মহামারি করোনা

হু হু করে বিক্রি হচ্ছে ‘দ্য প্লেগ’ ও ‘উহান-৪০০’

  করোনা ভাইরাস


আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

  • Font increase
  • Font Decrease

মহামারিতে অবরুদ্ধ মানুষদের দুঃসহ সময়কে উপজীব্য করে রচিত হয়েছিল আলবেয়ার কামুর কালজয়ী উপন্যাস ‘দ্য প্লেগ’। অবরুদ্ধ একটি জনপদ কিভাবে ধ্বংস হয়ে যায়, উপন্যাসের পাতায় পাতায় সেই ভয়াল বর্ণনা।

ফরাসি বংশোদ্ভূত আলজেরীয় সাহিত্যিক আলবেয়ার কামুর ১৯৪৭ সালে রচিত সেই উপন্যাস ৭০ বছরেরও বেশি সময় পরে আবারও পৃথিবীতে প্রাসঙ্গিক হয়ে উঠেছে! করোনাভাইরাস বৈশ্বিক মহামারি রূপ ধারণ করায় আজকের পাঠকরা গভীর অভিনিবেশে ঝুঁকে পড়েছেন দ্য প্লেগের পাতায়।

শুধু কামুর দ্য প্লেগ উপন্যাসই নয়, মহামারি নিয়ে রচিত কালজয়ী সব সাহিত্যকর্মের চাহিদা এখন আকাশচুম্বি। প্রকাশকরা জানিয়েছেন কামুর ‘দ্য প্লেগ’, স্টিফেন কিং-এর ‘দ্য স্ট্যান্ড’ এবং ডিন কুনৎস-এর ‘দি আইস অব ডার্কনেস’ বইয়ের চাহিদা বিপুল পরিমাণে বেড়ে গেছে। শুধু তাই নয়, এসব উপন্যাসের ভেতর ষড়যন্ত্র তত্ত্বের গন্ধও পাচ্ছেন অনেকেই!

ষড়যন্ত্র তত্ত্ব! কেন নয়? মার্কিন লেখক ডিন কুনৎসের ‘আইস অব ডার্কনেস’ উপন্যাসটি ‘উহান-৪০০’ নামে একটি কাল্পনিক ভাইরাস নিয়ে রচিত। প্রকাশ হয়েছে সেই ১৯৮১ সালে। ‘এক দশকের মধ্যে চীনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও বিপজ্জনক নতুন জৈব অস্ত্র’— উপন্যাসের এই ভয়াবহ প্লট স্বভাবতই পাঠকদের মাঝে আলোড়ন তুলেছে। আর স্বাভাবিকভাবেই এটি সম্প্রতি অ্যামাজনের চার্টে তৃতীয় স্থানে উঠে আসে।

গত কয়েক সপ্তাহের মধ্যে ই-বুকের বিক্রি ৩০০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের প্রকাশনী হেডলাইন। ঔপন্যাসিক ডিন কুনৎসের অসাধারণ কল্পনাশক্তি ও গল্পের বলার কৌশলই বাজারে বইয়ের কাটতির আসল কারণ বলে জানিয়েছে প্রকাশনা সংস্থাটি।

একজন অনলাইন পর্যালোচক লিখেছেন: “এটি আজ ঘটে চলেছে এমন ঘটনার সঙ্গে মিলেমিশে একাকার এবং আমার শিরায় প্রবাহিত রক্তকে বরফে পরিণত করেছে!”

আরেকজন বলেছেন: “কিভাবে একজন লেখক ১৯৮১ সালে মনুষ্যনির্মিত ভাইরাস সম্পর্কে লিখছেন, আর তার বইয়ে বর্ণিত উপায়েই মানুষকে হত্যা করছে ভাইরাসটি? দুর্দান্ত পাঠের অভিজ্ঞতা, কিন্তু আমি সম্পূর্ণ বিভ্রান্ত।”

