গাজা যুদ্ধের বিস্তৃতি না ঘটাতে ইসরায়েলকে সতর্কতা

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

গাজার যুদ্ধেরি বিস্তৃতি না ঘটাতে ইসরায়েলকে সতর্কতা করেছে ইইউ

গাজার যুদ্ধেরি বিস্তৃতি না ঘটাতে ইসরায়েলকে সতর্কতা করেছে ইইউ

গাজা উপত্যকায় যুদ্ধের বিস্তৃতি আর না ঘটাতে ইসরায়েলকে সতর্ক করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। একসঙ্গে গাজার চারটি শহরে স্থল এবং আকাশপথে ইসরায়েল অভিযান শুরু করার একদিন পর এ সতর্কতা জারি করে ইইউ।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আলজাজিরা এ বিষয়ে একটি খবর প্রকাশ করে।

বিজ্ঞাপন

খবরে বলা হয়, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিদেশনীতি প্রধান জোসেফ বোরেল এ সতর্কবার্তা উচ্চারণ করে বলেছেন, অধিকৃত গাজায় ইসরায়েল অভিযান চালিয়ে যাচ্ছে। সেটিকে একটি যুদ্ধের ক্ষেত্র বানিয়ে ফেলেছে। সেখান থেকে আর যেন যুদ্ধের বিস্তৃতি না ঘটানো হয়।

এসময় তিনি বলেন, ফিলিস্তিনিদের উপত্যকায় যে ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে, তা বন্ধ করতে হবে।

এদিকে, জাতিসংঘের খাদ্য সংস্থা (ডব্লিউএফপি) গাজায় তাদের কর্মীদের তৎপরতা স্থগিত করেছে। সেখানে তাদের ১০টা গাড়িতে হামলার পর সংস্থাটি এ সিদ্ধান্ত ঘোষণা করে।

সর্বশেষ, গাজার পূর্ব ডেইর এল-বালাহর একটি স্কুলে আশ্রয়গ্রহণকারী শরণার্থীদের ওপ ইসরায়েল হামলা করলে অন্তত ৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

বুধবার গাজায় সর্বাত্মক সামরিক অভিযান শুরুর পর ইসরায়েলের হামলায় ১২ জন নিহত হন। এই নিয়ে ২০২৩ সালের ৭ অক্টোবরের পর ১০ মাসে ইসরায়েলের হামলায় মোট ৪০ হাজার ৫শ ৩৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ৯৩ হাজার ৭শ ৭৮ জন আহত হয়েছেন বলে জানা গেছে।