সেরা সিনেমা ‘ঢাকা অ্যাটাক’-‘পুত্র’, সেরা পরিচালক সৌদ-মানিক

  জাতীয় চলচ্চিত্র পুরস্কার
  • বিনোদন ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সেরা সিনেমা ‘ঢাকা অ্যাটাক’-‘পুত্র’, সেরা পরিচালক সৌদ-মানিক

সেরা সিনেমা ‘ঢাকা অ্যাটাক’-‘পুত্র’, সেরা পরিচালক সৌদ-মানিক

২০১৭ ও ২০১৮ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের গেজেট প্রকাশ করা হয়েছে। ৭ নভেম্বর তথ্য মন্ত্রণালয়ের ওয়েব সাইটে এই তালিকা প্রকাশ করা হয়।

প্রকাশিত গেজেট অনুযায়ী, ২০১৭ সালের সেরা চলচ্চিত্রের পুরষ্কার পেয়েছে ২০১৭ সালের ৬ অক্টোবর মুক্তি পাওয়া দীপংকর দীপন পরিচালিত সিনেমা ‘ঢাকা অ্যাটাক’। আর ২০১৮ সালের সেরা চলচ্চিত্রের পুরষ্কার পেয়েছে সাইফুল ইসলাম মাননু পরিচালিত ‘পুত্র’ সিনেমাটি।

বিজ্ঞাপন

অন্যদিকে ২০১৭ সালে সেরা পরিচালকের পুরস্কার পেয়েছে ‘গহীন বালুচর’ সিনেমার পরিচালক বদরুল আনাম সৌদ আর ২০১৮ সালের সেরা পরিচালকের পুরস্কার পেয়েছে ‘জান্নাত’ সিনেমার পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক।

বাংলাদেশের চলচ্চিত্রের একমাত্র রাষ্ট্রীয় ও সর্বোচ্চ চলচ্চিত্র সম্মাননা হচ্ছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ১৯৭৫ সাল থেকে পুরস্কারটি প্রদান করা হচ্ছে।

বিজ্ঞাপন