ধান বোঝাই নসিমন উল্টে তিন শ্রমিক নিহত

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চাঁপাইনবাবগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ধান বোঝাই নসিমন উল্টে ৩ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন।

মঙ্গলবার (১৪ মে) রাত সাড়ে ৯টার দিকে গোমস্তাপুর উপজেলার মাদরাসা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতরা হলেন- শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ধোবড়া গ্রামের মোংলার ছেলে মোজাম্মেল হক (৬০), একই গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে শহিদুল ইসলাম (৩৫) ও আবদুল মান্নানের ছেলে আবদুর রাকিব (৩০)। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসিম উদ্দীন জানান, আজ রাত ৯টার দিকে ধান বোঝাই একটি নসিমন যোগে বাড়ি ফিরছিলেন ওই শ্রমিকরা। এ সময় নসিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে গোমস্তাপুর উপজেলার মাদরাসা মোড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান মোজাম্মেল হক।

বিজ্ঞাপন

পরে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক শহিদুল ও রাকিবকে মৃত ঘোষণা করেন। আহতদের বর্তমানে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।