নির্বাচনের ফলাফলকে ‘অভূতপূর্ব’ ঘোষণা ট্রাম্পের

  মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

হোয়াইট হাউসের ইস্ট রুমে নির্বাচন নিয়ে বক্তৃতায় ট্রাম্প

হোয়াইট হাউসের ইস্ট রুমে নির্বাচন নিয়ে বক্তৃতায় ট্রাম্প

হোয়াইট হাউসের ক্ষমতার লড়াইয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেন জোর লড়াই করে যাচ্ছেন। প্রাথমিক ফলাফলে জো বাইডেন এগিয়ে থাকলেও সুইং রাজ্যগুলোতে এগিয়ে থাকায়, জয়ের পাল্লা তার দিকেই ঝুঁকছে।

জো বাইডেনের সম্ভাব্য ইলেকটোরাল ভোটের সংখ্যা ২২৫টি। বিপরীতে ট্রাম্পের সম্ভাব্য ভোট ২১৩টি। এমন পরিস্থিতিতে মঙ্গলবার (৩ নভেম্বর) স্থানীয় সময় রাতে হোয়াইট হাউসের ইস্ট রুমে নির্বাচন নিয়ে বক্তব্য দেন তিনি।

বিজ্ঞাপন

বক্তব্যের শুরুতে তিনি তার পরিবার এবং লাখ লাখ সমর্থক যারা আজ রাতে ফলাফলের জন্য অপেক্ষা করছেন  তাদেরকে ধন্যবাদ জানান। ভোট প্রদানের জন্য আমেরিকানদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ট্রাম্প বলেন, লাখ লাখ লোক আমাদের পক্ষে ভোট দিয়েছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমরা একটি বড় উদযাপনের জন্য প্রস্তুত ছিলাম’। ট্রাম্প জানান, ‘আমরা সবকিছুতেই জিতেছিলাম। সত্যি কথা বলতে, আমরাই বিজয়ী হয়েছি।’

এ সময় তিনি কোন রকম প্রমাণ উপস্থাপন না করেই দাবি করেন, নির্বাচনে কারচুপি করা হয়েছে। এটা আমেরিকান জনগণের সঙ্গে প্রতারণা।

নির্বাচনী ফলাফল নিয়ে লড়াই করতে তিনি সুপ্রিম কোর্টে যাবেন বলেও জানান।

‘আমরা যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে যাবো। এখন আমরা সব ভোট গণনা কার্যক্রম বন্ধ চাই। এটা খুবই দুঃখজনক একটি মুহূর্ত’- বলেন ডোনাল্ড ট্রাম্প।

এ সময় তিনি পেনসিলভেনিয়ার নেতৃত্বও দাবি করেছেন। এ রাজ্যে খুব দ্রুত বিজয়ী ঘোষণা করা হবে বলেও জানান তিনি।