মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন: প্রতিটি ভোট গুরুত্বপূর্ণ

  মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২০। এবারের নির্বাচনকে ঘিরে আছে নানা জল্পনা কল্পনা। হাড্ডাহাড্ডি লড়াইয়ের নির্বাচনে কার হাতে যাবে হোয়াইট হাউসের চাবি সেদিকে সকলের মনোযোগ।

জানা গেছে, গত শনিবার পর্যন্ত ৯ কোটিরও বেশি ভোটার অগ্রিম ভোট দিয়েছে। যে দৌড়ে অবশ্য এগিয়ে আছে ট্র্যাম্পের প্রতিদ্বন্দ্বী বাইডেন। তারপরেও গত নির্বাচনে ট্র্যাম্পের বিস্ময়কর জয়ে পরে এবার আর ভবিষৎবাণী করতে চান না বিশেষজ্ঞরা। তাদেরও অপেক্ষা শেষ ভোট পর্যন্ত।

বিজ্ঞাপন

মিশিগান ও উইসকনসিনে প্রচার শেষে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে পেনসিলভানিয়ায় ঘাঁটি গেড়েছেন জো বাইডেন ও তার সহযোগীরা। এবারের নির্বাচনে ফলাফলের দিক থেকে দেখলে পেনসিলভানিয়া, উইসকনসিন ও মিশিগানের গুরুত্ব অপরিসীম। তার ভাইস প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস প্রচার করলেন জর্জিয়াতে। আবার অপরদিকে ট্রাম্প মিশিগান, আইওয়া, ফ্লোরিডা, নর্থ ক্যারোলিনা, জর্জিয়ায় সভা করলেন। এগুলো রিপাবলিকানদের ঘাঁটি বলে পরিচিত।

ইতিমধ্যে ৯ কোটি ৩০ লাখেরও বেশি ভোটদাতা প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিয়ে ফেলেছেন। করোনার জন্য পোস্টাল ব্যালটের মাধ্যমে নিরাপদে ভোট দিয়েছেন তারা। ২০১৬-তে যত ভোট পড়েছিল, তার দুই তৃতীয়াংশ ভোট ইতিমধ্যেই পড়ে গেছে নির্বাচনের ব্যালটে।

বিজ্ঞাপন

এদিকে আমেরিকার ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে জরিপ চালিয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম।। সে অনুযায়ী আমেরিকার যে রাজ্যগুলোকে রাস্ট বেল্ট বলে, সেখানে ট্রাম্পের তুলনায় বাইডেন এগিয়ে আছেন। এই রাজ্যগুলির মধ্যে আছে, ওহাইও, মেরিল্যান্ড, ইন্ডিয়ানা, মিশিগানের একটা অংশ, উইসকনসিন, উত্তর ইলিনয়। গতবার বাইডেনের দলের প্রার্থী হিলারি ক্লিন্টন এখানে যা ভোট পেয়েছিলেন, এ বার বাইডেন তার থেকেও বেশি ভোট পেতে পারেন।

জরিপগুলোর মতে, ফ্লোরিডা, অ্যারিজোনার মতো সান বেল্টের রাজ্যগুলিতে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। ওয়াশিংটন-এবিসি-র সমীক্ষা বলছে, ফ্লোরিডায় ট্রাম্প দুই পয়েন্টে এগিয়ে আছেন। কিন্তু নিউ ইয়র্ক টাইমস-সিয়েনার সমীক্ষায় ট্রাম্প তিন পয়েন্টে পিছিয়ে আছেন। ২০১৬-র নির্বাচনে ট্রাম্প এখানে ১২ পয়েন্টে এগিয়েছিলেন।

আবার বার্তা সংস্থা নিউ ইয়র্ক টাইমসের সমীক্ষা বলছে উইসকনসিনে বাইডেন এগিয়ে আছেন ১১ পয়েন্টে। সিএনএন বলছে, ট্রাম্প আট পয়েন্টে পিছিয়ে আছেন। পেনসিলভানিয়ার ক্ষেত্রে সমীক্ষার পূর্বাভাস, এখানে বাইডেন এগিয়ে। ওয়াশিংটন পোস্ট বলছে সাত পয়েন্টে, নিউ ইয়র্ক টাইমস ছয় পয়েন্টে ও আরেকটি সমীক্ষায় পাঁচ পয়েন্টে।