ঈদের ব্যান্ড শোতে চিরকুট, জলের গান ও অবসকিউর

  • বিনোদন প্রতিবেদক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বিটিভিতে ঈদের ব্যান্ড শো ‘মিউজিক্যাল এক্সপ্রেস’

বিটিভিতে ঈদের ব্যান্ড শো ‘মিউজিক্যাল এক্সপ্রেস’

ঈদ উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে সন্ধ্যা ৭টায় প্রচারিত হয়েছে বিশেষ ব্যান্ড সংগীতের অনুষ্ঠান ‘মিউজিক্যাল এক্সপ্রেস’।

ব্যান্ড ‘চিরকুট’র একক পরিবেশনা

তিন দিনের এই আয়োজনে ঈদের দিন ছিল ব্যান্ড ‘চিরকুট’র একক পরিবেশনা। দ্বিতীয় দিন ‘অবসকিউর’, ‘নকশী কাঁথা’,‘বাউল এক্সপ্রেস’ ও ‘আর্বোভাইরাস’র পরিবেশনা।

বিজ্ঞাপন
ব্যান্ড ‘চিরকুট’র একক পরিবেশনা

তৃতীয় দিন গান পরিবেশনায় ছিল ‘জলের গান’। শাহজামান মিয়া ও নাসির উদ্দিনের প্রযোজনায় ‘মিউজিক্যাল এক্সপ্রেস’ উপস্থাপনা করেছেন কাজী মোমরেজ, শান্তা জাহান ও নাহিদ আফরোজ সুমী।

 

বিজ্ঞাপন
জলের গানের পরিবেশনা