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে চীনের উহান, ইতালির লম্বার্ডিসহ সারা বিশ্বের বিভিন্ন দেশে অনেক শহর ও অঞ্চল আজ যেমন অবরুদ্ধ, তেমনই আলবেয়ার কামুর দ্যা প্লেগ উপন্যাসের উপনিবেশিত আলজেরিয়ার একটি শহর— ওরান। প্রাণঘাতী প্লেগে বিধ্বস্ত হওয়ায় শহরটি অবরুদ্ধ হয়ে পড়ে, আটকে পড়েন নগরবাসী।

কামুর দ্য প্লেগ উপন্যাসের চাহিদা পূরণের জন্য পেঙ্গুইন প্রকাশনী বইটির ইংরেজি অনুবাদ পুনরায় ছাপার জন্য ছুটে বেড়াচ্ছে, অ্যামাজন জানিয়েছে— তাদের মজুদ শেষ হয়ে গেছে। পেঙ্গুইন জানায়, ফেব্রুয়ারির শেষ সপ্তাহেই বইটির বিক্রি দেড়শ শতাংশ বেড়ে যায়।

বইটির বিক্রি ইতালিতে তিনগুণ বেড়েছে বলে জানিয়েছে সাহিত্য পত্রিকা অ্যাকুয়ালিট্টি। দেশটির শীর্ষ দশ বেস্টসেলার বইয়ের মধ্যে দ্য প্লেগ একটি। দারুণভাবে বইটির বিক্রি ফ্রান্সে বেড়েছে বলে জানিয়েছে ফরাসি বইয়ের পরিসংখ্যান ওয়েবসাইট এডিস্ট্যাট। জানুয়ারির শেষ সপ্তাহেই বইটি ১,৬০০ কপির বেশি বিক্রি হয়েছে, আগের বছরের চেয়ে বইটির বিক্রি বেড়েছে প্রায় ৩০০ শতাংশ।

পেঙ্গুইন ক্লাসিকের সম্পাদকমণ্ডলীর পরিচালক জেস হ্যারিসন বলেন, “যদিও এটি (দ্য প্লেগ) দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি দখলকৃত ফরাসি অভিজ্ঞতার রূপক হিসেবে বিবেচিত, বর্তমান সময়ের সঙ্গে খুব বেশি প্রাসঙ্গিক নয়।”

স্টিফেন কিং-এর ‘দ্য স্ট্যান্ড’ উপন্যাস, যাতে ‘ক্যাপ্টেন ট্রিপস’ নামে বিধ্বংসী একটি সুপারফ্লু দুনিয়াটাকে ধ্বংস করে দেয়। বইটির প্রকাশক জানান, অনলাইনে বইটির বিক্রি ১৬৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে, ই-বুকের বিক্রি বেড়েছে ৫৮ শতাংশ।

মহামারি নিয়ে কেবল সাহিত্যকর্মের চাহিদাই বাড়েনি, একই সঙ্গে বিনোদনের অন্যান্য ক্ষেত্রেও এ সংক্রান্ত কর্মের চাহিদা বেড়েছে। ২০১১ সালে মহামারি নিয়ে নির্মিত স্টিভেন সোডারবার্গের একটি সিনেমা ২০১৯ সালের তালিকায় ২৭০তম স্থান থেকে লাফ দিয়ে দ্বিতীয় স্থানে উঠে আসে। সিনেমাটি বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে ১৩ নম্বরে এবং অ্যাপলের চার্টে যুক্তরাজ্যে ১৮ নম্বরে রয়েছে।

   

ইসরায়েলের দুটি ঘাঁটি লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা



আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

লেবাননের ইরান-সমর্থিত গ্রুপ হিজবুল্লাহ বলেছে, তারা ইসরায়েলের হামলার প্রতিশোধ নিতে মঙ্গলবার (২৩ এপ্রিল) ইসরায়েলের দুটি ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে।

ইসরায়েলের ড্রোন হামলার প্রতিক্রিয়া হিসাবে তারা ওই হামলা চালিয়েছে বলে জানিয়েছে এনডিটিভি। ইসরায়েলের ওই ড্রোন হামলায় দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর এক যোদ্ধা নিহত হয়।

জবাবে মঙ্গলবার, হিজবুল্লাহ একরির উত্তরে দুটি ইসরায়েলি ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালায়।

