আড়তে কেমিক্যাল দিয়ে আম পাকানোয় জরিমানা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চাঁপাইনবাবগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

পুলিশের একটি দল আড়তে অভিযান চালায় / ছবি: বার্তা২৪

পুলিশের একটি দল আড়তে অভিযান চালায় / ছবি: বার্তা২৪

কেমিক্যাল দিয়ে আম পাকানোর অপরাধে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট আম বাজারে মেহেরুল নামে এক আড়ত মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে সেখান থেকে জব্দ করা দুই মণ আম ধ্বংস করা হয়।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-অপারেশন) আতিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরমন হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল সোমবার (১০ জুন) দুপুরে আমের আড়তে অভিযান চালায়। এ সময় আম পাকানোর কেমিক্যাল ও স্প্রে মেশিনসহ মেহেরুলকে নামের এক আড়তদারকে আটক করা হয়। সেখান থেকে দুই মণ আম জব্দ করা হয়।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট বরমন হোসেন মেহেরুলকে ২৫ হাজার টাকা জরিমানা করেন। অভিযানের সময় শিবগঞ্জ থানা পুলিশসহ উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুজ্জামান উপস্থিত ছিলেন।