শুভশ্রী পুত্রর জন্য মমতার উপহার



বিনোদন ডেস্ক, বার্তা ২৪.কম
শুভশ্রী পুত্র ‍ও মমতা মমতা বন্দ্যোপাধ্যায়

শুভশ্রী পুত্র ‍ও মমতা মমতা বন্দ্যোপাধ্যায়

  • Font increase
  • Font Decrease

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গা পূজা। সারা বছর এই দিনটির জন্য মুখিয়ে থাকেন তারা। কাজ-পড়াশোনা-মন খারাপ সব টা টা বাই বাই করে এই দিনগুলো মেতে থাকা দুর্গা দেবীকে নিয়ে। তারকা থেকে সাধারণ মানুষ সকলের ক্ষেত্রেই প্রযোজ্য এই রুটিন। সম্প্রতি এক ভারতীয় সংবাদমাধ্যমে নিজের পূজা পরিকল্পনা ভাগ করে নিলেন রাজ চক্রবর্তী। জানালেন, ২০২০ সালে পূজার ঠিক আগেই রাজ-শুভশ্রীর ঘর আলো করে এসেছে ইউভান। এটি তার দ্বিতীয় পুজা।

তবে চমকপ্রদ তথ্য হলো- এবারের পূজাটা একটু বিশেষ হতে যাচ্ছে ইউভানের জন্য। কেননা পূজা উপলক্ষে ছোট্ট ইউভানকে জামা কিনে দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজ আরও জানান, পূজায় আলাদা করে নিজের জন্য কেনাকাটা তিনি সেভাবে কখনোই করেন না। বরং প্রতি বছর বউ শুভশ্রী তাকে জামা কিনে দেন।



এদিকে, অভিনেত্রী নিজের জন্য কিছু কিনতে চান না। তখন রাজ নিজের থেকে পছন্দ করেই শাড়ি কিনে আনেন শুভশ্রীর জন্য।

তবে এবারের পূজা রাজের জন্যও একটু বিশেষ। কারণ এবার তিনি আর শুধু পরিচালক-প্রযোজক নন। একজন বিধায়কও। তাই পূজায় বেশ কয়েকদিন তার দেখা মিলবে নিজের বিধানসভায়।

পূজা উদ্বোধনেও যাওয়ার কথা আছে রাজের। বাদবাকি সময়টা কাটাবেন পরিবারর সঙ্গে। অষ্টমীতে অঞ্জলি দেবেন। ডায়েট ভুলে খাবেন লুচি-ছোলার ডাল।

   

জাওয়ানের দাপটেও ‘অন্তর্জালের’ তিন দিনের সব টিকিট বিক্রি



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

বাংলা সিনেমার ইতিহাসে যুক্তরাষ্ট্রে হয়ে গেল দেশীয় সিনেমা অন্তর্জালের সবচেয়ে বড় স্ক্রিনিং। ইতিমধ্যে, জাওয়ানের দাপটকে উপেক্ষা করেই সিনেপ্লেক্সগুলোতে বিক্রি হয়ে গেছে আগামী তিন দিনের সব টিকিট। 

শুক্রবার (২২ সেপ্টেম্বর) দেশ বিদেশ মিলিয়ে ১৮৪টি প্রেক্ষাগৃহে এক সঙ্গে মুক্তি পেয়েছে সিনেমাটি।

অন্তর্জাল মুক্তির প্রথম শো’তে সব-টিকিট বিক্রি হয়ে গেছে দুই দিন আগেই। সিনেমাটি বেশ কয়েকবার মুক্তির তারিখ পিছিয়ে দেয়ার কারণে শঙ্কা ছিল হয়তো অন্তর্জাল থেকে মুখ ফিরিয়ে নেবেন দর্শক। কিন্তু অন্তর্জালের রহস্যের মতোই দর্শক শেষ মুহূর্তে এসে জানিয়ে দিল সিনেমাটির জন্যই দিনের পর দিন অপেক্ষায় ছিলেন তারা।

