গত জুলাই মাসে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বলিউডের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার। তার চলে যাওয়ার দু’মাস যেতে না যেতেই শোনা গেলো একটি খারাপ খবর।
রক্তচাপজনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে দিলীপ কুমারের স্ত্রী সায়রা বানুকে। এই মুহূর্তে মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি রয়েছেন সায়রা।
বিজ্ঞাপন
সায়রা বানুর পরিবারিক সূত্রে জানা গেছে, তিন দিন আগেই রক্তচাপজনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে সায়রাকে। আজ (১ সেপ্টেম্বর) সকালে তার অবস্থার কিছুটা অবনতি হলে আইসিইউতে স্থানান্তরিত করা হয় বর্ষীয়ান অভিনেত্রীকে।
৫৪ বছরের দাম্পত্য সঙ্গীর হাত ছেড়ে গত ৭ জুলাই প্রয়াত হন অভিনেতা দিলীপ কুমার। দীর্ঘ পাঁচ দশকের সঙ্গীকে হারিয়ে ভেঙে পড়েছিলেন সায়রা বানু। গত কয়েকদিন ধরেই তার শরীর ভালো ছিল না।
বিজ্ঞাপন
১৯৬৬ সালে ২২ বছরের ছোট সায়রা বানুকে বিয়ে করেছিলেন দিলীপ কুমার। সম্পর্কে চড়াই উতরাই এসেছে ঠিকই- সব বাধা বিপত্তি পেরিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত দিলীপ কুমারকে আগলে রেখেছিলেন সায়রা বানু।
আগামী ২২ নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যান্ড জলের গানের একক কনসার্ট ‘মনের আনন্দে জলের গান’। কারওয়ান বাজারে ঢাকা ট্রেড সেন্টারের ১৬ তলায় অ্যাটেনশন নেটওয়ার্কে সন্ধ্যা ৬ টায় শুরু হবে এই আয়োজন। টানা ২ ঘণ্টা গাইবেন জলের গানের শিল্পীরা।
আয়োজক প্রতিষ্ঠান নূর ইভেন্টসের কর্ণধার সুমী নূর জানান, ‘আমরা এই শহরে গান ও কবিতার নানা নিয়মিত আয়োজনের মাধ্যমে সবার মনের ক্ষুধা মেটাতে চাই। মনের আনন্দে জলেন গান সেই প্রয়াসের একটি অংশ।’
জলের গানের পক্ষে কনক আদিত্য বলেন, ‘একটানা ২ ঘণ্টা গান গাইবো, আনন্দ করবো সবাই মিলে। এটাই মূল কথা। সবার আমন্ত্রণ রইলো।’
দেশের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে এখন তেমন একটা সামাজিক যোগাযোগমাধ্যমে সরব দেখা যায় না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শেখ হাসিনা সরকারের পক্ষে কাজ করার গুঞ্জন এখনো রয়েছে তাকে নিয়ে। এর মধ্যে আলোচনায় এলো তার বিয়ের খবর।
সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি ছড়িয়ে পড়ার পর আলোচিত ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির বিয়ের খবর চাউর হয় চারপাশে। গত সপ্তাহের বুধবার সারা দিন সামাজিক যোগাযোগমাধ্যমে আফ্রিদির বিয়ের খবর চর্চিত হয়েছে। পরে সংবাদমাধ্যমে খবর আসে, টিকটকার রাইসাকে সত্যি সত্যিই বিয়ে করেছেন আফ্রিদি।
কিন্তু সেই খবরের তিন দিন পর জানা গেলো নতুন তথ্য। তৌহিদ আফ্রিদি আসলে টিকটকার রাইসাকে বিয়ে করেননি। এ তথ্য রাইসা নিজেই জানিয়েছেন তার ব্যক্তিগত ফেসবুক একাউন্টে এক স্ট্যাটাসের মাধ্যমে। শুধু তাই নয়, তিনি আরও বলেছেন যে তিনি অনেক আগেই বিবাহিত। ফলে আফ্রিদির সঙ্গে তার বিয়ে কেন হবে?
তবে এই ধোয়াশা তিনি আবার নিজেই কাটিয়ে দিয়েছেন। টিকটকার রাইসা বেশকিছু ছবি পোস্ট করে লিখেছেন, রাইসা নয়, রামিশা আল রিসাকে বিয়ে করেছেন তৌহিদ আফ্রিদি।’
তিনি আরও জানিয়েছেন, যমজ বোন হওয়ায় এবং কাছাকাছি চেহারা হওয়ায় সবাই রাইসাকে আফ্রিদির স্ত্রী ভেবে নিউজ করছে। কিন্তু রাইসা আফ্রিদিও স্ত্রী নয়, তিনি তার শালিকা!
