স্যানিটাইজার ব্যবহারে ব্যালট পেপার নষ্ট হতে পারে

  মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেওয়ার সময় স্যানিটাইজার ব্যবহারের কারণে ব্যালট পেপার নষ্ট হতে পারে বলে আশঙ্কা করেছে মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)। তারা এ ব্যাপারে সাবধানতা অবলম্বনের জন্য ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছে। খবর- বিবিসি।

যুক্তরাষ্ট্রে করোনা মহামারির প্রকোপ দিন দিনই বাড়ছে। আর তার মধ্যেই মঙ্গলবার (৩ নভেম্বর) অনুষ্ঠিত হচ্ছে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ।

বিজ্ঞাপন

সিডিসি জানিয়েছে, ভোটারদের নিরাপদ রাখতে ভোটকেন্দ্রগুলোতে অবশ্যই স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে। তবে নির্বাচনকর্মী ও ভোটারদের সতর্ক থাকতে হবে যে ব্যালট পেপার ধরার সময় হাত যেন ভেজা না থাকে। কারণ স্যানিটাইজারে ভেজানো ব্যালটগুলি আরও সহজে ছিড়ে যায় এবং বৈদ্যুতিক ভোটিং মেশিনগুলিতে আটকে থাকতে পারে।

এই বছরের শুরুর দিকে ভেজা ব্যালটের কারণে নিউ হ্যাম্পশায়ারের পৌর নির্বাচনে জটিলতা সৃষ্টি হয়েছিল। গত মাসে, ক্যালিফোর্নিয়ার শহর স্যাক্রামেন্টোতে ব্যালট পেপারে সানিটাইজার স্প্রে করার কারণে কালি ছড়িয়ে অনেক ভোট নষ্ট হয়েছিল। পরে তাদেরকে আবার নতুন করে ব্যালট দিতে হয়েছে।

বিজ্ঞাপন