যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে শুরু হয়েছে ‘সুচিত্রা সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’। আজ ও আগামীকাল (২০ ও ২১ এপ্রিল) জ্যামাইকা পারফরমিং আর্টস সেন্টারে সকাল ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত চলবে এই উৎসব।
বাংলাদেশ ও ভারতের ৩৯টি চলচ্চিত্র প্রদর্শিত হবে এই উৎসবে। এছাড়াও রয়েছে বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন ও জমকালো অ্যাওয়ার্ড অনুষ্ঠান। এতে অংশ নিচ্ছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী সোহানা সাবা।
বিজ্ঞাপন
তিনি যুক্তরাষ্ট্র থেকে বার্তা২৪.কমকে বলেন, ‘সুচিত্রা সেন আমাদের প্রতিটি বাঙালির হৃদয়ে কতোখানি জায়গজুড়ে আছেন তা নতুন করে বলার কিছু নেই। অভিনেত্রী হিসেবে তিনি অনেকের আমারও অনুসরনীয়। সেই মহানায়িকার নামে চলচ্চিত্র উৎসব হচ্ছে, তাও আবার যুক্তরাষ্ট্রের মতো দেশে- সবমিলিয়ে এমন সম্মানজনক আয়োজনে আমাকে আমন্ত্রন জানানোতে খুব গর্ব অনুভব করছি।’
সোহানা সাবা ছাড়াও চিত্রনায়ক ফেরদৌস, চিত্রনায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত, তমা মির্জাসহ অনেক জনপ্রিয় তারকারা অংশ নিচ্ছেন এই উৎসবে। অনুষ্ঠানের প্রতিটি আয়োজন সবার জন্য উন্মুক্ত। কোনো প্রবেশ ফি বা টিকেট নেই।
শাকিব খানের সঙ্গে সম্পর্কের অবনতির পর অপু বিশ্বাস আর চলচ্চিত্রে সুবিধা করতে পারেননি। তবে তুমুল জনপ্রিয়তা থাকায় এই নায়িকার আয়ে কোন কমতি ছিলো না। তিনি শুরু করেন শো উদ্বোধনের কাজ। একের পর এক শো রুম উদ্বোধণ করতে করতে অপু নিজেও একজন ব্যবসায়ী হয়ে উঠেছেন। খুলেছেন বিউটি স্যালন থেকে শুরু করে ক্যাফে পর্যন্ত।
এবার আরও এক নতুন পরিচয়ে হাজির হতে চলেছেন এই চিত্রনায়িকা। সদ্য নিজের ইউটিউব ও ফেসবুক পেজের জন্য ইন্টারভিউ সেশন শুরু করেছেন। এখানে তাকে দেখা যাবে উপস্থাপকের ভূমিকায়।
এই খবর সামনে আসতেই নেটিজেনরা বলতে শুরু করেছেন, অপু বিশ্বাসের ফিতা কাটা কর্মসূচীতে ভাটা পড়ায় উপস্থাপনা শুরু করেছেন! এটা লক্ষনীয় যে, অপু বিশ্বাস সত্যি আগের মতো ফিতা কাটায় ডাক পাচ্ছে না। তার জায়গায় এখন বিদ্যা সিনহা মিম, পূজা চেরী, নুসরাত ফারিয়া, তাসনিয়া ফারিণের ফিতা কাটার ব্যস্ততা বেশি।
নেটিজেনদের একাংশ যাই বলুক, অপু ভক্তরা অবশ্য খুব খুশি। এতদিন তাদের প্রিয় নায়িকাকে সবাই প্রশ্ন করতেন, এখন তিনি প্রশ্ন করবেন অন্যদের। শুধু তারকারাই নয়, অপু বিশ্বাসের মুখোমুখি হবেন গণমাধ্যমকর্মীরাও।
এ বিষয়ে অপু বিশ্বাস বলছেন, ‘এতদিন যারা আমাকে প্রশ্ন করেছেন, এবার আমি তাদের প্রশ্ন করব। এটা নতুন ধরনের একটা এক্সপেরিমেন্ট। আমার নিজস্ব ইউটিউব চ্যানেলে একটি করে এপিসোড প্রকাশ হতে থাকবে। একটি নতুন পরিচয়ে হাজির হচ্ছি আমি তাই আমার নিজেরও এক ধরনের নার্ভাসনেস ও কৌতূহল তৈরি হচ্ছে।’
অপু আরও বলেন, ‘প্রথম ধাপে গণমাধ্যমকর্মী ও চলচ্চিত্র নির্মাতাদের অতিথি করে এনেছি, তাদের প্রশ্ন করেছি। দারুণ সব প্রশ্নোত্তরে অনেক কিছুই জানা যাবে। দর্শকরাও বেশ আনন্দ পাবেন।’
