গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে মিঠুন চক্রবর্তী



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
অসুস্থ হয়ে পড়েছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

অসুস্থ হয়ে পড়েছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

  • Font increase
  • Font Decrease

কলকাতায় ছবির শুটিং চলাকালে অসুস্থ হয়ে পড়েছেন উপমহাদেশের বরেণ্য অভিনেতা মিঠুন চক্রবর্তী। তাকে তড়িঘড়ি করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী, এই বর্ষীয়ান সুপারস্টারের ব্রেন স্টোক হয়েছে।

জানা গেছে, কলকাতায় মিঠুন তার আগামী ছবি ‘শাস্ত্রী’–এর শুটিং করছিলেন। শুটিং চলাকালে সকাল ১০টা নাগাদ তার ব্রেন স্ট্রোক হয়েছিল বলে খবর। কলকাতার বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে তাকে সঙ্গে সঙ্গে ভর্তি করা হয়েছে। এই হাসপাতালের নিউরো মেডিসিন–বিশেষজ্ঞ সঞ্জয় ভৌমিক আর তার টিম মিঠুনের চিকিৎসার দায়িত্বে আছে।

হাসপাতালে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তার এমআরআই করা হয়েছে। বয়সজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন এই তারকা। হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মিঠুনের সঙ্গে ছিলেন অভিনেতা তথা বিধায়ক সোহম চক্রবর্তী।

তরুণ মিঠুন চক্রবর্তী ছিলেন ভারতীয় নারীদের হার্টথ্রব

পথিকৃৎ বসু পরিচালিত ‘শাস্ত্রী’ ছবিটি জ্যোতিষশাস্ত্রের ওপর। এই ছবির মূল চরিত্রে মিঠুনের সঙ্গে আছেন অভিনেত্রী দেবশ্রী রায়। দীর্ঘ ১৬ বছর পর তারা একসঙ্গে পর্দায় আসতে চলেছেন।

‘শাস্ত্রী’ ছবির প্রযোজনা করছেন সোহম চক্রবর্তী। গত বছর পশ্চিমবাংলায় মিঠুন অভিনীত ‘কাবুলিওয়ালা’ ছবি মুক্তি পেয়েছে। সেই ছবিতে মিঠুনের অভিনয় প্রশংসা কুড়ায় দর্শক মহলে। অনেকে বলেছেন, শাহরুখের ‘ডানকি’–এর দাপটেও কমেনি মিঠুনের ‘কাবুলিওয়ালা’–এর জনপ্রিয়তা।

   

বলিউডে প্রিয়াঙ্কার সাম্প্রতিক প্রত্যাখ্যানের অভিজ্ঞতা



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
প্রিয়াঙ্কা চোপড়া /  ছবি : ফেসবুক

প্রিয়াঙ্কা চোপড়া / ছবি : ফেসবুক

  • Font increase
  • Font Decrease

ভারতের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া সম্প্রতিও বলিউডে প্রত্যাখ্যানের মুখোমুখি হয়েছেন! সে ঘটনা আবার তিনি নিজেই জানিয়েছেন। তিনি এমন উদাহরণগুলো বর্ণনা করেছেন, যেখানে তাকে নানাবিধ কারণে কোণঠাসা করা হয়েছে এবং অনেকগুলো বড় সুযোগ হারিয়েছেন।

প্রিয়াঙ্কা বলেছিলেন, যে প্রত্যাখ্যানের সাথে আসলে মোকাবিলা করা সহজ নয়। তিনি বলেন, ‘এটা কঠিন। বিশেষ করে বৈধতার ক্ষেত্রে। কতজন লোক আসে এবং আপনার সিনেমা দেখে বা আপনার পরিচালক আপনার অভিনয় সম্পর্কে কী ভাবেন বা আপনার কাস্টিং এজেন্ট কী ভাবেন, এর সবই বিষয়ভিত্তিক। ফলে কে আপনাকে কখন কো বিবেচনায় ফেলে দিলো, সেটা অনুমান করা বা শুধরানো খুবই কঠিন।’

