হোয়াইট হাউসে ট্রাম্প না বাইডেন-চলছে ভোট গণনা

  মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। জো বাইডেন নাকি ট্রাম্প? হোয়াইট হাউস কার দখলে যাচ্ছে তা নির্ধারণ করতে এখন চলছে গণনা। গোটা বিশ্বের চোখ এখন এ নির্বাচনের ফলাফলের দিকে। 

মার্কিন বার্তা সংস্থা সিএনএন জানিয়েছে- আমেরিকার মধ্য-পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য ইন্ডিয়ানায় ভোট গণনা শেষ হয়েছে। এ রাজ্যে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হয়েছেন। এ রাজ্যে ১১ টি ইলেকটোরাল ভোট রয়েছে। এছাড়া টেনেসির ১১টি এবং ওকালহোমার ৭টি ইলেকটোরাল কলেজের ভোট ট্রাম্প পেয়েছেন।

বিজ্ঞাপন

ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের বাড়ি। এ রাজ্যকে রিপাবলিকানদের ঘাঁটি বলা হয়। ২০১৬ সালে নির্বাচনেও ডোনাল্ড এ রাজ্যে জয় লাভ করেছিলেন।  

এদিকে ম্যাসাচুসেটস, ভার্মন্ট, ডেলওয়ার, কলম্বিয়া ও ম্যারিল্যান্ড অঙ্গরাজ্যে জয়ী হয়েছেন ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন। ম্যাসাচুসেটসে ১১টি, ম্যারিল্যান্ডে ১০টি এবং ডেলওয়ার, ডিস্ট্রিক্ট কলম্বিয়ায় ৩ টি করে ইলেকটোরাল কলেজ রয়েছে।

বিজ্ঞাপন

জর্জিয়া এবং ফ্লোরিডাসহ রাজ্যের ভোটগ্রহণ বন্ধ শেষ হয়েছে। কিছুক্ষণের মধ্যে এ রাজ্যের ফলাফলও আসবে। ফ্লোরিডার সম্ভাব্য ফলাফল বলছে, ২০১৬ সালের মতো ফ্লোরিডায় এবারের নির্বাচনে ট্রাম্পে জিতা কঠিন হয়ে যাবে। রয়টার্সের তথ্যমতে, হাড্ডাহাড্ডি লড়াই চলছে ফ্লোরিডায়। অঙ্গরাজ্যটির মোট সম্ভাব্য ভোটের ৮৯ শতাংশ এরই মধ্যে গণনা হয়েছে। সেখানে ট্রাম্পের পক্ষে ৫০ শতাংশ ও বাইডেনের পক্ষে ৪৮ দশমিক ৭ শতাংশ ভোট পড়েছে। এই অঙ্গরাজ্যে সবচেয়ে বেশি ২৯টি ইলেকটোরাল ভোট রয়েছে।

যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে একসঙ্গে ভোট হলেও মূলত সবারই নজর থাকে ব্যাটলগ্রাউন্ড খ্যাত কয়েকটি অঙ্গরাজ্যের দিকে। এগুলোকে বলা হয় সুইং স্টেট। নির্বাচনী ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এ অঙ্গরাজ্যগুলো। আর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে মোট ৫৩৮টি ইলেকটোরাল ভোটের মধ্যে অন্তত ২৭০টি নিশ্চিত করতে হবে।

মার্কিন বার্তা সংস্থাগুলো জানিয়েছে, ভোটের পরিবেশ ছিল উৎসাহপূর্ণ ও ইতিবাচক। পরিস্থিতি ছিল অনেক শান্ত। করোনাভাইরাসের সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে ভোট প্রদান করেন আমেরিকানরা।

করোনার কারণে এবার ভোটের আগেই ‘মেইল ইন অর্থ্যাৎ ডাক যোগে’ ১০ কোটি ২ লাখ মানুষ আগাম ভোট দিয়েছেন। যা ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের মোট ভোটারের ৭৩ শতাংশ। এবারের নির্বাচনে রেকর্ড সংখ্যক ভোট পড়বে বলে ধারণা করা হচ্ছে।