নাম প্রকাশে অনিচ্ছুক তৌহিদ আফ্রিদির এক ঘনিষ্ট বন্ধু গণমাধ্যমকে বলেছেন, ‘আফ্রিদির বিয়ের খবরে আমি খুবই খুশি হয়েছি। আমার সঙ্গে আফ্রিদির কথা হয়েছে। ব্যস্ততার কারণে আমি বিয়েতে যেতে পারিনি। তবে আমি আমার বন্ধুকে শুভকামনা জানিয়েছি। বলেছি, তোর জীবনটা সুন্দর হোক। ভালো থাকিস।’ কথায় কথায় তৌহিদ আফ্রিদির ওই বন্ধু জানান, এখন পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নিলেও সুবিধাজনক সময় দেখে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে। কাবিনের অনুষ্ঠানে দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন।
কবে কাবিন হয়েছে, সে বিষয়ে জানতে চাইলে আফ্রিদির বন্ধু বলেন, ‘সবকিছু আমার বলে দেওয়াটা আসলে ঠিক হবে না। বিয়ের বিষয়ে বিস্তারিত আফ্রিদি তার সময়মতো সবাইকে জানাবে।’
এদিকে কয়েক দিন ধরে আবার ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির সঙ্গে মডেল ও চিত্রনায়িকা দীঘির প্রেমের সম্পর্ক চাউর হচ্ছিল। এ নিয়ে দীঘিও তার অবস্থান পরিষ্কার করেছেন। এর মধ্যে গতকাল সকাল থেকে শোনা যাচ্ছিল, বিয়ে করেছেন তৌহিদ আফ্রিদি! তবে দীঘিকে নয়, অন্য কেউ। তবে আফ্রিদি বিয়ে নিয়ে কোনো কথা বলেননি। এমনকি তার কাছের কেউই সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ছবি পোস্ট করেননি।
রিসার সঙ্গে প্রেমের সম্পর্কের কথা শোনা গেলেও অবশ্য তা বিয়ের আগ পর্যন্ত স্বীকার করেননি আফ্রিদি। এ ব্যাপারে গতকাল আফ্রিদির সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও উত্তর পাওয়া যায়নি।
রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা যেন বাংলাদেশ ও ফরাসি সংস্কৃতির কেন্দ্রবিন্দু। চিত্রকলা, নাটক ও সিনেমা প্রদর্শনী ছাড়াও দুই দেশের মেলবন্ধন ঘটে নানামাত্রিক সংগীতায়োজনের মাধ্যমে।
সেই ধারাবাহিকতায় এবার পিয়ানো বাজিয়ে শোনাবেন ফরাসি সংগীতশিল্পী কিম বারবিয়ের। আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার গণমাধ্যম মুখপাত্র মামুন অর রশিদ জানান, আজ (১৫ নভেম্বর) সন্ধ্যা ৬টায় তাদের ক্যাফেতে বসবে এই পিয়ানোর আসর। যেটা সবার জন্য উন্মুক্ত থাকছে।
প্যারিসে জন্ম হলেও কিম বারবিয়ের বেড়ে উঠেছেন ফ্রান্সের দক্ষিণাঞ্চলে আর আফ্রিকায়, পরবর্তীকালে শিক্ষাগ্রহণ করেছেন লন্ডনে।
লন্ডনে তার শিক্ষাগ্রহণ মারিয়া কারসিওর সঙ্গে (যিনি ছিলেন আর্থার স্নাবেলের একজন ছাত্রী), আরও সঙ্গ পেয়েছেন লিও ফ্রেইশের, গিওর্গি করতাগ, ফেরেঙ্ক রাদোস এবং প্যারিসের সিএনএসএম-এর পিয়েরে-লোহন্দ এইমান্দ ও নিকোলাস অ্যাঞ্জেলিসের।
