নেহা কক্করের বিচ্ছেদের গুঞ্জন



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

এবার কোনো অভিনেতা-অভিনেত্রী নয়। বরং ইন্ডাস্ট্রির জনপ্রিয় গায়িকা নেহা কক্কর ও তার স্বামী রোহনপ্রীত সিংয়ের সম্পর্কে নাকি চিড় ধরেছে। এমনকি তাদের বিচ্ছেদের গুঞ্জনও উঠেছে।

সম্প্রতি বলিপাড়ায় শোনা যাচ্ছিল নেহা ও রোহনপ্রীতের মধ্যে অশান্তি শুরু হয়েছে। আর সুরেলা কণ্ঠের গায়িকার জন্মদিনের সেলিব্রেশনে যেন সেই আভাস পাওয়া গেল।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবর, গত ৬ জুন ৩৫-এ পা দিলেন নেহা। জীবনের বিশেষ দিনটি পরিবারের লোকজন ও বন্ধুবান্ধবের সঙ্গে কাটিয়েছেন তিনি। বিপরীতে তার ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা খেয়াল করেন, নেহাকে জন্মদিনে শুভেচ্ছা জানাননি তার স্বামী। আর এ থেকেই গুঞ্জন উঠে—ভেঙে গেল রোহনপ্রীত ও নেহার সম্পর্ক!

এ গায়িকা ২০১৪ সাল থেকে ২০১৮ সালের সেপ্টেম্বর পর্যন্ত অভিনেতা হিমাংশু কোহলির সঙ্গে সম্পর্কে ছিলেন। সোশ্যালে তারা একে অপরের সঙ্গে তোলা অনেক ছবি পোস্ট করতেন। সম্পর্ক থেকে বের হয়ে এসে ২০১৯ সালে মানসিক অবসাদের কথা জানান গায়িকা।

এরপর করোনাকালে জীবনের নতুন সঙ্গীকে খুঁজে পান নেহা। ‘নেহু দা বিয়া’ শিরোনামের মিউজিক ভিডিও করার সময় রোহনপ্রীতের সঙ্গে সম্পর্কে জড়ান। অল্প কয়েকদিনের প্রেমের পরই বিয়ে করেন তারা। আর এবার সেই সম্পর্কে বিচ্ছেদের গুঞ্জন।

   

ওটিটিতে ইমন-আইরিনের 'কাগজ'



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

একজন লেখকের জীবনের গল্প নিয়ে আলী জুলফিকার জাহেদী বানিয়েছেন ‘কাগজ’। গল্পে ফুটে উঠেছে লেখকের জীবনের চাওয়া, না পাওয়া আর মনোবাসনার কথা। আগামীকাল (২৮ সেপ্টেম্বর)থেকে ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে দেখা যাবে সিনেমাটি।

সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন মামনুন হাসান ইমন, আইরিন সুলতানা ও মাইমুমা মম। রোমান্টিক-থ্রিলার ঘরানার এই সিনেমাতে আরও অভিনয় করেছেন শশী আফরোজা, মুনমুন মুন, আশরাফ কবির, ফারহান খান রিও, যুবরাজ প্রমুখ।

সিনেমাটিতে তিনটি গান রয়েছে। গানগুলো গেয়েছেন কলকাতার জনপ্রিয় কণ্ঠশিল্পী সোমলতা আচার্য চৌধুরী, বাংলাদেশের কর্ণিয়া, মীর মাসুম, ওয়ারফেজ ব্যান্ডের পলাশ নূর। এতে লেখকের চরিত্রে অভিনয় করছেন ইমন।

সিনেমাটি নিয়ে তিনি বলেন, এই প্রথম ওটিটি প্ল্যাটর্ফমে আমার কোন কাজ যাচ্ছে। সিনেমাটি নিয়ে আমি খুবই আশাবাদী সবাই দীপ্ত প্লেতে কাগজ দেখবে।

নির্মাতা বলেন, সিনেমাটি দীপ্ত প্লের মাধ্যমে বিশ্ব ব্যাপী সবাই দেখতে পাবে। দর্শক গতানুগতিক ধারা থেকে বেরিয়ে ভিন্ন ঘরানার একটি সিনেমা পাবেন।

;