জানা গেছে, ইতিমধ্যে রাজধানীর মিরপুর ডিওএইচএস-এর একটি স্টুডিওতে প্রথম ধাপের সব পর্বের শুটিং সম্পন্ন হয়েছে। খুব শিগগির অপু বিশ্বাসের ইউটিউব চ্যানেলে এসব প্রকাশ হবে। অর্থাৎ দর্শকরা দেখতে পাবেন অপু বিশ্বাসকে একদম নতুন পরিচয়ে।
অপু বিশ্বাস ২০০৪ সালে আমজাদ হোসেন পরিচালিত ‘কাল সকালে’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র শিল্পে পদার্পণ করেন। তিনি ২০০৫ সালে এফআই মানিক পরিচালিত ‘কোটি টাকার কাবিন’ চলচ্চিত্রে প্রধান নায়িকা হিসেবে শাকিব খানের বিপরীতে অভিনয় করেন। অপু বিশ্বাস ৭২টিরও অধিক চলচ্চিত্রে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন। কর্মজীবনে তিনি একটি বাচসাস পুরস্কার অর্জন করেছেন এবং ছয়বার মেরিল-প্রথম আলো পুরস্কারে মনোনয়ন লাভ করেন। ক্যারিয়ারের হিসাবে এই অভিনেত্রীর ২০ বছর পূর্ণ হয়েছে এ বছর। আর এই ২০ বছরে নতুনভাবে প্রকাশ করছেন নিজেকে।
‘পোড়ামন ২’, ‘দহন’, ‘পরাণ’, ‘দামাল’, ‘তুফান’ সিনেমাগুলো দিয়ে ঢালিউডের সবচেয়ে চাহিদাসম্পন্ন পরিচালক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন রায়হান রাফী। পাশাপাশি ফ্রাইডে, ৭ নম্বর ফ্লোর, টান, খাঁচার ভেতর অচিন পাখি, জানোয়ার-এর মতো ওয়েব ফিল্ম নির্মাণ করে প্রশংসিত হয়েছেন এই নির্মাতা। প্রথমবার রাফী নিয়ে আসছেন ওয়েব সিরিজ, এটির নাম ‘ব্ল্যাক মানি’। এতে দেখা যাবে একসময়ের তুমুল জনপ্রিয় অ্যাকশন হিরো রুবেলকে।
রাফীর নির্মাণ মুন্সিয়ানায় দর্শক যেমন মুগ্ধ হয়, তেমনি শিল্পীদেরও স্ক্রিনে সঠিক ব্যবহার হতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, রুবেলকে দিয়েও এই সিরিজে চমক দেখাবেন রাফী।
সিনেমায় অনিয়মিত নায়ক রুবেল। এই কাজটির মাধ্যমে ৯০ দশকের মারকুটে এই নায়কের ডেভিউ হতে যাচ্ছে ওয়েব দুনিয়ায়।
শোনা গিয়েছিলো এই সিরিজের নায়িকা হিসেবে থাকবেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। এমনকি এখন নাকি রাফী এই অভিনেত্রীর প্রেমে পড়েছেন। তবে সেই গুজব মিথ্যা প্রমাণ করে ‘ব্ল্যাক মানি’র নায়িকা হিসেবে নির্বাচন করা হয়েছে জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরীকে।
‘ব্ল্যাক মানি’ নির্মাণ উপলক্ষে আজ বিকেলে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানেই জানা যায়, এ বছরেই ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাবে ৬ পর্বের এই ওয়েব সিরিজটি। বঙ্গ প্রযোজিত ‘ব্ল্যাক মানি’র শুটিং চলতি সপ্তাহে সৈয়দপুরে শুরু হবে। এতে আরো অভিনয় করবেন সালাউদ্দিন লাভলু, শিবা শানু, ইন্তেখাব দিনার প্রমুখ।
এদিকে গেল সপ্তাহেই রাফীর ওয়েব ফিল্ম ‘মায়া’ মুক্তি পেল ওটিটি প্লাটফর্ম বিঞ্জে। ইমন-সারিকা জুটিকে নিয়ে নির্মিত ওয়েব ফিল্মটি নিয়ে ইতিবাচক আলোচনাই দেখা যাচ্ছে। এছাড়া চলতি সপ্তাহে বড়পর্দার জন্য ‘লায়ন’ নামে আরেকটি সিনেমার ঘোষণা দিয়েছেন রাফী। যেখানে অভিনয় করতে যাচ্ছেন কলকাতার সুপারস্টার জিৎ এবং ঢাকাই সিনেমার তারকা অভিনেতা শরিফুল রাজ।
বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত সবসময় বিতর্কে জড়িয়ে থাকেন। অনেক বিতর্ক হয়েছে। তবে এবার প্রেমে ফিরতে চান বলিউড তারকা মাধবন ও কঙ্গনা রানাওয়াত। তাদের নতুন ছবির খবরে পূজার আনন্দ বাড়িয়ে দিয়েছে অনুরাগীদের। খুব শিগগিরই দর্শকদের কাছে রোমান্টিক সিনেমা নিয়ে ফিরছেন এ জুটি।
কঙ্গনা ও মাধবনকে নিয়ে আবারও নতুন সিনেমার ঘোষণা দিয়েছেন প্রযোজক ও পরিচালক আনন্দ এল রাই।
আনন্দ এল রাই ঘোষণা দিয়েছেন, প্রেমের সিনেমা ‘তনু ওয়েডস মনু থ্রি’ আসতে চলেছে। এ সিনেমার মাধ্যমে ‘ইমার্জেন্সি’ সিনেমার রাজনৈতিক প্রেক্ষাপট থেকে আবারও রোমান্টিক হিরোইন হিসেবে দেখা মিলবে কঙ্গনার।
জানা যায়, আগের দুই পর্বের অভিনয়শিল্পীদের সঙ্গে থাকবে তরুণ প্রজন্মের জনপ্রিয় অভিনয়শিল্পীরাও। এরই মধ্যে নতুন সিনেমার জন্য স্ক্রিপ্ট লেখা হয়ে গেছে। গল্প লিখতে আনন্দকে সহায়তা করেছেন লেখক হিমাংশু শর্মা।
নতুন বছরের প্রথমদিকে শুরু হবে ‘তনু ওয়েডস মনু ৩’-র শুটিং। সিনেমাটি নিয়ে প্রযোজক, পরিচালক অফিশিয়াল ঘোষণা দিলেও এখনও পর্যন্ত কঙ্গনা কোনো অফিশিয়াল মন্তব্য করেননি।
আগামীকাল বিকেলে এক আয়োজনের মাধ্যমে রায়হান রাফীর থ্রিলার ওয়েব ফিল্ম ‘ব্ল্যাক মানি’ সম্পর্কে বিস্তারিত জানাবে প্রযোজনা প্রতিষ্ঠান বঙ্গ।
কিন্তু তার আগে থেকেই এই কাজটি নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে। সময়ের জনপ্রিয় নির্মাতা রায়হান রাফীর কাজ বলে কথা। দর্শকের আগ্রহ তো থাকবেই।
বেশ কিছুদিন ধরে শোবিজে গুঞ্জন শোনা যাচ্ছিল, রাফীর ‘ব্ল্যাক মানি’র নায়িকা চরিত্রে অভিনয় করবেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। এর আগে তারা একসঙ্গে কখনো কাজ করেননি।
এই কাজটির খবরের পাশাপাশি এমন গুঞ্জনও শোনা যায় যে, চিত্রনায়িকা তমা মির্জা আর নির্মাতা রায়হান রাফীর কথিত প্রেম ভেঙে গেছে। যার কারণ তানজিন তিশা। এখন নাকি রাফী তিশার প্রেমে পড়েছেন।
দর্শক যখন বিষয়গুলোকে মোটামুটি সূত্রে ফেলতে শুরু করেছেন তখনই এক খবরে সব গোলমাল পেকে গেল! এখন শোনা যাচ্ছে, রাফীর ‘ব্ল্যাক মানি’তে তানজিন তিশা নয়, অভিনয় করবেন এই নির্মাতার প্রথম সিনেমা ‘পোড়ামন ২’-এর নায়িকা পূজা চেরী।
‘ব্ল্যাক মানি’ ওয়েব ফিল্মকে ঘিরে জল্পনা এখানেই শেষ নয়। এক সময়ের পর্দাকাপানো চিত্রনায়ক রুবেলের কাজ করার সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে এই ছবিতে। আসলেই কি কি হতে যাচ্ছে তা জানতে বেশি দেরী করতে হবে না। আগামীকালই সব রহস্য উন্মোচন করবে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ ও রায়হান রাফী।
এদিকে, ‘লায়ন’ নামের নতুন ছবির ঘোষণা দিয়েছেন রাফী। পশ্চিমবঙ্গের চিত্রনায়ক জিৎ ও বাংলাদেশের শরিফুল রাজকে নিয়ে ছবিটি বানাবেন তিনি। তবে ‘লায়ন’ ছবিতে নায়িকা কে হচ্ছেন সে ব্যাপারে কিছুই বলেননি পরিচালক।
২০১৮ সালে মুক্তি পাওয়া ‘পোড়ামন ২’ ও পরের বছর ‘দহন’ নামের দুটি ছবি একসঙ্গে কাজ করেছেন রাফী আর পূজা চেরী। এরপর তাদের একসঙ্গে কোনো ছবিতে দেখা যায়নি।