অক্ষয়ের চোখে সঙ্গরোধের সিল সম্মানের মতো
করোনা ভাইরাসসামাজিক দূরত্ব, পরিচ্ছন্ন থাকা এবং সঙ্গরোধে (কোয়ারেন্টাইন) থাকা এই তিনটি নিয়ম সঠিকভাবে মানলেই বাঁচা যেতে পারে করোনাভাইরাসের আক্রমণ থেকে।
চিকিৎসকদের পাশাপাশি তারকারাও বারবার বলে যাচ্ছেন একই কথা। এবার বলিউড সুপারস্টার অক্ষয় কুমার তার ভক্তদের কাছে আর্জি জানালেন, তারা যেন সঙ্গরোধে থাকেন। বিশেষ করে যারা বিদেশ থেকে ফিরছেন তারা যেন এই নিয়মটি বিশেষ করে মেনে চলেন।
নিজের অফিশিয়াল টুইটারে একটি ভিডিও শেয়ার করেছেন অক্ষয় কুমার। যেখানে খিলাড়ি তারকা জানিয়েছেন, ‘হোম কোয়ারেন্টাইন সিলটি তার কাছে সম্মানের মতো।’
শেয়ার করা ভিডিওতে অক্ষয় কুমার বলেছেন, ‘আমি এখন বাড়িতে। আশা করছি আপনারা সকলেই আমাকে আপনাদের নিজ নিজ বাড়িতে বসে দেখছেন। আর যদি আপনারা বাহিরে থেকে থাকেন তাহলে জরুরি কোন কাজে আছেন। আচ্ছা আপনারা নিজেদের কাছে প্রশ্ন করুন তো ‘এখন কি বাহিরে যাওয়ার কোন প্রয়োজন আছে?’, ‘আপনার বা আমার বাহিরে যাওয়া কী অন্যদের জন্য নিরাপদ? আপনারা হয়তো ভাবছেন আমি কেন এতো প্রশ্ন করছি। কারণ মুম্বাই বিমানবন্দর থেকে এমন কয়েকজনকে নির্বাচন করা হয়েছে যারা বিদেশ ফেরত এবং তাদের করোনা টেস্ট করানোর পর তারা ‘লো রিস্ক’-এর মধ্যে রয়েছে। তাদের হাতে দিয়ে দেওয়া হয়েছে একটি সিলও। যেখানে লেখা রয়েছে ‘হোম কোয়ারেন্টাই’। একইসঙ্গে আগামী ১৪ দিন তাদের সঙ্গরোধে থাকার নির্দেশও দেওয়া হয়েছে। কিন্তু আপনারা বিশ্বাব করবেন না, যাদের হাতে ওই সিল রয়েছে তারা শুধু এই শহরে না বিভিন্ন দেশ ঘুরে বেড়াচ্ছেন, বিয়ের অনুষ্ঠানে যাচ্ছেন, ছুটি কাটাচ্ছেন, পার্টি করছেন। এটি কোন ধরনের মানসিকতা? তারা কী বুঝতে পারে না কিছু?’
করোনাভাইরাসের এই দৌঁড়ে জয়ী হতে সকলকে বাড়ি থাকার অনুরোধ করেছেন অক্ষয় কুমার। এই সময়গুলো ছুটি ও ওভারটাইম হিসেবে কাটাতে বলছেন তিনি।
যোগ করে অক্ষয় আরও বলেন, করোনা এখনও তার দৌঁড়ে জয়ী হয়নি এবং এটিকে হারানোর জন্য আমাদের কাছে এখনও সুযোগ রয়েছে। আর আমরা যদি জয়ী হতে চাই তাহলে চিকিৎসক, নার্স, পুলিশ এবং সরকারের দেওয়া নির্দেশগুলো মেনে চলতে হবে। আর এই দৌঁড়ে যে জয়ী হবেন তিনি শুধু একা নন, অন্যদের জয়ী হতে সাহায্য করবেন। তাই আমাদের এই দৌঁড়ে সকলকে সঙ্গে নিয়ে জয়ী হতে হবে বা সকলকে নিয়ে হেরে যেতে হবে।
For the first time in life, the winner will be the one who will stay put! This is a race, one which will save us...Say yes to #SocialDistancing please ?? #BreakCorona #TogetherAtHome @mybmc pic.twitter.com/fPIW8UvW13 — Akshay Kumar (@akshaykumar) March 20, 2020
‘হোম কোয়ারেন্টাইন’ সিল প্রসঙ্গে অক্ষয়ের ভাষ্য, ‘বিএমসির দেওয়া এই সিল আমার কাছে সম্মানের। কারণ এটি শুধু আমার নয়, অন্যদেরও জীবন বাঁচাবে। মাত্র তো কয়েকটি দিন বাড়িতে থাকতে হবে। শিগগিরই সবকিছু আগের মতো হয়ে যাবে। কেউ একজন বলেছিলেন, ‘জান হ্যায় তো জাহান হ্যায়’ (জীবন আছে তো পৃথিবী আছে।’