করোনায় ইতালিতে একদিনে রেকর্ড ৬২৭ জনের মৃত্যু
করোনা ভাইরাসকরোনাভাইরাসের প্রাদুর্ভাবে ইতালি যেন মৃত্যুপুরী। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ইতালিতে রেকর্ড ৬২৭ জনের মৃত্যু হয়েছে। ইতালিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা এখন ৪ হাজার ৩২ জনে দাঁড়িয়েছে।
ইতালিতে করোনায় আক্রান্তের সংখ্যা ৪৭ হাজার ২১ জন। যাদের মধ্যে প্রায় ৫ হাজার ১২৯ জন মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
ইতালির সরকার করোনা মোকাবিলায় সাড়ে তিনশ মিলিয়ন ইউরোর বাজেট ঘোষণা করেছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগে পর্যন্ত যারা কর্মহীন থাকবে তারা বেতনের আশি ভাগ অর্থ পাবে।
হোম কোয়ারেন্টাইন অমান্যকারীদের পুলিশ কঠিন শাস্তি ও জরিমানা করছে। স্টেশনে ঘুমানো ছিন্নমূল মানুষদের পুলিশ তুলে নিয়ে গেছে নিরাপদ আশ্রয়ে।
মহামারি করোনা থেকে ইতালিকে বাঁচাতে দেশটির সরকার সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন।
এর আগে বৃহস্পতিবার (১৯ মার্চ) করোনায় প্রাণহানির সংখ্যায় চীনকেও ছাড়িয়ে যায় ইউরোপের এই দেশটি। চীনে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ৩ হাজার ২৪৫ জন।
গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনা আক্রান্ত রোগী পাওয়া যায়। এরপর তা পুরো চীন ও বিশ্বের অন্তত ১৭৭টি দেশে ছড়িয়ে পড়েছে। বৈশ্বিক এ মহামারিতে এ পর্যন্ত ২ লাখ ৩৬ হাজার ৯২১ জন আক্রান্ত হয়েছেন। ভাইরাসটিতে মৃত্যুবরণ করেছেন ৯ হাজার ৮২৩ জন। যার বেশিরভাগই ইতালি ও চীনের।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলেছে, ২ লক্ষাধিক করোনা আক্রান্তের মধ্যে ৮০ শতাংশই ইউরোপ এবং পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ঘটেছে, যার মধ্যে রয়েছে এশিয়ার অনেক দেশ।
এশিয়ার দেশগুলোর মধ্যে চীনের পরেই সবচেয়ে বেশি আঘাত এসেছে ইরানে। মধ্যপ্রাচ্যের দেশ ইরানে ইতোমধ্যে ১ হাজার ২৮৪ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাস সংক্রমণে।
সূত্র: ওয়ার্ল্ডওমিটার