীক্ষা বন্ধের বিষয়ে প্রশাসন কোনো সিদ্ধান্ত নেয়নি। শিক্ষার্থীরা নিজেদের থেকে বর্জন করেছেন।
রুয়েটের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থী ইরফান আহমেদ বলেন, করোনাভাইরাস পৃথিবীতে দ্রুত ছড়িয়ে পড়ছে। আমাদের দেশে ছড়িয়ে পড়ার শঙ্কা আছে। সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য আমরা ক্লাস-পরীক্ষা বর্জন করেছি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমরা ক্লাসে ফিরবো না।
এ বিষয়ে রুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. রবিউল আওয়াল বলেন, শিক্ষার্থীদের একটি অংশ ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে। প্রশাসন এখনো বন্ধের বিষয়ে সিদ্ধান্ত নেয়নি।