কলকাতার সিনেমায় অপূর্ব



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ছোট পর্দার জনিপ্রয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। বাংলাদেশের সিনেমায় এর আগে অভিনয় করলেও প্রথমবারের মতো কলকাতার সিনেমায় দেখা যাবে অপূর্বকে। দেশের ওটিটি প্ল্যাটফর্মেও কাজ করেছেন তিনি। 

বুধবার (২৭ সেপ্টেম্বর) প্রযোজনা প্রতিষ্ঠানের ফেসবুকে অপূর্বর ছবি পোস্ট করে এ ঘোষণা দিয়েছে।

কলকাতার পরিচালক প্রতিম ডি গুপ্তা নির্মাণ করছেন ‘চালচিত্র’ শিরোনামে সিনেমা। এটি প্রযোজনা করছে কলকাতার ফ্রেন্ডস কমিউনিকেশনস।

সিনেমাটিতে অপূর্বর সঙ্গী হয়েছেন রাইমা সেনসহ বেশ কজন তারকা। তবে অপূর্বর বিপরীতে কে অভিনয় করছেন তা জানা যায়নি।

সিনেমা সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, বুধবার থেকে কলকাতায় সিনেমাটির শুটিং শুরু হয়েছে। সিনেমায় আরও অভিনয় করছেন টোটা রায় চৌধুরী, শান্তনু মাহেশ্বরী, রাইমা সেন, স্বস্তিকা দত্তসহ অনেকেই।

থ্রিলার ঘরানার গল্প নিয়ে গড়ে উঠেছে ‘চালচিত্র’ সিনেমার কাহিনি। কলকাতা পুলিশের গোয়েন্দা শাখার একদল অফিসার, যাদের নেতৃত্বে আছেন দক্ষ অফিসার কণিষ্ক চ্যাটার্জি। একটি মামলা তদন্ত করতে গিয়ে দেখা যাবে, কোথাও গিয়ে ১২ বছর আগে তার পুরোনো একটি কেসের সঙ্গে মিলে যাচ্ছে। পেশার পাশাপাশি ৪ পুলিশ অফিসারের ব্যক্তিগত জীবনেও ঝড় উঠবে।

;

বিসিবি কর্মকর্তাদের পুরুষত্ব নিয়ে প্রশ্ন ওমর সানীর



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
বিসিবি কর্মকর্তাদের পুরুষত্ব নিয়ে প্রশ্ন ওমর সানীর

বিসিবি কর্মকর্তাদের পুরুষত্ব নিয়ে প্রশ্ন ওমর সানীর

  • Font increase
  • Font Decrease

বিশ্বকাপ স্কোয়াড় থেকে তামিম ইকবালের আকস্মিক বাদ পড়ায় নানান বিতর্ক সৃষ্টি হয়েছে। এনিয়ে ক্রিকেটপ্রেমীদের অভিযোগের তীর বিসিবির নির্বাচকদের দিকে। এদিকে, ওয়ানডে দলের সাবেক এই অধিনায়কের বাদ পড়ার বিষয় মোটেও ভালোভাবে নেননি এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী।

নিয়মিত পর্দায় না থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব ওমর সানী। প্রায় সময়ই নানান ইস্যুতে নিজের অনুভূতি কিংবা মতামত প্রকাশ করে থাকেন এই চিত্রনায়ক। আবার যেকোনো পরিস্থিতিতে প্রতিবাদ করতেও ভোলেন না ওমর সানী। এবার তার ব্যতিক্রম ঘটল না। তামিম ইস্যুতেও আওয়াজ তুলে সেটাই প্রমাণ করলেন এই তারকা।

বুধবার (২৭ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুকে তামিমের প্রতি দুঃখ প্রকাশ করে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। সেই সঙ্গে বিসিবির নির্বাচকের নিয়েও মন্তব্য করেছেন এই নায়ক।

পাঠকদের সুবিধার জন্য ওমর সানীর স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-

আপনারা যারা নির্বাচক, আপনাদের খেলা আমি দেখেছি। স্টেডিয়ামে বসে বলুন আর টিভির পর্দায় বলুন। ভীষণ পুরুষত্ব ফুটে উঠতো। আজকে এমন কি হলো, কাপুরুষের মতো ঘোষণা করতে হবে তামিম ইকবাল বাংলাদেশ দলেই নেই!

