‘আমেরিকানদের জন্য আমি লড়াই চালিয়ে যাব’
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনমার্কিন প্রেসিডেন্ট বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যে বলেছেন, আমি সবসময় আপনাদের (আমেরিকান) পক্ষে লড়াই করব।
প্রেসিডেন্ট হিসেবে তার সমাপনী বক্তব্যে ডোনাল্ড ট্রাম্প লড়াই চালিয়ে যাওয়ার করার প্রতিশ্রুতি দিয়ে বাইডেন প্রশাসনের জন্য ‘শুভকামনা’ জানিয়েছেন।
মার্কিন নাগরিকদের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘আপনারা অনেক ভালো। এটি মহৎ দেশ। আপনাদের প্রেসিডেন্ট হওয়া আমার সবচেয়ে বড় সম্মান এবং মর্যাদার ছিলো।
‘আমি সবসময় আপনাদের পক্ষে লড়াই করব। আমি দেখছি। আমি শুনছি, এবং আমি আপনাদের বলব যে-এই দেশের ভবিষ্যৎ এর চেয়ে ভাল আর কখনও হয় নি। আমি নতুন প্রশাসনের সৌভাগ্য এবং সাফল্য কামনা করি। আমি মনে করি তারা দুর্দান্ত সাফলতা অর্জন করবে।
ট্রাম্প যোগ করেন, সত্যিই ভালো কিছু করার ভিত রয়েছে তাদের।
এ সময় ট্রাম্প ভাই প্রেসিডেন্ট মাইক পেন্স, সেকেন্ড লেডি কারেন পেন্স এবং কংগ্রেসকেও ধন্যবাদ জানান।
এর আগে বুধবার (২০ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ভোর সোয়া ৫টায় হোয়াইট হাউস ত্যাগ ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া। হোয়াইট হাউস থেকে ট্রাম্প মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুজ সামরিক ঘাঁটিতে যান। সেখানে একটি সংক্ষিপ্ত বিদায়ী অনুষ্ঠানে যোগ দেন। জয়েন্ট বেস অ্যান্ড্রুজের অনুষ্ঠানে ট্রাম্পের বক্তব্য রাখার কথা রয়েছে।
এরপর শেষবারের মতো এয়ারফোর্স ওয়ানে করে ফ্লোরিডার পাম বিচে যাওয়ার উদ্দেশে রওনা হবেন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি।