রাফসানের ড্রিংকস ‘ব্লু’ বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

  • স্টাফ করেসপন্ডেন্ট বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি:সংগৃহীত

ছবি:সংগৃহীত

জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও ফুড ভ্লগার রাফসান দ্য ছোট ভাই এর ড্রিংকস ‘ব্লু’ ৭দিনের মধ্যে বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বিশুদ্ধ খাদ্য আদালত। একইসাথে, অনুমতি ছাড়া এই ড্রিংকস বাজারজাত করার দায়ে তাকে ১৬ লাখ টাকা জরিমানাও করা হয়েছে।

বুধবার (২৮ আগস্ট) বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক আলাউল আকবর এই আদেশ দিয়েছেন।

বিজ্ঞাপন

গত বছরের ৮ ডিসেম্বর সামাজিক যোগাযাগ মাধ্যম ফেসবুক লাইভে এসে ‘ব্লু’ নামে নতুন এনার্জি ড্রিংকস আসার ঘোষণা দিয়েছিলেন রাফসান। তবে ‘ব্লু’ বাজারজাত হওয়ার পর থেকেই নানা কারণে আলোচনা ও সমালোচনায় ছিলেন রাফসান। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া এই নতুন ড্রিংকস বাজারজাত করার কারণে তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এই মামলাতেই আজ ১৬ লাখ টাকা জরিমানাসহ ‘ব্লু’ এক সপ্তাহের মধ্যে বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ পেয়েছে রাফসান।

উল্লেখ্য, নোংরা পরিবেশে মান নিয়ন্ত্রণহীনভাবে ব্লু ড্রিংকস তৈরির অভিযোগে গত ২৪ এপ্রিল পরিচালিত অভিযানে ‘ব্লু এনার্জি ড্রিংকস’ নামক কোমল পানীয়টিতে নিবন্ধন সনদ না থাকায় মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছিল ভ্রাম্যমাণ আদালত। সংস্থাটির কুমিল্লা শাখা এবং কুমিল্লা জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করে।

বিজ্ঞাপন