ইয়েমেনে প্রবল বন্যায় নিখোঁজ ২৪

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পশ্চিম এশিয়ার দেশ ইয়েমেনে প্রবল বন্যায় ২৪ নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, মৌসুমী বর্ষণের পর প্রবল বন্যার তোড়ে তারা নিখোঁজ হয়ে যান।

বুধবার (২৮ আগস্ট) ভয়েস অব আমেরিকা (ভিওএ) এ খবর জানায়।

বিজ্ঞাপন

খবরে বলা হয়, মঙ্গলবার (২৭ আগস্ট) দিনগত রাতে প্রবল বর্ষণের ফলে আল-মাহউইট প্রদেশে সৃষ্ট বন্যায় বেশকিছু ঘরবাড়ি ভেসে গেছে এবং সেইসঙ্গে ২৪ জন ব্যক্তি নিখোঁজ রয়েছেন।

আল-মাহউইট প্রদেশ মূলত ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা নিয়ন্ত্রণ করে থাকে। এটি ইয়েমেনের রাজধানী সানা থেকে উত্তর দিকে অবস্থিত।

পুলিশ জানায়, আল-মাহউইট প্রদেশের মেলহান জেলায় সাতটি বাড়ি বিধ্বস্ত হয়েছে। সেইসঙ্গে ২৪ ব্যক্তি বন্যার তোড়ে নিখোঁজ হয়ে গেছেন।

পাহাড়ে পূর্ণ পশ্চিম ইয়েমেন মূলত মৌসুমী বৃষ্টিপাতপ্রবণ এলাকা। জাতিসংঘের তথ্যমতে, চলতি বছরের জুলাই থেকে বন্যার ফলে মোট ৬০ জন নিহত এবং ২ লাখ ৬৮ হাজার লোকজন ক্ষতিগ্রস্ত হয়েছেন।

খবরে বলা হয়, ইয়েমেনের পশ্চিম এবং মধ্য প্রদেশের আবহাওয়ার অবস্থা ক্রমশ খুবই খারাপের দিকে যাচ্ছে।

এদিকে, সোমবার (১৯ আগস্ট) বিশ্বস্বাস্থ্য সংস্থা জানিয়েছে, আগামী মাসগুলোতে বনাঞ্চল এবং মধ্য উঁচু ভূমি, লোহিত সাগরের উপকূলসহ দক্ষিণাঞ্চলের উঁচু ভূমিতে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এর পরিমাণ ৩শ মিলিমিটার ছাড়িয়ে যেতে পারে বলে সতর্ক বার্তা জারি করেছে বিশ্বস্বাস্থ্য সংস্থা।

আগস্ট মাসের প্রথম দিকে জাতিসংঘ জরুরিভিত্তিতে জানিয়েছিল গৃহযুদ্ধ বিধ্বস্ত ইয়েমেনে ৪.৯ মিলিয়ন মার্কিন ডলারের মানবিক সহায়তা দরকার।

ইয়েমেনের উঁচু ভূমি ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা নিজেদের দখলে রেখেছে।