নির্মাতা সৈয়দ সালাহউদ্দিন জাকী আর নেই



বিনোদন ডেস্ক, বার্তা ২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

চলচ্চিত্র নির্মাতা সৈয়দ সালাহউদ্দিন জাকী আর নেই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি ১৯৪৬ সালের ২৬ আগস্ট জন্মগ্রহণ করেন।

সোমবার (১৮ সেপ্টেম্বর) রাত ১১ টা ৫৩ মিনিটে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

সৈয়দ সালাউদ্দিন জাকীর এক ছেলে ও এক মেয়ে রয়েছে। দুজনেই কানাডা প্রবাসী। তাঁরা দেশে ফেরার পর সৈয়দ সালাউদ্দিন জাকীর দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

জানা গেছে, সন্ধ্যায় ধানমন্ডির বাসায় ছিলেন জাকী। রাত দশটার পর হঠাৎ শারীরিক অবস্থার অবণতি ঘটে তাঁর। এরপর দ্রুত তাকে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের চিকিৎসকেরা নিশ্চিত করেন তিনি মারা গেছেন।

নির্মাতা পরিচয়ের বাইরেও সৈয়দ সালাউদ্দিন জাকী কাহিনীকার, সংলাপ রচয়িতা, চিত্রনাট্যকার ও লেখক হিসেবে পরিচিত ছিলেন। ১৯৮০ সালে মুক্তিপ্রাপ্ত নিজের প্রথম চলচ্চিত্র ‘ঘুড্ডি’ দিয়ে দর্শকদের পাশাপাশি চলচ্চিত্র সমালোচকদেরও মন জয় করেন তিনি।

এই সিনেমার জন্য শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। এরপর ‘লাল বেনারসি’, ‘আয়না বিবির পালা’সহ কয়েকটি চলচ্চিত্র নির্মাণ করেন সালাউদ্দিন জাকী। নব্বই দশকের শেষ দিকে বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক হিসেবেও কর্মরত ছিলেন।

   

বিট্রিশবিরোধী নেতা 'বাঘা যতীন' রূপে দেব



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
'বাঘা যতীন’ সিনেমায় দেব।ছবি: সংগৃহীত

'বাঘা যতীন’ সিনেমায় দেব।ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ছবি দেখে বোঝার উপায় নেই মানুষটির পরিচয়। নতুন লুকে পর্দায় এসেছেন টালিউড অভিনেতা দেব। গায়ে ছেঁড়া-ফাটা কম্বল, মুখে অজস্র দাগ, একগোছা দাড়ি, মাথায় উস্কো-খুস্কো চুলের লুক নিয়ে বিট্রিশবিরোধী বিপ্লবী নেতা হিসেবে হাজির হয়েছেন এই অভিনেতা। এমন লুক দেবের নতুন ‘বাঘা যতীন’ সিনেমায় দেখা যাবে।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) তার এই বিশেষ লুক প্রকাশ করেছেন নির্মাতারা। ব্রিটিশ শাসনামলে প্রায়ই ছদ্মবেশ ধরতেন স্বাধীনতা সংগ্রামীরা। এর ফলে এক দিকে যেমন শাসকের নজর এড়ানো যেত, তেমনি সমান্তরালে চলত আন্দোলনের কর্মসূচি। এই সিনেমায় বিট্রিশবিরোধী বিপ্লবী নেতা বাঘা যতীনের ভূমিকায় তাই দেবকেও একাধিক লুকে দেখা যাবে।

এর আগে, খাকি পোশাকে কাঁধে বন্দুক নিয়ে শিখের বেশে দেবের লুক দেখেছেন দর্শকরা। তারও আগে সাধুর বেশে এই সিনেমায় তার একটি লুক প্রকাশ করেও চমকে দিয়েছিলেন অভিনেতা। সিনেমায় নাকি আরও কয়েকটি লুকে দেখা যাবে দেবকে। তার এই বিশেষ লুকের পেছনে রয়েছেন মেকাপ আর্টিস্ট সোমনাথ কুণ্ডু।

চরিত্রের প্রয়োজনে এর আগেও দর্শকদের সামনে নিজেকে একাধিকবার বিভিন্ন রূপে উপস্থাপন করেছেন। কিন্তু এই প্রথম কোনো সিনেমায় এতগুলো লুকে দর্শকদের সামনে হাজির হতে দেখা যাবে তাকে। 

এই বিশেষ লুক প্রসঙ্গে দেব বলেন, এই সিনেমায় এমন এক মানুষের চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছি, যিনি মহৎ উদ্দেশ্য সাধনের জন্য ছদ্মবেশ ধারণের গুরুত্ব বুঝতেন। একইভাবে আমার চরিত্রটিও সিনেমায় একাধিক পরিবর্তনের মধ্যে দিয়ে এগিয়েছে।