অভিনেতা এবিএম সুমন বলেছেন, ‘আমি অনেক এক্সাইটেড। কারণ আমরা অনেকদিন এই প্রজেক্টের পেছনে লেগে ছিলাম। আমাদের শুটিং শেষের পরেও আমাদের পোস্টে অনেক কাজ ছিলো। আপনারা জানেন আমরা বেশ কয়েকবার পিছিয়েছি। আমরা বিশ্বাস করি এ সিনেমা সবার ভালো লাগবে।’

পরিচালক দীপংকর দীপন বলেন, ‘অন্তর্জাল আসলে খুব এক্সক্লুসিভ ছবি। দেখলেই বুঝতে পারবেন, ছবিটা আমরা তিন বছর ধরে বানিয়েছি এমনি এমনি নয়। এ ছবিটার পেছনে আমাদের বিশাল অংকের অর্থ খরচ হয়েছে, প্রায় ছয় কোটির মতো। এ ছবির মধ্যে আমরা যে ধরনের ভিজুয়াল তৈরি করেছি, গল্প, সেট ও ক্যারেক্টার তৈরি করেছি, এটা সিনেমা হলে না দেখলে বুঝতে পারবেন না বিষয়টি নিয়ে আমরা কতটা গবেষণা করে তৈরি করেছি।’

অন্তর্জালের মুক্তির কারণে প্রদর্শনীর সংখ্যা কমিয়ে দেয়া হয়েছে জাওয়ান সিনেমার। স্টার সিনেপ্লেক্সের প্রতিদিনের শো দেয়া হয়েছে ১৪টি আর যমুনা ব্লকবাস্টারে চারটি। সব মিলিয়ে দেশের প্রেক্ষাগৃহে অন্তর্জালের হল সংখ্যা ৩৫টি হলেও বাংলাদেশে মুক্তির দিনেই সিনেমাটি মুক্তি দেয়া হয়েছে আমেরিকাতেও। তাই সিনেমাটির সফলতা নিয়ে আশাবাদী প্রযোজক পরিচালক।

সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান মনে করে যেহেতু বর্তমানের তরুণ দর্শকেরা ভিন্ন নির্মাণ আর গল্পের সিনেমা পছন্দ করে তাই তারকা বহুল অন্তর্জাল সিনেমাটি দেখতে ভিড় হবে দেশীয় প্রেক্ষাগৃহগুলোতে।

;

প্র্যাকটিস চলছে সেলিব্রিটি ক্রিকেট লিগের, কে কোন দলে খেলছেন



বিনোদন ডেস্ক, বার্তা ২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

আসন্ন ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলকে উজ্জীবিত করতে সেলিব্রিটি ক্রিকেট লিগে (সিসিএল) দেশের রূপালি পর্দার তারকারা লড়বেন একে অপরের বিপক্ষে। ব্যাট-বল হাতে মাঠে নেমেছেন শোবিজ তারকারা।

আগামী ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া সিসিএল শেষ হবে ৩০ সেপ্টেম্বর। মোট আটটি দলে ভাগ হয়ে মাঠে নামবেন শোবিজ তারকা থেকে শুরু করে কলা-কুশলীরা। প্রতি দলে থাকবেন নারী-পুরুষ সদস্য। প্রত্যেক দলের অধিনায়কত্ব করবেন একজন করে নির্মাতা। রায়হান রাফি, শিহাব শাহীন, গিয়াসউদ্দিন সেলিম, চয়নিকা চৌধুরী, মোস্তফা কামাল রাজ, দীপঙ্কর দীপন, সালাহউদ্দিন লাভলুর মতো দেশীয় খ্যাতনামা নির্মাতারা ৮টি দলের নেতৃত্বে থাকবেন।

সরজমিনে দেখা যায়, ১০০ ফিট সেফ টেবিলের মাঠে গিয়াসউদ্দিন সেলিমের দলে প্র্যাকটিস করছেন শ্যামল মাওলা ও মৌসুমী হামিদ। সালাহউদ্দিন লাভলুর দলে খেলবেন চঞ্চল চৌধুরী, শাহনাজ খুশী, বাপ্পী চৌধুরী, নিলয় আলমগীর, দিব্য জ্যোতি, সৌম্য জ্যোতি, নির্মাতা তুহিন হোসেনসহ আরও অনেকে। নির্মাতা শিহাব শাহীনের দলে খেলতে পারেন আরিফিন শুভ, মিথিলা ও সাফা কবির।

