মাল্টিপ্লেক্সে মেহজাবীনের ‘প্রিয় মালতী’র দারুণ খবর
মেহজাবীন চৌধুরীর অভিষেক সিনেমা ‘প্রিয় মালতী’র প্রশংসা শোনা যাচ্ছে মুক্তির পর থেকেই। কিন্তু অনেকেই মনে করছেন, ছবিটি শুধু বোদ্ধা দর্শকই পছন্দ করছে। সাধারণ দর্শক সেভাবে দেখছে না।
কিন্তু আজ এক জরিপে সেই ধারণাও ভুল প্রমাণিত হলো। দেশের সর্ববৃহৎ চেইন মাল্টিপ্লেক্স ‘স্টার সিনেপ্লেক্স’-এ মুক্তিপ্রাপ্ত সিনেমার মধ্যে এই সপ্তাহে কোন ছবিটি বেশি দেখেছেন দর্শক, তার একটি তালিকা করেছে প্রতিষ্ঠানটি। তালিকায় দেশীয় সিনেমার মধ্যে শীর্ষে রয়েছে ‘প্রিয় মালতী’।
এই সপ্তাহের শীর্ষ সাত সিনেমার মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে মেহজাবীন চৌধুরী অভিনীত সিনেমা ‘প্রিয় মালতী’। তাতে বোঝাই যায়, ছবিটি সিঙ্গেল স্ক্রিনে অতো মার কাটারি ব্যবসা না করলেও মাল্টিপ্লেক্সে ভালোই সাড়া ফেলেছে।
খবরটি নিজেই সাংবাদিকদের জানিয়ে নিজের উচ্ছ্বাসের কথা প্রকাশ করেছেন। মেহজাবীন বলেন, ‘এই বছরটা আমরা দারুণ একটা খবর দিয়ে শেষ করছি! প্রিয় মালতি টিমের আমরা সবাই সুপাার এক্সাইটেড। কারণ, সবার ভালোবাসা আর সাপোর্ট-এর জন্য আমাদের সিনেমা ভালো করছে। এটা আপনাদের সবার সাপোর্ট ছাড়া সম্ভব হতো না। আমাদের সিনেমাকে এতটা ভালোবাসা আর সাপোর্ট দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি, ভবিষ্যতেও আমরা এভাবেই একসাথে এগিয়ে যাবো।’
এই ছবিতে মেহজাবীন লড়াকু নারী মালতী রানি দাশ চরিত্রে অভিনয় করেছেন। তার অভিনয়ের প্রশংসা করছেন অনেকে। ছবিটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা শঙ্খ দাশগুপ্ত। প্রযোজনা করেছে ফ্রেম পার সেকেন্ড।
গত ২০ ডিসেম্বর মুক্তি পাওয়া ছবিটিতে আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম, মোমেনা চৌধুরী, সমু চৌধুরী, আনিসুল হক বরুণ, শাহজাহান সম্রাট, রিজভী রিজু।
স্টার সিনেপ্লেক্সের তালিকায় প্রথম অবস্থানে রয়েছে হলিউডের সিনেমা ‘মুফাসা: দ্য লায়ন কিং’, এরপরই ‘প্রিয় মালতী’। তৃতীয় অবস্থানে রয়েছে ‘মোয়ানা ২’, চতুর্থ অবস্থানে ‘সোনিক দ্য হেজহগ’, পঞ্চম স্থানে ‘৮৪০’, ষষ্ট অবস্থানে ‘ক্র্যাভেন দ্য হান্টার’ ও সপ্তম স্থানে রয়েছে ‘নকশীকাঁথার জমিন’।