সেলিম ওসমান মালিকানাধীন কারখানায় আগুন, আহত ২

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, নারায়ণগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

উইজডম অ্যাটায়ার্স কারখানার সামনে। ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম।

উইজডম অ্যাটায়ার্স কারখানার সামনে। ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম।

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার দাপা ইদ্রাকপুরে সংসদ সদস্য সেলিম ওসমান মালিকানাধীন উইজডম অ্যাটায়ার্স কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে বিপুল পরিমাণ তৈরিকৃত কাপড় পুড়ে গেছে। তবে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি।

মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে স্থানীয়রাসহ ফায়ার সার্ভিসের একটি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে ২ জন আহত হয়েছেন।

বিজ্ঞাপন

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Aug/20/1566302492241.jpg

উইজডম অ্যাটায়ার্স কারখানার নির্বাহী পরিচালক অপূর্ব সিকদার জানান, কারখানার নিটিং সেকশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা এখনো নিরূপণ করা যায়নি।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ৬টি ইউনিট পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে। পরে একটি ইউনিট ভেতরে প্রবেশ করে পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি।

বিজ্ঞাপন