চয়নিকা চৌধুরীর দলে আছেন তমা মির্জা ও পরীমণি। শরিফুল রাজ ও মেহজাবীন খেলবেন মোস্তফা কামাল রাজের দলে। আফরান নিশো ও সিয়াম আহমেদের মতো তারকাদের নিয়ে মাঠে নামবেন রায়হান রাফী। দীপঙ্কর দীপনের দলে আছেন এ বি এম সুমন, সুনেরাহ বিনতে কামাল ও জিয়াউর রোশান।

চিত্রনায়ক সাইমন সাদিক, তানজিন তিশা, স্পর্শিয়া ও জাহারা মিতুর মতো অভিনয়শিল্পীরাও এই লিগ খেলতে পারেন বলে জানা গেছে। লিগের চ্যাম্পিয়ন দলের জন্য থাকছে ট্রফি।

;

বিট্রিশবিরোধী নেতা 'বাঘা যতীন' রূপে দেব



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
'বাঘা যতীন’ সিনেমায় দেব।ছবি: সংগৃহীত

'বাঘা যতীন’ সিনেমায় দেব।ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ছবি দেখে বোঝার উপায় নেই মানুষটির পরিচয়। নতুন লুকে পর্দায় এসেছেন টালিউড অভিনেতা দেব। গায়ে ছেঁড়া-ফাটা কম্বল, মুখে অজস্র দাগ, একগোছা দাড়ি, মাথায় উস্কো-খুস্কো চুলের লুক নিয়ে বিট্রিশবিরোধী বিপ্লবী নেতা হিসেবে হাজির হয়েছেন এই অভিনেতা। এমন লুক দেবের নতুন ‘বাঘা যতীন’ সিনেমায় দেখা যাবে।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) তার এই বিশেষ লুক প্রকাশ করেছেন নির্মাতারা। ব্রিটিশ শাসনামলে প্রায়ই ছদ্মবেশ ধরতেন স্বাধীনতা সংগ্রামীরা। এর ফলে এক দিকে যেমন শাসকের নজর এড়ানো যেত, তেমনি সমান্তরালে চলত আন্দোলনের কর্মসূচি। এই সিনেমায় বিট্রিশবিরোধী বিপ্লবী নেতা বাঘা যতীনের ভূমিকায় তাই দেবকেও একাধিক লুকে দেখা যাবে।

এর আগে, খাকি পোশাকে কাঁধে বন্দুক নিয়ে শিখের বেশে দেবের লুক দেখেছেন দর্শকরা। তারও আগে সাধুর বেশে এই সিনেমায় তার একটি লুক প্রকাশ করেও চমকে দিয়েছিলেন অভিনেতা। সিনেমায় নাকি আরও কয়েকটি লুকে দেখা যাবে দেবকে। তার এই বিশেষ লুকের পেছনে রয়েছেন মেকাপ আর্টিস্ট সোমনাথ কুণ্ডু।

চরিত্রের প্রয়োজনে এর আগেও দর্শকদের সামনে নিজেকে একাধিকবার বিভিন্ন রূপে উপস্থাপন করেছেন। কিন্তু এই প্রথম কোনো সিনেমায় এতগুলো লুকে দর্শকদের সামনে হাজির হতে দেখা যাবে তাকে। 

এই বিশেষ লুক প্রসঙ্গে দেব বলেন, এই সিনেমায় এমন এক মানুষের চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছি, যিনি মহৎ উদ্দেশ্য সাধনের জন্য ছদ্মবেশ ধারণের গুরুত্ব বুঝতেন। একইভাবে আমার চরিত্রটিও সিনেমায় একাধিক পরিবর্তনের মধ্যে দিয়ে এগিয়েছে।

