ঢাকাই চলচ্চিত্রের বর্তমান প্রজন্মের নায়িকা মাহিয়া মাহি। বিচ্ছেদের পর সন্তানকে নিয়ে বেশ ভালোই যাচ্ছে এই নায়িকার দিন। বন্ধু-বান্ধবীদের সঙ্গে সুন্দর সময় কাটাচ্ছেন তিনি। শুধু তাই নয়, নতুন উদ্যমে কাজে ফিরেছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে সরব মাহি। বিভিন্ন সময় নানা ইস্যুতে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে থাকেন। পাশাপাশি নিজের নতুন নাচের ভিডিও পোস্ট করে ঝড় তোলেন সোশ্যাল মিডিয়াতে। এবার এই নায়িকা দিলেন এক ভিন্ন ইঙ্গিত।
বুধবার (৯ অক্টোবর) মাধ্যরাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে মাহি লেখেন, ‘আল্লাহ জানে পৃথিবীর কোন চিপায় লুকায় আছো, একদিন না একদিন তো দেখা হবেই। সেদিন এই স্ট্যাটাসটা তোমাকে দেখাবো আর ঠাডায় ২টা থাপ্পড় মারবো এত বছর আমাকে অপেক্ষা করানোর জন্য। ওকে?’
চিত্রনায়িকা হিসেবে যতোটা না পরিচিতি পেয়েছেন তার চেয়ে উদ্ভট কাণ্ড ঘটিয়ে বেশি আলোচিত শিরিন শিলা। পাগল ভক্ত হুট করে তাকে চুমু খাওয়ার ভিডিও ভাইরাল হয়। এরপর আন্দোলনের সময় ছাত্রদের উদ্দেশ্যে ‘সুখে থাকলে ভুতে কিলায়’-এর মতো মন্তব্য তাকে আলোচিত ও সমালোচিত করে।
এতোকিছু নিয়ে ভাইরাল হলেও নিজের প্রেমের সম্পর্ককে সেভাবে সামনে আনতে দেননি এই নায়িকা। প্রেমটা একদিন দু’দিনের নয়, ছয় বছরের। ২০১৮ সালের অক্টোবরের ৫ তারিখে প্রেমিকের সঙ্গে পরিচয় হয় নায়িকা শিরিন শিলার। এবার সেই অক্টোবর মাসেই বিয়ে করতে চলেছেন এ নায়িকা। প্রেমিকের নাম আবিদুল মোহাইমিন সাজিল। পেশায় ফার্মাসিস্ট।
আজ (১০ অক্টোবর) রাজধানীর একটি কনভেনশন সেন্টারে তারা বিয়ে করতে যাচ্ছেন জানিয়েছেন নায়িকা। শিরিন শিলা বলেন, ‘ভেবেছিলাম, কবুল বলে সবাইকে ছবিসহ সুসংবাদটা দেব। কিন্তু সেটা আর হচ্ছে না। আমাদের পরিচয় দীর্ঘদিনের। দীর্ঘসময়ের বোঝাপড়া। দুই পরিবারের আয়োজনে আজ আকদ হচ্ছে।’
জানা যায়, সাজিল বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন। আগামী বছরের জানুয়ারি কিংবা ফেব্রুয়ারিতে হবে তাদের বিবাহত্তোর সংবর্ধনা।
শিরিন শিলাকে সবশেষ বড় পর্দায় দেখা গেছে ‘শেষ বাজি’ সিনেমায়। মেহেদি হাসানের পরিচালনায় এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাইমন সাদিক, বড়দা মিঠু, রাশেদ মামুন অপু, সাবেরী আলম, সিলভিসহ অনেকে।
দুর্গাপুজোর বক্স অফিস বরাবর কলকাতার বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রির জন্য তুরুপের তাস! শারদীয়ার মেজাজে সিনেমা দেখার ভিড় বেড়ে যায় বহুগুণ। সেই রেশ এবারের বক্স অফিসেও দেখা যাচ্ছে। ‘বেলাশেষে’, ‘প্রাক্তন’খ্যাত নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় জুটির ‘বহুরূপী’, দেব-সৃজিত মুখার্জি-স্বস্তিকা মুখার্জির ‘টেক্কা’র পাশাপাশি মিঠুন চক্রবর্তী ‘শাস্ত্রী’ও নেমেছে ময়দানে। পুজোয় এবার কার দখলে বক্স অফিস? সেই উত্তরের আশায় দিন গুনছেন প্রযোজকরা।
কিছুদিন আগেই ‘উইন্ডোজ প্রোডাকশন’-এর তরফে এসেছে ‘বহুরূপী’র আগাম টিকিট বুকিংয়ের হিসাব। মুক্তির প্রথম দিনেই প্রায় ১০ হাজার টিকিট আগাম বুকিং হয়েছিল অনলাইনে। পুজোর আবহে প্রতিটি সিনেমা হল প্রায় ভর্তি ‘বহুরূপী’তে।
