যুক্তরাজ্যের বার-পাব ও রেস্টুরেন্ট বন্ধ ঘোষণা

  করোনা ভাইরাস
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

করোনাভাইরাস মোকাবিলায় শুক্রবার (২০ মার্চ) রাত থেকে সব বার-পাব ও রেস্টুরেন্ট বন্ধ করার ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। বিবিসির খবরে বলা হয়, প্রয়োজনীয় খাবারের দোকান ছাড়া আর সব কিছু বন্ধ থাকবে।

বরিস জনসন যত তাড়াতাড়ি সম্ভব নাইটক্লাব, থিয়েটার, সিনেমা হল, জিম ও অবসর কেন্দ্রগুলো বন্ধ করতে বলেন। তিনি বলেন, এখন থেকে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যালোচনা করা হবে।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী বলেন, করোনাভাইরাসের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত যারা কর্মহীন থাকবে তারা বেতনের আশি ভাগ অর্থ পাবে।

প্রাণঘাতী করোনাভাইরাসে যুক্তরাজ্যে মৃতের সংখ্যা ১৪৪ জন। এখন পর্যন্ত দেশটিতে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩ হাজার ২৬৯ জন।

বিজ্ঞাপন