হোয়াইট হাউস ছাড়লেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

  মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

হোয়াইট হাউস ছাড়লেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

হোয়াইট হাউস ছাড়লেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

হোয়াইট হাউস ত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।

বুধবার (২০ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ভোর সোয়া ৫টার দিকে তিনি হোয়াইট হাউস ত্যাগ করেন। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন’র প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। হোয়াইট হাউস ত্যাগের সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে দেখা যায় ট্রাম্পকে।

বিজ্ঞাপন

হোয়াইট হাউস থেকে ট্রাম্প মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুজ সামরিক ঘাঁটিতে যাচ্ছেন। সেখানে একটি সংক্ষিপ্ত বিদায়ী অনুষ্ঠানে যোগ দেবেন। জয়েন্ট বেস অ্যান্ড্রুজের অনুষ্ঠানে ট্রাম্পের বক্তব্য রাখার কথা রয়েছে।

মার্কিন প্রেসিডেন্টদের বহনকারী এয়ারফোর্স ওয়ান

এরপর শেষবারের মতো এয়ারফোর্স ওয়ানে করে ফ্লোরিডার পাম বিচে যাওয়ার উদ্দেশে রওনা হবেন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ক্যাপিটল হিলে আজ শপথ নেবেন। তাঁর শপথ গ্রহণে অনুষ্ঠানে থাকবেন না বলে আগেই জানিয়ে দিয়েছেন ট্রাম্প।

ট্রম্পের ঘনিষ্ঠ কিছু সহযোগীরা গণমাধ্যমকে জানান, প্রেসিডেন্ট পরবর্তী জীবন তিনি ফ্লোরিডাতেই থাকবেন। এর পরের পরিকল্পনা এখনও জানা যায়নি।