এবার কোনো অভিনেতা-অভিনেত্রী নয়। বরং ইন্ডাস্ট্রির জনপ্রিয় গায়িকা নেহা কক্কর ও তার স্বামী রোহনপ্রীত সিংয়ের সম্পর্কে নাকি চিড় ধরেছে। এমনকি তাদের বিচ্ছেদের গুঞ্জনও উঠেছে।
সম্প্রতি বলিপাড়ায় শোনা যাচ্ছিল নেহা ও রোহনপ্রীতের মধ্যে অশান্তি শুরু হয়েছে। আর সুরেলা কণ্ঠের গায়িকার জন্মদিনের সেলিব্রেশনে যেন সেই আভাস পাওয়া গেল।
বিজ্ঞাপন
ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবর, গত ৬ জুন ৩৫-এ পা দিলেন নেহা। জীবনের বিশেষ দিনটি পরিবারের লোকজন ও বন্ধুবান্ধবের সঙ্গে কাটিয়েছেন তিনি। বিপরীতে তার ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা খেয়াল করেন, নেহাকে জন্মদিনে শুভেচ্ছা জানাননি তার স্বামী। আর এ থেকেই গুঞ্জন উঠে—ভেঙে গেল রোহনপ্রীত ও নেহার সম্পর্ক!
এ গায়িকা ২০১৪ সাল থেকে ২০১৮ সালের সেপ্টেম্বর পর্যন্ত অভিনেতা হিমাংশু কোহলির সঙ্গে সম্পর্কে ছিলেন। সোশ্যালে তারা একে অপরের সঙ্গে তোলা অনেক ছবি পোস্ট করতেন। সম্পর্ক থেকে বের হয়ে এসে ২০১৯ সালে মানসিক অবসাদের কথা জানান গায়িকা।
এরপর করোনাকালে জীবনের নতুন সঙ্গীকে খুঁজে পান নেহা। ‘নেহু দা বিয়া’ শিরোনামের মিউজিক ভিডিও করার সময় রোহনপ্রীতের সঙ্গে সম্পর্কে জড়ান। অল্প কয়েকদিনের প্রেমের পরই বিয়ে করেন তারা। আর এবার সেই সম্পর্কে বিচ্ছেদের গুঞ্জন।
হলিউডের অন্যতম সেরা অভিনেতা ড্যানিয়েল ডে-লুইস। সিনেমাপ্রেমীদের কাছে তাকে তার অভিনয় দক্ষতাকে নতুন করে পরিচয় দেওয়ার কিছুই নেই। কিন্তু সাত বছর আগে এই অভিনেতার এক সিদ্ধান্ত ভক্তদের হৃদয় ভেঙে দেয়!
‘ড্যানিয়েল ডে-লুইস আর অভিনয় করবেন না। এটি অভিনেতার ব্যক্তিগত সিদ্ধান্ত। এ নিয়ে তিনি বা তার প্রতিনিধিরা এর চেয়ে বেশি কিছু বলতে চান না’- সাত বছর আগে এমন খবর দারুণ হইচই ফেলেছিলো।
তিন বার অস্কার পাওয়া এই অভিনেতার ভক্তদের জন্য সুসংবাদ, তাদের প্রিয় তারকা মত বদলেছেন। সাত বছর পর আবারও ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন ড্যানিয়েল ডে-লুইস।
তবে তার সিদ্ধান্ত বদলানোর বিশেষ কারণ রয়েছে। ছেলেকে না করতে পারেননি তিনি। নিজের ছেলের পরিচালনায় অভিনয় করছেন তিনি। তার ছেলে রোনান ডে লুইস তার অভিষেক সিনেমাটি নির্মাণ করছেন। সিনেমার নাম ‘অ্যানেমোন’। এর গল্প লিখেছেন বাবা ছেলে মিলে।
সিনেমার গল্পটিও বাবা-ছেলের সম্পর্ক নিয়ে। এতে ড্যানিয়েল ডে লুইস আছেন প্রধান চরিত্রেই। সিনেমা প্রযোজনা করছে ফোকাস ফিচার।
এ নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠানের প্রধান পিটার কুজাওস্কি বলেন, ‘আমরা একজন অসাধারণ ভিজ্যুয়াল আর্টিস্ট ও অভিনেতার সঙ্গে কাজ করছি। রোনানের মধ্যে আমরা সে ভিজ্যুয়াল আর্টিস্টকে পেয়েছি।’
দীর্ঘ অভিনয়জীবনে অনেক পুরস্কার পেয়েছেন ড্যানিয়েল। প্রথম অস্কার জিতেছেন ‘মাই লেফট ফুট’ ছবির জন্য। ‘দেয়ার উইল বি ব্লাড’ ও ‘লিঙ্কন’ও তাকে ফেরায়নি। এনে দিয়েছে আরও দুটি অস্কার।
গঠিত হলো ‘পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান কমিটি'। অনুদান কমিটির প্রধান হিসেবে আছেন তথ্য উপদেষ্টা, আছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জাকিয়া বারী মমও।