গ্রুপটি একটি বিবৃতিতে বলেছে, লেবাননে মঙ্গলবার ইসরায়েলের হামলায় ইরান-সমর্থিত ওই যোদ্ধা নিহত হন। ওই যোদ্ধা গাড়িতে করে যাওয়ার সময় ইসরায়েলের হামলার শিকার হন।

গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলার মধ্যদিয়ে গাজা যুদ্ধের সূত্রপাত হওয়ার পর থেকে হিজবুল্লাহ ও ইসরায়েলের সেনাবাহিনীর মধ্যে প্রায় প্রতিদিনই আন্তঃসীমান্ত গুলি বিনিময় হচ্ছে।

এএফপি’র এক সাংবাদিক জানান, সীমান্ত থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে উপকূলীয় তায়ার নগরীর কাছে আবু আল-আসওয়াদ এলাকায় সর্বশেষ এ হামলার ঘটনা ঘটে।

সূত্রটি এএফপিকে জানায়, নিহত যোদ্ধা হিজবুল্লাহর বিমান প্রতিরক্ষা বাহিনীর একজন প্রকৌশলী ছিলেন।

লেবাননের রাষ্ট্রায়ত্ত জাতীয় বার্তা সংস্থা জানায়, ইসরায়েলি বাহিনী তার গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালায়। এএফপি’র এক সাংবাদিক জানান, ওই ড্রোন হামলায় গাড়িটি সম্পূর্ণভাবে পুড়ে যায়।

খবরে বলা হয়, হিজবুল্লাহ সাম্প্রতিক সময়ে ইসরাইলি লক্ষ্যবস্তুতে তাদের রকেট হামলা জোরদার করেছে এবং রবিবার সন্ধ্যায় তারা ইসরাইলের একটি ড্রোনকে গুলি করে ভূপাতিত করেছে।

এএফপির পরিসংখ্যান অনুযায়ী, গত ৭ অক্টোবর থেকে লেবাননে ইসরায়েলের হামলায় কমপক্ষে ৩৭৭ জন নিহত হয়েছে। এদের বেশিরভাগই
হিজবুল্লাহ যোদ্ধা। তবে নিহতদের মধ্যে ৭০ জন বেসামরিক নাগরিকও রয়েছে।

এদিকে ইসরায়েল বলছে, তাদের দেশের সীমান্তে হিজবুল্লাহ গ্রুপের বিভিন্ন হামলায় ইসরায়েলের ১১ সেনা ও আটজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

  করোনা ভাইরাস

;

সুগার বেড়েছে কেজরিওয়ালের, জেলেই দেওয়া হলো ইনসুলিন



আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ভারতের নয়াদিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ইনসুলিন দেওয়া হয়েছে তিহাড় জেলে। জেল কর্তৃপক্ষ সূত্রে এনডিটিভি জানিয়েছে, সোমবার (২৩ এপ্রিল) রাতে দিল্লির মুখ্যমন্ত্রীর রক্তে সুগারের মাত্রা অতি উচ্চে পৌঁছে যায়। তার পরই তাকে ইনসুলিন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

গত কয়েকদিন ধরেই কেজরিওয়ালকে ঘিরে সুগার-বিতর্ক শুরু হয়েছে। তার দল আম আদমি পার্টির (আপ) পক্ষ থেকে বার বার অভিযোগ করা হচ্ছিল যে, কেজরিওয়ালের রক্তে সুগারের মাত্রা প্রয়োজনের তুলনায় অনেকটাই বেশি। কিন্তু তাকে ইনসুলিন দেওয়া হচ্ছে না। একই অভিযোগ করতে শোনা গেছে কেজরিওয়ালকেও।

‘রক্তে সুগারের মাত্রা বেশি, ইনসুলিনের প্রয়োজন। জেলে যথাযথ চিকিৎসা পাচ্ছেন না’-এমন অভিযোগ তুলে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের দ্বারস্থ হয়েছিলেন আম আদমি পার্টির (আপ) প্রধান অরবিন্দ কেজরিওয়ালের আইনজীবী।

