করোনার থাবায় মৃত্যুপুরী ইতালি

  করোনা ভাইরাস
  • ইতালি থেকে ইসমাইল হোসেন স্বপন
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নভেল করোনা ভাইরাসের থাবায় গোটা ইতালি এখন মৃত্যুপুরী। দেশটিতে প্রতিদিনই দীর্ঘ হচ্ছে লাশের মিছিল। ঘড়ির কাটার সঙ্গে পাল্লা দিয়ে জ্যামিতিক হারে প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় প্রাণ হারিয়েছেন ৯১৯ জন। যা দেশটিতে করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে ইতালিতে মোট মৃত্যুর সংখ্যা ৯ হাজার ১৩৪ এ দাঁড়িয়েছে। যা এখন পর্যন্ত সারা বিশ্বে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

বিজ্ঞাপন

শুক্রবার (২৬ মার্চ) ইতালিতে নতুন আক্রান্ত হয়েছে ৫ হাজার ৯০৯ জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৮৬ হাজার ৪৯৮ পৌঁছেছে।

শুক্রবার ইতালি নাগরিক সুরক্ষা সংস্থার প্রধান অ্যাঞ্জেলো বোরেল্লি এক সংবাদ সম্মেলনে এই সব তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

এছাড়াও ১০ হাজার ৯৫০ করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ।

করোনায় বিপর্যস্ত ইতালিতে রোগীদের চিকিৎসাসেবা দিতে গিয়ে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ৪৬ জন চিকিৎসক। এছাড়া করোনায় সংক্রমিত হয়েছেন আরও ৬ হাজারেও বেশি স্বাস্থ্যকর্মী।

ইতালির প্রধানমন্ত্রী জোসেপ্পে কন্তের আহবানে সাড়া দিয়ে দেশের এই দুর্দিনে সাত হাজার ২২০ জন অবসরপ্রাপ্ত চিকিৎসক, নার্স ও অ্যাম্বুলেন্স কর্মী স্বাস্থ্যসেবা দিতে করোনায় আক্রান্তদের পাশে এসে দাঁড়িয়েছেন।