পাশাপাশি এই সিনেমাকে দেশের স্বাধীনতা সংগ্রামীদের প্রতি তার শ্রদ্ধার্ঘ্য হিসেবেই উল্লেখ করেছেন দেব। এবারের দুর্গাপূজায় মুক্তি পাবে অরুণ রায় পরিচালিত দেবের ‘বাঘা যতীন’ সিনেমাটি।

 

;

পরিণীতি-রাঘবের রাজকীয় বিয়ের সাক্ষী হবে উদয়পুর



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
সাত পাকে ঘুরতে যাচ্ছেন পরিণীতি চোপড়া এবং রাঘব চাড্ডা

সাত পাকে ঘুরতে যাচ্ছেন পরিণীতি চোপড়া এবং রাঘব চাড্ডা

  • Font increase
  • Font Decrease

আগামী রোববার (২৪ সেপ্টেম্বর) বিয়ে করতে চলেছেন রাঘব চাড্ডা এবং পরিণীতি চোপড়া। হিন্দি সিনেমাপ্রেমী এবং পরিণীতি ভক্তদের নজর এখন এই বলিউড অভিনেত্রীর বিয়ের আনুষ্ঠানিকতার দিকে। রাজস্থানের উদয়পুরে অবস্থিত লীলা প্যালেসে আগামীকাল (২৩ সেপ্টেম্বর) থেকে শুরু হবে বিয়ের আনুষ্ঠানিকতা।

পরিণীতি চোপড়া এবং রাঘব চাড্ডা রাজকীয় বিয়ের অনুষ্ঠানের জন্য লীলা প্যালেসের মহারাজা এবং রয়্যাল স্যুট বুক করেছেন। রয়্যাল স্যুটে সোনার গম্বুজ এবং কাঁচের তৈরি শিল্প রয়েছে যা মেওয়ারের সংস্কৃতিকে প্রতিনিধিত্ব করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল লীলা প্যালেস হোটেলের ডাইনিং এরিয়া কাঁচের তৈরি এবং খুব সুন্দর।

গতকাল অভিনেত্রী পরিণীতি চোপড়া এবং আম আদমী পার্টির সংসদ সদস্য রাঘব চাড্ডা উদয়পুরে বিমানবন্দরে পৌঁছালে সেখানে একটি দুর্দান্ত আয়োজনের মাধ্যমে স্বাগত জানানো হয় তাদের। দুই তারকাকে অভিবাদন জানাতে বিমানবন্দরের বহির্গমন গেটে একটি লাল গালিচা বিছানো হয়। এর পাশেই ছিল রাঘব-পরিণীতির বিয়ের হোর্ডিং। এ সময় বিমানবন্দরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ছিল। এরপরে গাড়িতে উঠে হোটেলের উদ্দেশ্যে রওনা হন তারা। সন্ধ্যায় একটি সংবর্ধনারও আয়োজন করা হয়েছে।  

২৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া রাজকীয় বিয়ের উদযাপনের প্রথম দিনে মেহেদী অনুষ্ঠান এবং গায়ে হলুদ অনুষ্ঠান হবে। মেহেদীর জন্য রাখা হয়েছে সবুজ ও গোলাপি রঙের থিম। হলুদ অনুষ্ঠানের জন্য পুরো আয়োজনকে দেওয়া হবে হলুদ রূপ। এছাড়াও বিয়ের দিন সাদা ফুল দিয়ে সাজসজ্জার জন্য ৬০ জন কারিগরের একটি দল ডাকা হয়েছে, যারা বিয়ের ফুল সাজানোর সমস্ত কাজ করবে।

রাজকীয় বিয়ের অতিথি তালিকায় থাকবেন রাজনীতিবিদসহ বলিউড ইন্ডাস্ট্রির অনেক তারকা। পরিণীতির বোন প্রিয়াঙ্কা চোপড়া তাদের মধ্যে অন্যতম একজন।

রাঘব চাড্ডা এবং পরিণীতি চোপড়া ২৪ সেপ্টেম্বর বিকেলে সাত পাকে ঘুরবেন। চার হাত বাঁধা পরবে প্রণয়ের বন্ধনে। জমকালো বিয়ের আয়োজনকে ঘিরে ভক্তদের মাঝে বিরাজ করছে মধুর বিড়ম্বনা।

;