এবার সমস্ত রেকর্ড ভেঙে দিল নন্দিতা-শিবপ্রসাদের এই ছবি। ষষ্ঠীর রাতেই প্রায় ১৯ হাজার টিকিট বিক্রির রেকর্ড গড়ল ‘বহুরূপী’। ৭৫টি শো হাউজফুল। তালিকায় রয়েছে স্টার থিয়েটার, আইনক্স, এসভিএফ সিনেমাজের মতো হলগুলি। বছরের সবচেয়ে বড় ব্লকবাস্টারের তকমাও পেল এই ছবি। ইতিমধ্যেই এই ছবি ঘিরে দর্শক থেকে সমালোচক মহলের ইতিবাচক সাড়া নজর কেড়েছে।
‘বহুরূপী’ পরিচালনার পাশাপাশি প্রধান চরিত্রে অভিনয়ও করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়। তার বিপরীতে রয়েছেন কৌশানী মুখোপাধ্যায়। এছাড়া আবির চট্টোপাধ্যায় ও ঋতাভরী চক্রবর্তী অভিনয় করেছেন ছবিটিতে। গল্পে দুই জুটির রোম্যান্স দেখতে দারুণ উৎসুক দর্শকও।
এই ছবির প্রেক্ষাপট ১৯৯৮ থেকে ২০০৩-২০০৫ এই সময়টা জুড়ে। পশ্চিমবঙ্গের বুকে ক্রমান্বয়ে ঘটে যাওয়া এমন কিছু ঘটনা, যাকে কেন্দ্র করেই এই ছবি। গত ৮ অক্টোবর ‘উইন্ডোজ প্রোডাকশন’-এর ব্যানারে মুক্তি পেয়েছে ছবিটি।
দুই দিন আগেই মুক্তি পেয়েছে ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন ছবি ‘দরদ’-এর টিজার। জানা গেছে, চবিটি মুক্তি পাবে আগামী ১৫ নভেম্বর। এদিকে চলতি মাসেই ‘বরবাদ’ নামে আরেকটি সিনেমার শুটিং শুরু করবেন শাকিব খান।
সমসাময়িক বিষয়ে পশ্চিমবঙ্গেও শীর্ষ দৈনিক আনন্দবাজারকে সাক্ষাৎকার দিয়েছেন তিনি। সেখানে কথা বলেছেন নিজের বহুল চর্চিত তৃতীয় বিয়ে নিয়েও। শাকিব বলেন, ‘মানুষ একা থাকতে পারে না। পরিবার এবং সমাজ নিয়ে বেঁচে থাকে। দেখা যাক, কোনো তাড়াহুড়া নেই যে নির্দিষ্ট কোনো বছরের মধ্যে বিয়ে করতে হবে। যদি তেমন কিছু হয় পারিবারিকভাবে হবে এবং সেটা বিয়ের পর্যায়ে যাবে। আমার মা-বাবার যেহেতু বয়স হয়েছে, সন্তান হিসেবে তারা আমাকে সংসারী দেখতে চান।’
বারবার সম্পর্ক ভাঙা কতটা আঘাত দিয়েছে শাকিবকে? জানতে চাইলে তিনি বলেন, ‘আঘাত তো দিয়েছেই। কোনো ভাঙনই তো সুখের নয়। যতটুকু হয়েছে, হয়তো সেটুকুই হওয়ার ছিল। লাইফ ইজ আ জার্নি। এই যাত্রায় অনেকের সঙ্গে দেখা হয়, পরিচয় হয়। আমার জীবনে দুজন (অপু বিশ্বাস ও শবনম বুবলী) মানুষ অতীত, এটা আগেও বলেছি। অতীত হিসেবে তারা থাকুক। এসব নিয়ে আমার আক্ষেপ-ভ্রুক্ষেপ কিছুই নেই। যা হয়েছে হয়তো ভালোর জন্য হয়েছে।’
শাকিব আরও বলেন, ‘তারপরও আমার দুই সন্তান, মা-বাবা, বোন ও তার পরিবার, কিছু কাছের আপন মানুষ, আমার ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং দেশ-বিদেশের কোটি কোটি ভালোবাসার মানুষ রয়েছে, যারা আমাকে অঢেল ভালোবাসা দেন; তাদের সবাইকে নিয়ে আমি খুব ভালো আছি।’
মুক্তির অপেক্ষায় থাকা ‘দরদ’-এ শাকিবের নায়িকা বলিউডের সোনাল চৌহান। তার সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে শাকিব আনন্দবাজারকে বলেন, ‘সোনাল ভীষণ সহযোগিতা করেছেন। চেষ্টা করেছেন ভেঙেচুরে নতুনভাবে নিজেকে উপস্থাপন করার। শুটিংয়ের সময় তার যে মনোযোগ দেখেছি, আমার খুব ভালো লেগেছে। আমার বিশ্বাস, বাংলাদেশ এবং ভারত বিশ্বের যেখানে দরদ ছবিটি দেখানো হবে, দর্শকের তার কাজ ভালো লাগবে।’
চলতি বছর রায়হান রাফী পরিচালিত শাকিব অভিনীত সিনেমা ‘তুফান’ ব্যাপকভাবে ব্যবসায়িক সাফল্য পেয়েছে। শাকিব জানান, ২০২৫ সালে ‘তুফান ২’ আসবে না। তবে একই প্রযোজনা সংস্থার সঙ্গে আরেকটি সিনেমা করছেন তিনি, সেটা আসতে পারে।