ভারতে করোনা আক্রান্ত ২০৬, দিল্লিসহ ৪ শহর লকডাউন

  করোনা ভাইরাস
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০৬ জনে। দেশটির সার্বিক নিরাপত্তায় ইতোমধ্যে দিল্লিসহ ৪টি শহর লকডাউন করার ঘোষণা দিয়েছে সরকার।

শুক্রবার (২০ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম জানায়, আক্রান্ত ২০৬ জনের মধ্যে ৩২ জন বিদেশি নাগরিক। এর বাইরে সর্বোচ্চ আক্রান্ত হয়েছে দিল্লিতে ৫২ জন। এরপরেই আক্রান্ত হয়েছে বেশি কেরালায়। সেখানে ২৮ জন আক্রান্ত হয়েছে।

বিজ্ঞাপন

সংক্রমণ বাড়তে থাকায় সরকার আগামী ৩১ মার্চ পর্যন্ত দিল্লিসহ চারটি শহরে সম্পূর্ণ লকডাউন করে দিয়েছে। ৪টি শহর হলো- পুণে, পিম্পরি চিঞ্চবাদ ও নাগপুর।

বিজ্ঞপ্তি অনুযায়ী- ব্যাংক, মুদি দোকান, ওষুধের দোকান, ক্লিনিক ও হাসপাতাল খোলা থাকবে। শুক্রবারের নামাজের জন্য কিছুটা শিথিল হবে নিয়ম। ট্রেন বাস আপাতত চলবে। গণ-পরিবহণ বন্ধ করা শেষ পদক্ষেপ হবে।

বিজ্ঞাপন

এদিকে পুণে ও পিম্পরি-চিঞ্চবাদ থেকে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ আক্রান্ত হয়েছেন। একদিনে দিল্লিতে ৩ জন আক্রান্ত হয়েছেন। এ তিনজনই সম্প্রতি বিদেশ থেকে এসেছেন।

এছাড়াও উত্তরপ্রদেশে ১৯, হরিয়ানায় ১৬, কর্ণাটকে ১৫, লাদাখে ১০, লখনউতে ৪, লখনউতে ৪, পশ্চিমবঙ্গে ২ জন আক্রান্তের সন্ধান মিলেছে।