মানলাম একজন সুপারস্টারের কথায় এই সিদ্ধান্ত নিয়েছেন, আপনাদের জায়গায় যদি আমার মতো রাষ্ট্রের প্রজা থাকতো তাহলে বলতাম- ‘আমি পদত্যাগ করলাম।’ সরি একজন খেলোয়াড় তামিম ইকবাল।

;

গদ্দার না দেশভক্ত?- প্রকাশ্যে সালমানের টাইগার ৩-এর মেসেজ!



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
গদ্দার না দেশভক্ত?- প্রকাশ্যে সালমানের টাইগার ৩-এর মেসেজ!

গদ্দার না দেশভক্ত?- প্রকাশ্যে সালমানের টাইগার ৩-এর মেসেজ!

  • Font increase
  • Font Decrease

অবশেষে সব অপেক্ষার অবসান! বুধবার প্রকাশ্যে এলো সালমান খানের টাইগার ৩-এর টিজার। যশ চোপড়ার জন্মবার্ষিকীর দিন ভাইজান এক ঝলক দিলেন মণীশ শর্মা পরিচালিত, যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের পরের ছবি ‘টাইগার ৩’-এর। যা মুক্তি পাবে ২০২৩-এর দিওয়ালিতে। অভিনয় করেছেন সালমান খান, ক্যাটরিনা কাইফ ও ইমরান হাসমি। 

যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের জন্মই হয়েছিল টাইগারকে দিয়ে। ২০১২ সালে মুক্তি পেয়েছিল এক থা টাইগার। এরপর ৫ বছর পর ২০১৭ সালে আসে টাইগার জিন্দা হ্যায়। ৬ বছরের বিরতি নিয়ে ২০২৩ সালে আসছে টাইগার ৩।


টিজারের শুরুতে সালমানকে বলতে শোনা যাচ্ছে, ‘আমার নাম অবিনাশ সিং রাঠোর, যদিও আপনারা আমাকে টাইগার বলেই চেনেন। ২০ বছর নিজের সবকিছু ভারতকে রক্ষা করতে লাগিয়ে দিয়েছি। বদলে কিচ্ছু চাইনি। কিন্তু আজ চাইছি। আজ আপনাদের সবাইকে বলা হচ্ছে টাইগার গদ্দার। দেশের সঙ্গে গদ্দারি করেছে। আমি আপনাদের শত্রু। ২০ বছর সার্ভিস দেওয়ার পর আমি ভারতের থেকে আমার ক্যারেক্টার সার্টিফিকেট চাইছি। আমার ছেলেকে আমি বলব না, ওর দেশ বলবে ওর বাবা কী ছিল, গদ্দার না দেশভক্ত? বেঁচে থাকলে আবার দেখা হবে। জয় হিন্দ।’

টাইগার ৩ হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় ১০ নভেম্বর মুক্তি পাবে। এটি টাইগার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় পার্ট। এবং পরিচালনা করেছেন মনীশ শর্মা। এবং নেগেটিভ রোলে অভিনয় করেছেন ইমরান হাশমি। সালমান আর ক্যাটরিনাকে তাদের ২০১৯ সালের ভারত সিনেমার পর আবার একসঙ্গে দেখা যাবে বড় পর্দায়। এর আগে, এই জুটি এক থা টাইগার, টাইগার জিন্দা হ্যায়, ম্যায়নে পেয়ার কিয়ু কিয়া এবং পার্টনারের মতো হিট ছবিতে অভিনয় করেছেন।


প্রসঙ্গত, সালমানের টাইগার ৩ ছবিটিতে শাহরুখ খান ওরফে পাঠানের একটি কেমিও থাকবে বলে জানা গেছে। যেমনটা সিদ্ধার্থ আনন্দের ব্লকবাস্টার পাঠানে করেছিলেন সালমান খান টাইগার হয়ে। এছাড়াও যশরাজের তরফে টাইগার ভার্সেস পাঠান সিনেমা বানানোরও কথা রয়েছে। যার প্রি প্রোডাকশনের কাজ চলছে এখন। আর শ্যুটিং শুরু হবে ২০২৪ সালের মাঝামাঝি সময়ে। দুই খানই নাকি হ্যাঁ করে দিয়েছেন স্ক্রিপ্টে।

;