করোনা জয়ের পথে চীন: ৭২ ঘণ্টায় উহানে আক্রান্ত শূন্য

  করোনা ভাইরাস
  • চীন করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

উহান আবারো স্বাভাবিক হতে শুরু করেছে, ছবি: সংগৃহীত

উহান আবারো স্বাভাবিক হতে শুরু করেছে, ছবি: সংগৃহীত

চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান শহর থেকে সূত্রপাত হওয়া করোনাভাইরাস বিশ্বের ১৬৫ দেশে ছড়িয়ে পড়লেও এর প্রকোপ দেশটিতে কমে আসছে। চীনের উহান শহরসহ পুরো প্রদেশে আক্রান্তের সংখ্যা শূন্যে নেমে এসেছে। গত ৭২ ঘণ্টায় উহানে একজনও আক্রান্ত হননি। অথচ এই উহান শহরই ছিল একসময় করোনার কেন্দ্রবিন্দু।

শনিবার (২১ মার্চ) সকালে হুবেই প্রদেশের স্বাস্থ্য কমিশন জানিয়েছে, গত ৭২ ঘণ্টায় উহান শহরসহ পুরো হুবেই প্রদেশে নতুন করে কেউ আক্রান্ত হয়নি।

বিজ্ঞাপন

গত ২৪ ঘণ্টায় হুবেই প্রদেশে ৭ জনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়। এদিকে হুবেইতে কেউ আক্রান্ত না হলেও দেশটির কয়েকটি প্রদেশে নতুন করে ৪১জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে তারা সবাই অন্য দেশ থেকে প্রবেশ করেছে চীনে।

প্রসঙ্গত, চলমান করোনাভাইরাসে শুধুমাত্র চীনের মূল ভূখণ্ডেই আক্রান্ত হয়েছেন ৮১ হাজার ও আর মারা গেছেন ৩ হাজার ২৫৫ জন। সুস্থ হয়ে ঘরে ফিরেছে ৭১ হাজারের বেশি আক্রান্ত রোগী।

বিজ্ঞাপন