প্রিয়াঙ্কা চোপড়া /  ছবি : ফেসবুক

তিনি আরও বলেন, “আমি অনেক কারণে চলচ্চিত্র শিল্পে প্রত্যাখ্যান দেখেছি। আমরা সবাই বলতে পারি ‘আমি এর চেয়ে ভালো’। কিন্তু এটা সত্য না। আপনাকে প্রত্যাখ্যান বিষয়টি অনুভব করতে হবে। এটা শোক করার মতো। অনেক দিন আগেই আমি কর্মক্ষেত্রে প্রত্যাখ্যানের সঙ্গে আপোষ করে নিয়েছি।’’

এর আগে সিমি গারেওয়ালের সাথে একটি সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা বলেছিলেন, বলিউডে কেউ তার সাথে কাজ করতে চায় না। ১৮ বছর বয়স থেকে প্রত্যাখ্যানের একটি চিত্র উল্লেখ করেছিলেন। তিনি বলেছিলেন, ‘প্রথম কয়েক বছর সত্যিই খারাপ ছিল, কারণ আমি কাউকে বিশ্বাস করিনি। যা করা উচিত নয়। এমন একটি পর্যায় ছিল যেখানে আমার কোনও সিনেমার কাজই শুরু হয়নি। আমি ভাবছিলাম এখানে কী করছি এবং আমি আমেরিকায় ফিরে যাওয়ার চিন্তাও করেছিলাম। কারণ আমি কাউকে বিশ্বাস করছিলাম নাম এবং অন্যরাও আমাকে প্রত্যাখ্যান করা শুরু করলো।’

প্রিয়াঙ্কা চোপড়া /  ছবি : ফেসবুক

২০২৩ সালে ড্যাক্স শেফার্ডের সাথে কথা বলে প্রিয়াঙ্কা বলিউডে কোণঠাসা হওয়ার বিষয়ে মুখ খুলেছিলেন। তিনি বলেছিলেন, ‘আমাকে ইন্ডাস্ট্রিতে (বলিউড) এক কোণে ঠেলে দেওয়া হয়েছিল। আমার কাছের লোকে আমাকে কাস্ট করেনি। খেলা খেলতে পারদর্শী নই তাই আমি রাজনীতিতে ক্লান্ত ছিলাম। তখনই মন বললো, আমার একটা বিরতি দরকার।’

তবে কোণঠাসা হওয়ার গল্পগুলো আজকাল প্রিয়াঙ্কার কণ্ঠে শোভা পেলেও তিনি কিন্তু বলিউড পেরিয়ে জয় করার পথে চলেছেন হলিউডও।

হলিউড তারকা নিক জোনাসকে বিয়ে করে যুক্তরাষ্ট্রেই থিতু হয়েছেন প্রিয়াঙ্কা

সূত্র : দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

;

পাকিস্তানের একাধিক শহরে জাজের ‘জ্বীন-২’



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
‘মোনা : জ্বীন-২’র পোস্টার

‘মোনা : জ্বীন-২’র পোস্টার

  • Font increase
  • Font Decrease

গত ঈদুল ফিতরে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়ে ভালোই সাড়া ফেলেছে জাজ মাল্টিমিডিয়ার সিনেমা ‘মোনা : জ্বীন-২’। দেশের পর এবার পাকিস্তানে মুক্তি পেল এই সিনেমাটি। লাহোর, করাচি, ইসলামাবাদসহ পাকিস্তানের বিভিন্ন প্রদেশের ২৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘মোনা : জ্বীন-২’। এমনটা নিশ্চিত করেছে সিনেমাটির প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া।

তারা জানায়, মাল্টিপ্লেক্সসহ সেখানকার ২৪টি প্রেক্ষাগৃহে সিনেমাটির প্রতিদিন ৮২টি শো চলবে। জাজ-এর কর্ণধার আবদুল আজিজ বলেন, ‘আমার এম আর নাইন সিনেমাটির প্রযোজক পার্টনার যুক্তরাষ্ট্রে থাকেন। উনিই পাকিস্তানে ছবিটির প্রদর্শনীর ব্যাপারে সহযোগিতা করেছেন। গতকাল শুক্রবার থেকে ইংরেজি সাবটাইটেলে ছবিটির প্রদর্শন হচ্ছে। এখন তো ইউরোপ, যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্যে আমাদের ছবি মুক্তি পাচ্ছে। পাকিস্তানেও আমাদের ছবির একটা বাজার হতে পারে। কারণ, বিশ্ববাজারকে না ধরতে পারলে এগোতে পারবে না বাংলা সিনেমা।’

