কম্বোডিয়ায় ভিড়ল পাঁচ দেশ থেকে প্রত্যাখ্যাত হওয়া প্রমোদতরী

  করোনা ভাইরাস
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

কম্বোডিয়ায় ভিড়ল প্রমোদতরী, ছবি: রয়টার্স

কম্বোডিয়ায় ভিড়ল প্রমোদতরী, ছবি: রয়টার্স

পাঁচটি দেশের বন্দর থেকে প্রত্যাখাত ও প্রায় দুই সপ্তাহ সমুদ্রে ভাসমান থাকার পর কম্বোডিয়ার বন্দরে জায়গা পেল দ্যা এমএস ওয়েস্টারডাম নামক প্রমোদতরী। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) এটি কম্বোডিয়ার সিহানুকভিল বন্দরে পৌঁছায়।

জাহাজটিতে করোনা ভাইরাসে আক্রান্ত রয়েছে বলে এটিকে কোনো বন্দরে ভিড়তে দেওয়া হচ্ছিল না। জাহাজটিতে এক হাজার ৪৫৫ জন যাত্রী ও ৮০২ জন ক্রু রয়েছে।

বিজ্ঞাপন

প্রমোদতরীটির যাত্রী ও ক্রুদের স্বাগত জানাতে দূতাবাসের কর্মকর্তা, কম্বোডিয়ান স্বাস্থ্য বিভাগ, সাংবাদিক ও বন্দরের লোকজন ফুল নিয়ে প্রস্তুত হয়েছিল।

যুক্তরাষ্ট্রভিত্তিক হল্যান্ড আমেরিকা লাইন দ্বারা দ্যা এমএস ওয়েস্টারডাম পরিচালিত হয়। ফেব্রুয়ারির ১ তারিখে হংকং থেকে এটি যাত্রা শুরু করে। এরপর থাইল্যান্ড, জাপান, তাইওয়ান, গুয়াম ও ফিলিপিন্স বন্দরে নোঙর করতে চাইলেও করোনা ভাইরাসের ভয়ে তাদেরকে বন্দরে ভিড়তে দেওয়া হয়নি।

বিজ্ঞাপন

এক চিঠির মাধ্যমে জাহাজটির ক্যাপ্টেন ভিনসেন্ট স্মিট যাত্রীদের জানান, স্বাস্থ্য পরীক্ষা করার সুযোগ দিতে জাহাজটি সিহানুকভিলের বাইরে নোঙর করবে। স্বাস্থ্য পরীক্ষা শেষে যাত্রীরা জাহাজ ছাড়তে পারবে এবং কম্বোডিয়ার রাজধানী নমপেন থেকে যার যার দেশে ফিরে যাবে।

জাহাজটিতে থাকা মার্কিন নাগরিক অ্যাঞ্জেলা জোন্স আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সকে এক বার্তায় বলেন, আমরা কতবার ভেবেছি, এই বুঝি বাড়ি যেতে পারবো, আর সেইসব মুহূর্তে আমাদের ফিরিয়ে দেয়া হয়েছে। আজ সকালে আমরা স্থলভাগ দেখে আমরা উচ্ছ্বাসিত হয়।

কম্বোডিয়ার এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান মেট্রোস। তিনি বলেন, এটি আন্তর্জাতিক সংহতির একটি উদাহরণ যা আমরা ধারাবাহিকভাবে দাবি করে আসছি।

ক্যাম্বোডিয়ায় অবস্থান করা মার্কিন দূতাবাস জানিয়েছে, তারা জাহাজের মার্কিন নাগরিকদের সাহায্য করতে একটি প্রতিনিধিদল পাঠিয়েছে।