কিম বারবিয়ের ইতোমধ্যে বিভিন্ন অর্কেস্ট্রার সঙ্গে বিশ্ববিখ্যাত সব ভেন্যুতে তার একক পরিবেশনার জন্য আমন্ত্রণ পেয়েছেন, যার মধ্যে উল্লেখযোগ্য বার্লিনের ফিলহার্মোনিতে বার্লিন সিম্ফোনি অর্কেস্ট্রা এবং কনজারথাউস অর্কেস্ট্রা, স্পেনের ভ্যালেন্সিয়ায় পেলেউ দ্য লা মুসিকাতে ভ্যালেন্সিয়া অর্কেস্ট্রা।
আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা কর্তৃপক্ষ মনে করে, কিমের এবারের পরিবেশনা বহুমুখী সুরের মূর্ছনায় জোরালো ও সূক্ষ্ম বৈপরীত্যে আলো ও আঁধারির মাঝের ব্যবধান মূর্ত করে তুলবে শ্রোতাদের সামনে।
ঈদ ছাড়া বড় বাজেটের ছবি মুক্তি পায় না এমন মিথ ভাঙতে আগামীকাল (১৫ নভেম্বর) মুক্তি পাচ্ছে দেশের শীর্ষ নায়ক শাকিব খানের ছবি ‘দরদ’। মুক্তির দুদিন আগে থেকেই ছাড়া হয়েছে ছবিটির অগ্রিম টিকেট।
রাজনৈতিক পট-পরিবর্তনে এখনো সিনেমার বাজারে স্থবির অবস্থা বিরাজ করছে। এমন সময়ে বড় বাজেটে ‘দরদ’ মুক্তির সিদ্ধান্তকে সাহসী সিদ্ধান্ত বলে মনে করছেন স্টার সিনেপ্লেক্স কতৃপক্ষ। তারা জানান, ‘দরদ’-এর অগ্রিম টিকিট বিক্রি অনেক ভালো। এ কারণে দৈনিক ২২টি শো থাকলেও এখন আরও চারটি শো বাড়ানো হয়েছে। সীমান্ত সম্ভারে দুটি শো এবং বসুন্ধরা শাখায় দুটি শো বাড়ানো হয়েছে! রেসপন্স ভালো হলে শো আরও বাড়বে। ‘দরদ’ হিট হওয়া দরকার, তাহলে আরও ছবি আসবে।
সিনেপ্লেক্সের পাশাপাশি কেরানীগঞ্জের লায়ন সিনেমাস, নারায়ণগঞ্জের সিনেস্কোপেও ছাড়া হয়েছে অগ্রিম টিকিট। তারা জানান, ওপেনিং ডে’র রেসপন্স সন্তোষজনক। বিষয়টি ফেসবুকে পোস্টেও জানায় কর্তৃপক্ষ। সিনেস্কোপ বলছে, ঈদ ছাড়া অগ্রিম টিকিটে এতো রেসপন্স আশাই ছিল না।
স্টার সিনেপ্লেক্সের ওয়েব সাইটে গিয়ে দেখা গেছে, ‘দরদ’ মুক্তির প্রথম দিনের টিকেটের বেশীর ভাগ বিক্রি হয়ে গেছে। বিশেষ করে বিকেল এবং সন্ধ্যার শো’য়ের বসুন্ধরা শাখার সব টিকিট বিক্রি হয়ে গেছে! তবে সকাল ও দুপুরের টিকিট ৬০ শতাংশের মতো বিক্রি হয়েছে।
ছবিটি পরিচালনা করছেন অনন্য মামুন। বাংলাদেশের পাশাপাশি একযোগে আরও ২২টি দেশে মুক্তি পাচ্ছে ‘দরদ’। তিনি বলেন, দেশে ৮৩ হলে মুক্তি দেয়া হচ্ছে ‘দরদ’। সেই সঙ্গে বিশ্বের ২২টি দেশে একযোগে মুক্তি পাচ্ছে। আমার আত্মবিশ্বাস আছে দর্শক ‘দরদ’ দেখলে খারাপ বলতে পারবেন না।
সম্প্রতি ‘দরদ’-এর গান ও ট্রেলার প্রকাশিত হয়েছে, যা অনলাইনে সিনেপ্রেমীদের মুগ্ধ করে। এ কারণে অধিকাংশ দর্শকই ‘দরদ’ দেখার আগ্রহ প্রকাশ করেছেন। রোম্যান্টিক থ্রিলার ধাঁচের ছবি ‘দরদ’-এ শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। এছাড়াও রয়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, রাহুল দেব ও বাংলাদেশের এলিনা শাম্মী, ইমতু রাতিশ, রিও, সাফা মারওয়া, আমির সিরাজী েএবং জেসিয়া ইসলাম (অতিথি শিল্পী)।