ভোট চুরির অভিযোগ করে ট্রাম্পের টুইট, সতর্ক করলো টুইটার

  মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ডোনাল্ড ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প

ভোট চুরির অভিযোগ করেছেন রিপাবলিকান পার্টির প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ডেলাওয়ারে জো বাইডেন এক বক্তৃতায় বিজয়ের ব্যাপারে আশাবাদী জানিয়ে সবাইকে ভোট গণনা পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করার আহবান জানান।

বিজ্ঞাপন

এরপরেই এক টুইট বার্তায় ট্রাম্প বলেন, আমরা জয়ের ব্যাপারে আশাবাদী, কিন্তু তারা নির্বাচন চুরির চেষ্টা করছে। আমরা কখনোই তাদের সেটা করতে দেব না। নির্বাচন শেষ হওয়ার পরে ভোট গ্রহণ করা যায় না।

এদিকে ডোনাল্ড ট্রাম্পের এই টুইটের ব্যাপারে সতর্ক করে দিয়ে সামাজিক মাধ্যম প্রতিষ্ঠান টুইটার। টুইটার বলছে, সেখানে ‘নির্বাচন নিয়ে বিভ্রান্তি সৃষ্টিকারী তথ্য থাকতে পারে’ এবং নির্বাচন নিয়ে সঠিক তথ্য খুঁজে দেখার জন্য টুইটার ব্যবহারকারীদের পরামর্শ দিয়েছে।

আরেকটি টুইট বার্তায় ট্রাম্প বলেছেন, আমরা বড় জয়ের ব্যাপারে আশাবাদী, রাতে বিজয়ী ভাষণ প্রদান করব।