আপ নেতার আবেদন ছিল, ভিডিও কনফারেন্সের মাধ্যমে তার পারিবারিক চিকিৎসকের সঙ্গে প্রতিদিন কথা বলতে দেওয়া হোক। সোমবার অবশ্য আদালত সেই আবেদন খারিজ করে তার স্বাস্থ্য পরীক্ষার জন্য দিল্লির এমস’কে মেডিক্যাল বোর্ড গঠন করার নির্দেশ দেন আদালত।

সেই নির্দেশের কয়েক ঘণ্টা পরেই জেলে কেজরিওয়ালের স্বাস্থ্য পরীক্ষা করে দেখে ইনসুলিন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

এই প্রসঙ্গে আপ নেতা সৌরভ ভরদ্বাজ বলেন, ‘এটা থেকে পরিষ্কার যে, আমাদের মুখ্যমন্ত্রী একদম ঠিক ছিলেন। কিন্তু, তিহাড় জেল কর্তৃপক্ষ তাকে হুমকি দিচ্ছিল। বিজেপির লোকেরা এখন বলুন, যদি সত্যিই ইনসুলিনের প্রয়োজন না পড়ে, তবে এখন কেন দেওয়া হল?’

প্রসঙ্গত, গত ২১ মার্চ দিল্লির আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়ালকে গ্রেফতার করে ইডি। ইডি হেফাজতে থাকার পর আপাতত দিল্লির মুখ্যমন্ত্রীর ঠিকানা তিহাড় জেল।

  করোনা ভাইরাস

;

চীনের পক্ষে গুপ্তচরবৃত্তি, জার্মান রাজনীতিকের সহযোগী গ্রেপ্তার



আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইউরোপীয় পার্লামেন্টের এক কট্টর ডানপন্থী সাংসদের সহযোগীকে গ্রেফতার করেছে জার্মানির পুলিশ।

প্রসিকিউটররা মঙ্গলবার (২৩ এপ্রিল) ঘোষণা করেছেন যে, জিয়ান জি বেশ কয়েক বার চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের কাছে ইউরোপীয় সংসদের কার্যকারিতা সম্পর্কে তথ্য প্রেরণ করেছেন বলে ধারণা করা হচ্ছে।

এই গ্রেপ্তার ইউরোপে সতর্কতা জাগিয়েছে যে, আগামী জুনে ইইউ নির্বাচনের আগে গণতন্ত্র হুমকির মুখে রয়েছে। কারণ, এই গ্রেপ্তারের ঘটনার মাধ্যমে বেইজিংয়ে ক্ষোভ উস্কে দেওয়া হয়েছে।

গ্রেফতারকৃত ব্যক্তি কোন রাজনীতিবিদের সহযোগী ছিলেন তা প্রকাশ করেনি জার্মান কর্তৃপক্ষ। তবে, মিডিয়া জানিয়েছে যে, গ্রেপ্তারকৃত ব্যক্তি ম্যাক্সিমিলিয়ান ক্রাহের সহযোগী ছিলেন।

ম্যাক্সিমিলিয়ান ক্রাহ হলেন আসন্ন ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনের জন্য জার্মানির (এএফডি) দলের চরম ডানপন্থী অল্টারনেটিভ ফর এমইপি প্রধান প্রার্থী।

প্রসিকিউটররা জানিয়েছেন, সোমবার (২৩ এপ্রিল) গভীর রাতে জিয়ান জি’কে ড্রেসডেনে গ্রেপ্তার করা হয় এবং তার অ্যাপার্টমেন্টে তল্লাশি চালানো হয়।

গত জানুয়ারিতে ইউরোপীয় পার্লামেন্টের আলোচনা ও সিদ্ধান্তের তথ্য পাচারের পাশাপাশি তিনি জার্মানিতে চীনা বিরোধী ব্যক্তিদের উপরও গুপ্তচরবৃত্তি করেছিলেন বলে অভিযোগ রয়েছে।

জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেসার এক বিবৃতিতে বলেছেন, ‘গুপ্তচরবৃত্তির অভিযোগ অত্যন্ত গুরুতর। যদি নিশ্চিত করা হয় যে, ইউরোপীয় পার্লামেন্টের অভ্যন্তরে চীনা গোয়েন্দাদের জন্য গুপ্তচরবৃত্তি করা হয়েছে, তবে এটি ইউরোপীয় গণতন্ত্রের উপর ভেতর থেকে আক্রমণ।’