সরকারি অনুদান দেওয়ার জন্য স্বচ্ছতা ও সর্বোচ্চ পেশাদারির সঙ্গে চলচ্চিত্র বাছাইয়ের কার্যক্রমের অংশ হিসেবে ‘পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান কমিটি' পুনর্গঠন করা হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলামকে সভাপতি করে মোট ১০ জন সদস্যকে নিয়ে গঠিত করা হয়।
আজ (০৭ অক্টোবর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। কমিটির সদস্যসচিব হিসেবে আছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (চলচ্চিত্র)।
এ ছাড়া কমিটির অন্য সদস্যরা হলেন- তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ চলচ্চিত্র উন্নায়ন করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিস বিভাগের শিক্ষক ও অভিনেতা-নির্দেশক ড. আবুল বাশার মো. জিয়াউল হক (তিতাস জিয়া), চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক খান শারফুদ্দীন মোহাম্মদ আকরাম (আকরাম খান), চলচ্চিত্র নির্মাতা ও চিত্রনাট্যকার নার্গিস আখতার, রেইনবো চলচ্চিত্র সংসদের সভাপতি আহমেদ মুজতবা জামাল, নির্মাতা ও সম্পাদক সামির আহমেদ, অভিনেত্রী জাকিয়া বারী মম।
প্রজ্ঞাপনে আরো বলা হয়, চলচ্চিত্রশিল্পে মেধা ও সৃজনশীলতাকে উৎসাহিত করা এবং বাংলাদেশের আবহমান সংস্কৃতি সমুন্নত রাখার লক্ষ্যে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে সরকারি পৃষ্ঠপোষকতা ও সহায়তা প্রদানের উদ্দেশ্যে ‘পূর্ণদৈর্ঘ্য’ চলচ্চিত্র নির্মাণে সরকারি অনুদান প্রদান নীতিমালা-২০২০ (সংশোধিত)’ অনুযায়ী ২০২৪-২৫ অর্থবছরে সরকারি অনুদান প্রদানের লক্ষ্যে প্রাপ্ত প্যাকেজ প্রস্তাবসমূহ পরীক্ষা করে সিদ্ধান্ত প্রদানের জন্য সরকার ‘পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান কমিটি' পুনর্গঠন করল।
‘স্ত্রী ২’ ছবির মাধ্যমে অমর কৌশিক এখন বলিউডের সবচেয়ে ব্যবসাসফল নির্মাতা। তিনি বুঝিয়ে দিয়েছেন, ভৌতিক না অতিপ্রাকৃতিক ছবি বানাতে একেবারেই সিদ্ধহস্ত। তার ‘স্ত্রী ২’ বক্স অফিসের সব রেকর্ড ভেঙে গুঁড়িয়ে দারুণ ব্যবসা করেছে। ফলে সব নায়ক নায়িকারা এখন অমর কৌশিকের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছেন। সেখানে এই নির্মাতা সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি সালমান খান আর শাহরুখ খানের সঙ্গে কাজ করতে আগ্রহী।
আজ ভারতীয় একাধিক গণমাধ্যমে খবর বেরিয়েছে, অমরের সেই আগ্রহ শুধু কথার মধ্যেই সীমাবদ্ধ নেই। এরইমধ্যে নাকি শাহরুখ খানের সঙ্গে কাজ করার ব্যাপারে কথাও এগিয়েছে। তাও একটি অ্যাডভেঞ্চারাস ছবিতে।
গেল বছর শাহরুখ খান বক্স অফিসে একটার পর একটা ছক্কা হাঁকিয়েছেন। ‘পাঠান’, ‘জওয়ান’ এবং ‘ডানকি’র সম্মিলিত ভাবে গোটা বিশ্বজুড়ে প্রায় ২৫০০ কোটি টাকার উপর ব্যবসা করেছে। এবার সকলেই মুখিয়ে আছেন কিং খানের পরবর্তী ছবির দিকে।
জানা গেছে, তাকে সুজয় ঘোষের থ্রিলার ছবি ‘কিং’-এ দেখা যাবে তাকে। কিন্তু সেই ছবির আপডেট পাওয়ার আগেই জানা গেল আরও একটি নতুন ছবি নিয়ে শাহরুখের সঙ্গে আলোচনা করছেন ‘স্ত্রী ২’ ছবির পরিচালক অমর কৌশিক।
