করোনাভাইরাস: নিউইয়র্ক লকডাউন

  করোনা ভাইরাস
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস বা কোভিড-১৯ এর কারণে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নগরীকে লকডাউন করা হয়েছে।

শুক্রবার (২০ মার্চ) নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুওমো এ ঘোষণা দেন।

বিজ্ঞাপন

অ্যান্ড্রু কুওমো বলেন, প্রাণঘাতী করোনাভাইরাস ঠেকাতে নিউইয়র্ক নগরীকে লকডাউন করা হয়েছে। আমি চাই না এই ভাইরাসে কোনো প্রাণহানি হোক।

তিনি বলেন, রোববার থেকে কেবল মুদির দোকান, ফার্মেসি এবং অন্যান্য প্রয়োজনীয় ক্রিয়াকলাপ ছাড়া নগরীর সমস্ত অপ্রয়োজনীয় ব্যবসা বন্ধ থাকবে। বাস্কেটবলসহ অন্যান্য সব খেলাধুলা বন্ধ থাকবে। বাড়ি থেকে বিশেষ প্রয়োজন ছাড়া সরকারি এবং বেসরকারি খাতের কর্মচারীর বের হবেন না।

বিজ্ঞাপন

গভর্নর বলেন, আমি কারো ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারি না। কিন্তু নিজেদের রক্ষা করার জন্য আমাকে এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে।

লন্ড্রি, রেস্টুরেন্টে শুধু ডেলিভারি, পেট্রলপাম্প এবং সীমিত গণপরিবহন চালু থাকবে। আশপাশের রাজ্যেও এমন ঘোষণার প্রত্যাশা করছেন বলে জানান তিনি।

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ২৭৩ জন মারা গেছে । এছাড়া এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৮ হাজারেরও বেশি।