ওরা সৈকতে ঝিনুক কুড়ায় জীবনের তাগিদে!

  • তামিম মিয়া, শিক্ষার্থী, কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • |
  • Font increase
  • Font Decrease

ওরা সৈকতে ঝিনুক কুড়ায় জীবনের তাগিদে!

ওরা সৈকতে ঝিনুক কুড়ায় জীবনের তাগিদে!

খুব ভোরে সেন্টমার্টিনের সৈকতে শিশুদের ছুটোছুটি চোখে পড়ে। প্রথম দেখায় হয়তো মনে হতে পারে ওরা শখের বসে ঝিনুক কুড়োচ্ছে। কিন্তু সূর্য কিছুটা উঠলেই বুঝতে পারবেন শখ না, ওরা ঝিনুক কুড়ায় জীবিকার তাগিদে। সৈকত থেকে ঝিনুক কুড়িয়ে তা দিয়ে মালা, ব্রেসলেট তৈরি করে পর্যটকদের কাছে বিক্রি করে শিশরা। ঝিনুকের আয় দিয়েই চলে কারো কারো সংসার।

সৈকতে ঝিনুক কুড়াচ্ছে শিশুরা
ভাটার সময় প্রবালের গায়ে লেগে থাকা ঝিনুক ওরা সংগ্রহ করে
দিনে পনেরো থেকে বিশটি ঝিনুকের মালা ও পঁচিশ থেকে ত্রিশটি ব্রেসলেট বিক্রি করা যায়

 

বিজ্ঞাপন
পরিবারের হাল টানা এই শিশুদের অনেকাংশ স্কুলে যাওয়ার সুযোগ পায় না। ঝিনুক কুড়িয়েই ওদের জীবন চলে