করোনা ভাইরাস: চীনে সাময়িকভাবে বন্ধ গুগল অফিস

  করোনা ভাইরাস
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: রয়টার্স

ছবি: রয়টার্স

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের ফলে চীনে অবস্থিত সমস্ত অফিস সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে গুগল। বুধবার (২৯ জানুয়ারি) মার্কিন বহুজাতিক কোম্পানি এ ঘোষণা দেয়।

গুগলের কর্তৃপক্ষের বরাতে এ খবর নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স।

বিজ্ঞাপন

সাময়িকভাবে বন্ধ করা অফিসের মধ্যে চীনের মূল ভূখণ্ড বাদেও হংকং ও তাইওয়ানের শাখাও অন্তর্ভুক্ত রয়েছে।

চীনের মূল ভূখণ্ডের গুগলের অফিসগুলো কোনো প্রকার সার্ভিস দেয় না। সেখানে শুধুমাত্র বিজ্ঞাপন ব্যবসায়ের কাজ হয়ে থাকে।

বিজ্ঞাপন

চীনে মহামারী রূপ নেওয়া করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছে ১৭০ জন। আর আক্রান্তের পরিমাণ সাড়ে সাত হাজারের ওপরে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ। এছাড়া নতুন করে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে ভাইরাসটি। এখন পর্যন্ত ১৬টি দেশে ভাইরাসে আক্রান্ত রোগীকে চিহ্নিত করা গেছে।

ভাইরাসটির প্রাদুর্ভাবের ফলে বিভিন্ন বহুজাতিক কোম্পানি চীনে তাদের কার্যক্রম বন্ধ করে দিয়েছে। বন্ধ হয়ে আছে কয়েকটি শহরের সমস্ত কার্যক্রম। এদিকে ভাইরাসের ফলে বিশ্বের জনবহুল ও দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশে অর্থনৈতিক বিপর্যয় মুখ পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিশেষজ্ঞরা।