তিনি আরও বলেন, ‘এই ধরনের সদস্যকে যিনি নিয়োগ দিয়েছেন, এই দায় তারও রয়েছে। মামলাটি অবশ্যই পরিষ্কার করা উচিত।’

এএফডি একটি সংক্ষিপ্ত বিবৃতিতে বলেছে, ‘এই গ্রেপ্তারের ঘটনা খুব বিরক্তিকর।’

এএফডি মুখপাত্র মাইকেল ফালজগ্রাফ বলেছেন, ‘যেহেতু আমাদের কাছে মামলার আর কোনো তথ্য নেই, তাই আমাদের ফেডারেল প্রসিকিউটরদের দ্বারা আরও তদন্তের জন্য অপেক্ষা করতে হবে।’

এদিকে, এই গ্রেপ্তারের ঘটনাকে বেইজিংকে কলঙ্কিত করার এবং দ্বিপাক্ষিক সম্পর্ক নষ্ট করার জন্য অজ্ঞাত ব্যক্তিকে অভিযুক্ত করার প্রচেষ্টা বলে সকল অভিযোগ প্রত্যাখ্যান করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, ‘এই ধরনের প্রচারের উদ্দেশ্য খুবই সুস্পষ্ট। এর উদ্দেশ্য চীনকে অপমান করা এবং দমন করা এবং চীন ও ইউরোপের মধ্যে সহযোগিতার পরিবেশ ধ্বংস করা।’

  করোনা ভাইরাস

;

নতুন আঞ্চলিক জোট গঠনে বৈঠক



আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

তিউনিশিয়া নতুন আঞ্চলিক জোট গঠনে দেশটির রাজধানী তিউনিসে আলজেরিয়া ও লিবিয়ার সঙ্গে প্রথম পরামর্শ বৈঠক করেছে। তবে এতে মরক্কো কিংবা মৌরিতানিয়ার কোনও নেতা যোগ দেয়নি। প্রতি তিন মাস পর পর বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

তিউনিশিয়ার পররাষ্ট্রমন্ত্রী নাবিল আমার এক বিবৃতিতে বলেছেন, ‘এই অঞ্চলের নিরাপত্তা, স্থিতিশীলতা ও উন্নয়নই এই জোটের লক্ষ্য।’

গত মাসে আলজেরিয়ায় জ্বালানি শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেলমাজিদ তেবোউন, লিবিয়ার প্রেসিডেন্ট কাউন্সিলের প্রধান মোহাম্মদ আল মেনফি এবং তিউনিসিয়ার প্রেসিডেন্ট কাইস সাইদ এই পরামর্শ সভার বিষয়ে সিদ্ধান্ত নেন।

গত সপ্তাহে এই সভার বিষয়ে ঘোষণা দেয়ার পর আলজেরিয়ার আঞ্চলিক শত্রু মরক্কোর সংবাদ মাধ্যম একে দেশটির বিরুদ্ধে আলেজেরিয়ার ‘মাগরেব জোট’ গঠনের প্রচেষ্টা হিসেবে উল্লেখ করা হয়।

এদিকে আলজেরিয়ার প্রেসিডেন্ট চলতি মাসের প্রথম দিকে এই জোট কারো নির্দেশে হচ্ছে না উল্লেখ করে মরক্কোর প্রসঙ্গ টেনে বলেছেন, ‘জোটে যোগদানের ক্ষেত্রে পশ্চিমের প্রতিবেশী দেশটির জন্যে দ্বার উন্মুক্ত রয়েছেন।’

উল্লেখ্য, পশ্চিম সাহারা নিয়ে দুই দেশের মধ্যে দ্বন্দ্ব চলছে। এ ছাড়া ২০২১ সালে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তির কারণে দুই দেশ কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে।

এদিকে সোমবারের (২২ ) বৈঠকে সাহেল ও সাহারা মরুভূমিতে বিদেশী হস্তক্ষেপের বিপদ নিয়েও আলোচনা করা হয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

  করোনা ভাইরাস

;