জাজ-এর কর্ণধার আবদুল আজিজ

এই প্রযোজক আরও বলেন, ‘ছবিটির গল্প এমন, ওখানকার দর্শকের কাছে ভালো লাগবে। গত ঈদের আগে আগে সেন্সরের জন্য ওখানে ছবিটি পাঠিয়েছিলাম। যাদের মাধ্যমে আমি ছবিটি ওখানে পাঠিয়েছি, তাদের কাছ থেকে শুনেছি যে পাকিস্তানের সেন্সর বোর্ডের সদস্যরাও ছবিটি পছন্দ করেছেন। এ কারণেই মনে হচ্ছে ছবিটি পাকিস্তানের দর্শকের পছন্দ হয়ে যেতে পারে।’

‘মোনা : জ্বীন-২’ সিনেমাটি পরিচালনা করেছেন কামরুজ্জামান রোমান। এতে অভিনয় করেছেন সুপ্রভাত, তারিক আনাম খান, আহমেদ রুবেল, দীপা খন্দকার, আরিয়ানা জামান, সেহজাদ ওমর, সাজ্জাদ হোসেন, সামিনা বাশার প্রমুখ।

;

কলকাতায় অভিষেক হলো তারিনের



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
এক ফ্রেমে ‘এটা আমাদের গল্প’ সিনেমার নির্মাতা ও অভিনয়শিল্পীরা

এক ফ্রেমে ‘এটা আমাদের গল্প’ সিনেমার নির্মাতা ও অভিনয়শিল্পীরা

  • Font increase
  • Font Decrease

ছোটপর্দার অন্যতম মেধাবী অভিনেত্রী তারিন জাহান। প্রায় তিন দশক ধরে টেলিভিশন নাটকে দাপটের সঙ্গে অভিনয় করে আসছেন। এ ছাড়া নৃত্যশিল্পী হিসেবেও সুখ্যাতি আছে তার। গত বছর ‘১৯৭১ সেই সব দিন’ নামের সিনেমায় অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন অভিনেত্রী।

এবার দর্শকের এই প্রিয় মুখ নতুন অধ্যায় শুরু করলেন। বাংলাদেশের গণ্ডি পেরিয়ে প্রতিবেশী দেশে অভিষেক হলো তারিনের। ‘এটা আমাদের গল্প’ নামের একটি সিনেমায় অভিনয় করেছেন তারিন। গতকাল শুক্রবার পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে সিনেমাটি। পরিচালনা করেছেন ছোট ও বড় পর্দার দাপুটে অভিনেত্রী মানসী সিনহা।

তারিন জানান, ‘অনেক আগে বাংলাদেশে একবার এসেছিলেন মানসী দিদি। তখনই তার সঙ্গে প্রথম দেখা। পরবর্তী সময়ে তার ছবিতে অভিনয়ের ব্যাপারে আমার সঙ্গে যোগাযোগ করেন। গল্প আমার পছন্দ হয়ে যায় এবং কাজটি করি। কলকাতায় অভিনয় ও সিনেমার প্রচারে খুব ভালো সময় কাটিয়েছি। কারণ, এটা আমার জন্য একটি নতুন অভিজ্ঞতা।’

‘এটা আমাদের গল্প’ সিনেমায় তারিন জাহান ও খরাজ মুখোপাধ্যায়

ছবির টিজার থেকে বোঝা যায়, দুই প্রবীণ মানুষের ভালোবাসা দিয়েই সাজানো ‘এটা আমাদের গল্প’। তবে তাদের ভালোবাসায় বাধা হয়ে দাঁড়ায় বর্তমান সমাজব্যবস্থা। সম্পর্ক বিশ্বাসীদের কথাই বলবে ‘এটা আমাদের গল্প’। পাশাপাশি ফুটে উঠবে সম্পূর্ণ ভিন্ন সম্প্রদায়, পরিস্থিতি ও পরিবেশের দুই পরিবারের কাহিনি। তারিন ছাড়াও এই সিনেমায় প্রধান চরিত্রগুলোতে অভিনয় করেছেন অপরাজিতা আঢ্য, শাশ্বত চট্টোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, সোহাগ সেন, আর্য দাশগুপ্ত, তাপসী মুন্সীসহ অনেকে।