পাশাপাশি এই সিনেমাকে দেশের স্বাধীনতা সংগ্রামীদের প্রতি তার শ্রদ্ধার্ঘ্য হিসেবেই উল্লেখ করেছেন দেব। এবারের দুর্গাপূজায় মুক্তি পাবে অরুণ রায় পরিচালিত দেবের ‘বাঘা যতীন’ সিনেমাটি।

 

;

পরিণীতি-রাঘবের রাজকীয় বিয়ের সাক্ষী হবে উদয়পুর



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
সাত পাকে ঘুরতে যাচ্ছেন পরিণীতি চোপড়া এবং রাঘব চাড্ডা

সাত পাকে ঘুরতে যাচ্ছেন পরিণীতি চোপড়া এবং রাঘব চাড্ডা

  • Font increase
  • Font Decrease

আগামী রোববার (২৪ সেপ্টেম্বর) বিয়ে করতে চলেছেন রাঘব চাড্ডা এবং পরিণীতি চোপড়া। হিন্দি সিনেমাপ্রেমী এবং পরিণীতি ভক্তদের নজর এখন এই বলিউড অভিনেত্রীর বিয়ের আনুষ্ঠানিকতার দিকে। রাজস্থানের উদয়পুরে অবস্থিত লীলা প্যালেসে আগামীকাল (২৩ সেপ্টেম্বর) থেকে শুরু হবে বিয়ের আনুষ্ঠানিকতা।

পরিণীতি চোপড়া এবং রাঘব চাড্ডা রাজকীয় বিয়ের অনুষ্ঠানের জন্য লীলা প্যালেসের মহারাজা এবং রয়্যাল স্যুট বুক করেছেন। রয়্যাল স্যুটে সোনার গম্বুজ এবং কাঁচের তৈরি শিল্প রয়েছে যা মেওয়ারের সংস্কৃতিকে প্রতিনিধিত্ব করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল লীলা প্যালেস হোটেলের ডাইনিং এরিয়া কাঁচের তৈরি এবং খুব সুন্দর।

গতকাল অভিনেত্রী পরিণীতি চোপড়া এবং আম আদমী পার্টির সংসদ সদস্য রাঘব চাড্ডা উদয়পুরে বিমানবন্দরে পৌঁছালে সেখানে একটি দুর্দান্ত আয়োজনের মাধ্যমে স্বাগত জানানো হয় তাদের। দুই তারকাকে অভিবাদন জানাতে বিমানবন্দরের বহির্গমন গেটে একটি লাল গালিচা বিছানো হয়। এর পাশেই ছিল রাঘব-পরিণীতির বিয়ের হোর্ডিং। এ সময় বিমানবন্দরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ছিল। এরপরে গাড়িতে উঠে হোটেলের উদ্দেশ্যে রওনা হন তারা। সন্ধ্যায় একটি সংবর্ধনারও আয়োজন করা হয়েছে।  

২৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া রাজকীয় বিয়ের উদযাপনের প্রথম দিনে মেহেদী অনুষ্ঠান এবং গায়ে হলুদ অনুষ্ঠান হবে। মেহেদীর জন্য রাখা হয়েছে সবুজ ও গোলাপি রঙের থিম। হলুদ অনুষ্ঠানের জন্য পুরো আয়োজনকে দেওয়া হবে হলুদ রূপ। এছাড়াও বিয়ের দিন সাদা ফুল দিয়ে সাজসজ্জার জন্য ৬০ জন কারিগরের একটি দল ডাকা হয়েছে, যারা বিয়ের ফুল সাজানোর সমস্ত কাজ করবে।

রাজকীয় বিয়ের অতিথি তালিকায় থাকবেন রাজনীতিবিদসহ বলিউড ইন্ডাস্ট্রির অনেক তারকা। পরিণীতির বোন প্রিয়াঙ্কা চোপড়া তাদের মধ্যে অন্যতম একজন।

রাঘব চাড্ডা এবং পরিণীতি চোপড়া ২৪ সেপ্টেম্বর বিকেলে সাত পাকে ঘুরবেন। চার হাত বাঁধা পরবে প্রণয়ের বন্ধনে। জমকালো বিয়ের আয়োজনকে ঘিরে ভক্তদের মাঝে বিরাজ করছে মধুর বিড়ম্বনা।

;

বিজয়পুরের সাদামাটির পাহাড়ে ‘ইত্যাদি’



বিনোদন ডেস্ক, বার্তা ২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র এবারের পর্ব ধারণ করা হয়েছে নৈসর্গিক শোভার লীলাভূমি নেত্রকোনার বিজয়পুরে। দেশের ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা, সংস্কৃতি, প্রত্নসম্পদ, মুক্তিযুদ্ধের গৌরবময় স্থান, আকর্ষণীয় পর্যটনকেন্দ্র, প্রাকৃতিক সৌন্দর্যভূমি ও জনগুরুত্বপূর্ণ স্থানে ইত্যাদির চিত্র ধারণ করা হয় ।

