দুনিয়াতে এর চেয়ে ভাল দর্শক দেখি নাই : অমিতাভ রেজা
জাপানের ওসাকা এশিয়ান চলচ্চিত্র উৎসব ২০২৪-এ প্রদর্শিত হয়েছে নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর সিনেমা ‘রিকশা গার্ল’। গতকাল শুক্রবার ওসাকার সিনে রেবেল উমেদা সিনেমা হলে ছবিটি দেখানো হয়।
গত ২৯ ফেব্রুয়ারি সিনেমাটি নিয়ে জাপানে গেছেন নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী ও সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান হাফ স্টপ ডাউন-এর প্রযোজক আসাদুজ্জামান।
গতকাল সকালে ফেসবুকে অমিতাভ রেজা লিখেছেন, ‘প্রথম দিনের স্ক্রিনিং শেষ হলো। দুনিয়াতে এর চেয়ে ভাল দর্শক আমি কোথাও দেখি নাই, প্রায় তিনশো দর্শক, পুরো সিনেমাটা নিঃশব্দে শুধু দেখলো, তারপর এন্ড টাইটেলের শেষ কার্ডটা পর্যন্ত অপেক্ষা করলো করতালি দেবার জন্য। সিনেমা দেখার এ এক অদ্ভুত সংস্কৃতি তাদের, এই জন্যই হয়তো জন্মেছে একটা ওজু বা মিজুগুচি।’
গত শুক্রবার থেকে শুরু হওয়া এই উৎসব শেষ হবে ১০ মার্চ। আগামী সোমবার সিনেমাটির আরেকটি প্রদর্শনী রয়েছে। ‘রিকশা গার্ল’ সিনেমার জাপানি ভাষার সাবটাইটেল করেছেন জাপানের ২২ শিক্ষার্থী।
নাইমা নামের এক কিশোরীর জীবনযুদ্ধ ঘিরে আবর্তিত হয়েছে এ ছবির গল্প। শিল্পী নভেরা রহমান সিনেমাতে নাইমা চরিত্রে অভিনয় করেছেন। ছবিতে আরও অভিনয় করেছেন চম্পা, মোমেনা চৌধুরী, নরেশ ভূঁইয়া, অ্যালেন শুভ্র প্রমুখ।
ছবিটির চিত্রনাট্য লিখেছেন নাসিফ ফারুক আমিন ও শর্বরী জোহরা আহমেদ। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় নির্মিত ‘রিকশা গার্ল’ সিনেমার প্রযোজকেরা হলেন জিয়াউদ্দিন আদিল, ফরিদুর রেজা সাগর ও এরিক জে অ্যাডামস।
জার্মান ও বেলজিয়ামে পুরস্কৃত হয়েছে ‘রিকশা গার্ল’। এপ্রিলে সিনেমাটা বাংলাদেশের সিনেমা হলে মুক্তির কথা রয়েছে।