ধারণা করা হচ্ছে, ‘কিং’ ছবির কাজ শুরুর আগেই আরও একটি ছবি বাদশার হাতে আসতে চলেছে। জানা গেছে, অমর কৌশিক এবং দীনেশ বিজনের সঙ্গে একটি বিগ বাজেট অ্যাডভেঞ্চার ছবি নিয়ে তিনি আলোচনা করছেন বর্তমানে।
এই বিষয়ে পিঙ্কভিলাকে সূত্রের তরফে জানানো হয়েছে, ‘শাহরুখ খান বর্তমানে ‘স্ত্রী ২’ এর টিম অমর কৌশিক এবং দীনেশ বিজনের সঙ্গে আলোচনা করছে। তাদের কাছে একটি বিগ বাজেট অ্যাডভেঞ্চার ছবি আছে শাহরুখের জন্য। তবে এটা স্ত্রী ইউনিভার্সের অংশ হবে না। আপাতত তারা ২-৩ বার মিটিং করেছে। তবে শাহরুখ এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। আগামী মাসগুলোতে তারা আরও মিটিং করবেন, তারপরই শাহরুখই সিদ্ধান্ত নেবেন যে তিনি ছবি করবেন কিনা।’
এছাড়াও তিনি জানিয়েছেন শাহরুখের সঙ্গে রাজ এবং ডিকে তাদের কমেডি অ্যাকশন ছবির জন্য সমানে যোগাযোগ রেখে চলেছেন। তবে সেই গল্পের চিত্রনাট্য নিয়ে এখনো কাজ চলছে। এছাড়াও বেশ কিছু দক্ষিণী পরিচালকের সঙ্গেও কথাবার্তা বলছেন কিং খান। সেগুলো মূলত অ্যাকশন ছবি। তবে এখনও কিছুই ফাইনাল হয়নি।
শাহরুখ খানকে আগামীতে মেয়ে সুহানার সঙ্গে সুজয় ঘোষের ‘কিং’ ছবিতে দেখা যাবে সেটা নিশ্চিত। সেখানে তিনি ডনের চরিত্রে ধরা দেবেন। এছাড়াও তাকে যশরাজ স্পাইভার্সের ‘পাঠান ২’ ছবিতেও দেখা যাবে।
‘গহীন বালুচর’ সিনেমা দিয়ে শোবিজে পা রাখেন আবু হুরায়রা তানভীর। প্রথম ছবিতেই সাবলিল অভিনয় দিয়ে দর্শকের মনে জায়গা করে নেন। বিশেষ করে ছবির দুই নায়িকার সঙ্গে তার রোমান্টিক দৃশ্যগুলো সে সময় আলোচনার জন্ম দেয়। ফলে এই তরুণ অভিনেতার নারী ভক্তের সংখ্যা হু হু করে বাড়তে থাকে।
এজন্যই হয়তো নিজের বিয়ের খবর সেভাবে সামনে আনেননি তানভীর। তিনি হয়তো চাননি নারী ভক্তদের হৃদয় ভেঙে যাক! তবে তার বিয়ের খবর আশেপাশের কারও কাছে কখনো লুকাননি। এমনকি ব্যক্তিজীবনের বিশেষ দিনগুলোতে প্রিয়তমা স্ত্রীর সঙ্গে ছবিও প্রকাশ করে থাকেন ফেসবুকে।
এই যেমন আজ, নিজেদের বিবাহবার্ষিকীর মতো স্পেশ্যাল দিনটিতে এই অভিনেতা পোস্ট করেছেন স্ত্রীর সঙ্গে বেশকিছু রোমান্টিক ছবি। তা দেখে বোঝায় যায়, তানভীর শুধু পর্দায় নয় বাস্তবেও বেশ রোমান্টিক ছেলে। জানা গেছে, কোভিডের পরপরই পারিবারিক আয়োজনে বিয়েটা সেরেছেন তানভীর।
বিবাহবার্ষিকী উপলক্ষ্যে স্পেশ্যাল ফটোশুট করেছেন তারা। সেই ছবিগুলো পোস্ট করে তানভীর ফেসবুকে লিখেছেন, ‘শুভ বিবাহবার্ষিকী ভালোবাসা... সমস্ত উত্থান-পতনের প্রতি কৃতজ্ঞতা যার মাধ্যমে আমরা আজকের অবস্থানে এসে পৌঁছেছি। প্রতিটি বছর তোমার সাথে আশীর্বাদ নিয়ে আসুক। চিয়ার্স!’
নায়কের সেই পোস্টের নিচে অনেক ভক্ত অনুরাগীর রিঅ্যাকশ মিলেছে। কমেন্টে সবাই এই সুন্দর দম্পতির প্রশংসা করছেন। বিয়ে বার্ষিকীর শুভেচ্ছাবার্তায় সিক্ত হচ্ছেন তারা।
প্রসঙ্গত, তানভীর বড়পর্দার মাধ্যমে অভিনয়ে এলেও বর্তমানে চলচ্চিত্র, টেলিভিশন নাটক ও ওটিটিতে সমানতালে কাজ করছেন। সম্প্রতি তার অভিনীত ‘এক মিনিট’ নাটকটি সাড়া ফেলেছে। এ বছর মুক্তি পেয়েছে তার অভিনীত মোস্তফা কামাল রাজ পরিচালিত সিনেমা ‘ওমর’।