এবারের আয়োজনে নেত্রকোনা নিয়ে মোহাম্মদ রফিকউজ্জামানের কথায়, হানিফ সংকেতের সুরে একটি গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেছেন বিজয়পুরের স্থানীয় দুই শতাধিক গারো, হাজং এবং বাঙালি নৃত্যশিল্পী। গানটি চিত্রায়ণ করা হয়েছে দুর্গাপুরের নানা স্থানে। নাচটির কোরিওগ্রাফি করেছেন মালা মার্থা আরেং, কণ্ঠ দিয়েছেন পুলক, তানজিনা রুমা, মোমিন বিশ্বাস ও নোশিন তাবাসসুম।

ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। তিনি বলেন, ‘এবার ইত্যাদির মঞ্চ নির্মাণ করা হয়েছিল নেত্রকোনার বিজয়পুরে সাদামাটির পাহাড়ের সামনে। সবুজ বনানী, পাহাড় আর অসাধারণ নৈসর্গিক দৃশ্যের সঙ্গে সঙ্গতি রেখে সাজানো মঞ্চে ধারণ করা হয় ইত্যাদি। অধিকাংশ সময়ই রাতের আলোকিত মঞ্চে ইত্যাদি ধারণ করা হলেও এই স্থানের নৈসর্গিক রূপ রাতের বেলায় দেখানো সম্ভব নয় বলে এবার দিনের আলোর পড়ন্ত আভায় ইত্যাদির চিত্র ধারণ শুরু হয়।’


তিনি আরও বলেন, ‘গত ১৩ সেপ্টেম্বর ইত্যাদি ধারণ উপলক্ষে নেত্রকোনায় ছিল উৎসবের আমেজ। অনুষ্ঠানস্থল ঘিরে বসেছিল জমজমাট মেলা। অত্যন্ত সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সহযোগিতায় দুপুর ২টা থেকেই আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে শুরু করেন। কিছুক্ষণের মধ্যেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় অনুষ্ঠানস্থল। আমন্ত্রিত দর্শক ছাড়াও অর্ধ লক্ষাধিক মানুষ আশপাশের পাহাড়, গাছ ও লেকের পাড়ে দাঁড়িয়ে ইত্যাদির ধারণ উপভোগ করেন।’

ইত্যাদির এ পর্ব বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচারিত হবে আগামী ২৯ সেপ্টেম্বর রাত ৮টার বাংলা সংবাদের পর।

;

জুটি বাঁধলেন সাইমন-পরীমণি



বিনোদন ডেস্ক, বার্তা২৪
জুটি বাঁধলেন সাইমন-পরীমণি

জুটি বাঁধলেন সাইমন-পরীমণি

  • Font increase
  • Font Decrease

দীর্ঘদিনের বিরতি পেরিয়ে আবারও একসঙ্গে কাজ করতে যাচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়ক সাইমন সাদিক ও চিত্রনায়িকা পরীমণি। দেশের শীর্ষ অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজের ‘ডোডোর গল্প—Story of Dodo’—নামের সিনেমায় দেখা যাবে তাদের। অক্টোবরের প্রথম সপ্তাহে সিনেমাটির শুটিং শুরু হবে।

সম্প্রতি পরীমণি ও সাইমন সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন। ‘ডোডোর গল্প’র কাহিনি, চিত্রনাট্য, সংলাপ, পরিচালনা করছেন কথাসাহিত্যিক ও নির্মাতা রেজা ঘটক। সিনেমাটি ২০২১-২২ অর্থবছরের ৬০ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছে। এর প্রযোজক নাজমুল হক ভূঁইয়া (খালেদ)।

সিনেমাটিতে ফটোগ্রাফার রায়হান চরিত্রে অভিনয় করবেন সাইমন সাদিক। এ প্রসঙ্গে তিনি বলেন, অনেক দিন পর পরী আর আমি একসঙ্গে কাজ করতে যাচ্ছি। এই সিনেমাটির গল্প প্রেক্ষাপট একেবারে আলাদা। অন্যরকম একটা বার্তাসৃমদ্ধ গল্প। একেবারে ভিন্ন ধারার কাজ হতে যাচ্ছে। আমার বিশ্বাস পরিচালক এটি যত্ন সহকারে নির্মাণ করবেন। আমরা চেষ্টা করব শতভাগ দিতে। আশা করছি, দর্শক সুন্দর একটি গল্প পেতে যাচ্ছেন।

সিনেমাটির নির্বাহী প্রযোজক খাদেমুল জাহান বলেন, আমরা অক্টোবরের প্রথম সপ্তাহে সিনেমাটির কাজ শুরু করব। একটানা কাজ করে চলতি বছরের শেষের দিকে সিনেমাটি মুক্তি দেওয়ার ইচ্ছে রয়েছে।

;