এবার চীনে করোনার নতুন স্ট্রেইন শনাক্ত

  করোনা ভাইরাস
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চীনে করোনাভাইরাসের উচ্চ সংক্রামক স্ট্রেইন শনাক্ত হয়েছে। দেশটিতে এই প্রথম নতুন স্ট্রেইনের সংক্রমিত কোনো রোগী শনাক্ত হলো।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) মেট্রোতে প্রকাশিত খবরে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

চীনের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) জানিয়েছে, শনাক্ত হওয়া রোগী একজন নারী। তার বয়স প্রায় ২৩ বছর। তিনি গত ১৪ ডিসেম্বর যুক্তরাজ্য থেকে চীনের সাংহাই এসেছেন। তাকে বর্তমানে আইসোলেশনে রাখা হয়েছে।

করোনাভাইরাসের নতুন স্ট্রেইন প্রথম শনাক্ত হয় যুক্তরাজ্যে। দেশটি প্রায় সপ্তাহ দুয়েক আগে করোনার নতুন স্ট্রেইনের সংক্রমণের তথ্য জানায়। যুক্তরাজ্যের বাইরে বিশ্বের অনেক দেশে ইতিমধ্যে করোনার নতুন স্ট্রেইন ছড়িয়েছে।

বিজ্ঞাপন

করোনার নতুন স্ট্রেইন আগের স্ট্রেইনের তুলনায় দ্রুত ও বেশি ছড়ায় বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। যুক্তরাজ্যের পক্ষ থেকে বলা হয়েছে, করোনার আগের ধরনের তুলনায় নতুন ধরনের ছড়ানোর ক্ষমতা ৭০ শতাংশ বেশি।

যুক্তরাজ্যে করোনার নতুন স্ট্রেইন শনাক্ত হওয়ার জেরে সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দেয়।

সিডিসি জানিয়েছে, করোনার নতুন স্ট্রেইন আগের তুলনায় দ্রুত ও বেশি ছড়ায়। এই স্ট্রেইন-কে  হুমকি বলে অভিহিত করেছে সিডিসি।