জানা গেছে, সিনেমায় তারিন বাংলাদেশের মেয়ে। যার বিয়ে হয় কলকাতার বনেদি পরিবারে। সিনেমায় অপরাজিতা আঢ্যের ছেলের বউয়ের চরিত্রে অভিনয় করেছেন তারিন। চরিত্রের নাম মিসেস বসু। সামাজিক যোগাযোগমাধ্যমে টলিউডে অভিষেক সিনেমার পোস্টার এবং কোন কোন হলে সিনেমা মুক্তি পাচ্ছে জানিয়ে পোস্ট দিচ্ছেন অভিনেত্রী।

 

;

নিজের প্রচারের স্বার্থে অন্যকে ব্যবহার করছেন বুবলী : অপু বিশ্বাস



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
অপু বিশ্বাস  ও শবনম বুবলী /  ছবি : ফেসবুক

অপু বিশ্বাস ও শবনম বুবলী / ছবি : ফেসবুক

  • Font increase
  • Font Decrease

২০২০ সালের মার্চে জন্ম হয় শবনম বুবলীর ছেলে শেহজাদ খান বীরের। যদিও দুই বছর সে কথা লুকিয়ে রেখেছিলেন তিনি। ২০২২ সালে প্রকাশ্যে আনেন ছেলের কথা।

তার কয়েক মাস পরই হঠাৎ বুবলীর সঙ্গে তার সম্পর্ককে অবৈধ বলে ঘোষণা করেন শাকিব খান। যদিও বুবলীর দাবি, তারা সময় নিচ্ছেন। তাদের বিবাহবিচ্ছেদ হয়নি। কিন্তু মাঝেমধ্যেই অপু-শাকিব-বুবলী; এই ত্রয়ীর সমীকরণ নিয়ে চর্চা উঠে আসে সামাজিক যোগাযোগমাধ্যমে।

অপু বিশ্বাস ঢালিউড অভিনেতার প্রথম স্ত্রী। শোনা যায়, অপু থাকাকালীনই বুবলীর সঙ্গে পরকীয়ার সম্পর্কে জড়ান শাকিব। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে শাকিব খানের ব্যক্তিগত জীবন নিয়ে নানা কথা বলেছেন বুবলী।

অপু বিশ্বাস /  ছবি : ফেসবুক

এসব বিষয় নিয়ে বুবলীর গণমাধ্যমে দেওয়া বক্তব্য প্রসঙ্গে বলতে গিয়ে হেসে দেন অপু বিশ্বাস। তিনি বলেন, ‘শাকিবকে নিয়ে তার এত এত মন্তব্যে আমি ভাষা হারাচ্ছি, আবেগাপ্লুত হচ্ছি। আমি কী বলব, বুঝতে পারছি না।’

বেশ কিছুদিন ধরেই শাকিবের ব্যক্তিগত বিষয় সম্পর্কে মন্তব্য করা, নিজের প্রচারের নতুন কৌশল হতে পারে বলে মনে করছেন অপু বিশ্বাস। তিনি বলেন, ‘এই যে উনি শাকিবের একের পর এক হাঁড়ির খবর দিচ্ছেন, কিন্তু আমি কোনো হাঁড়ি খুঁজে পাচ্ছি না। কিন্তু মজার মজার খবর পাচ্ছি তার মুখ থেকে। এ ব্যাপারে আর কি-ই বা বলব। ওনার মনে হয় ডাক্তার দেখানো উচিত।’

শবনম বুবলী /  ছবি : ফেসবুক

বুবলীকে ইঙ্গিত করে অপু বিশ্বাস বলেন, ‘আমি একজন নারী হিসেবে বলব, উনি যথার্থ সম্মানীয় মানুষ। প্রতিটি মানুষের তার নিজের কাছে সম্মানের জায়গা খোঁজেন। তিনিও এতটা সময় ধরে তার ক্যারিয়ারের ব্যস্ত সময় কাটাচ্ছেন। তবে আমার মনে হয় নিজের প্রচারের স্বার্থে অন্যকে ব্যবহার করে নিজের ব্যক্তিত্ব বিলিয়ে দেওয়াটা বুদ্ধিমানের লক্ষণ নয়। আর যদি এটাই সে মনে করে, তা হলে তার উপযুক্ত চিকিৎসার দরকার।’

;