লকডাউন নিয়ন্ত্রণে সেনা নামাচ্ছে ইতালি
করোনা ভাইরাসইতালিতে প্রতিদিন বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা। ইতোমধ্যে দেশটি মৃত্যুর দিক দিয়ে করোনার উৎসস্থল চীনকেও ছাড়িয়ে গেছে। তাই এই ভয়াবহ পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী নামাচ্ছে দেশটির সরকার।
ইতালির লোম্বার্ডি অঞ্চলের প্রেসিডেন্ট আত্তিলিও ফন্টানা শুক্রবার (২০ মার্চ) এই তথ্য জানিয়েছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএনের খবরে বলা হয়, করোনার কারণে দেশটির উত্তরাঞ্চল লকডাউন করে রাখতে রাস্তায় সেনাবাহিনী মোতায়েন করা হবে।
এদিকে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে দেশটিতে রেকর্ড ৬২৭ জনের মৃত্যু হয়েছে। ইতালিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা এখন ৪ হাজার ৩২ জনে দাঁড়িয়েছে।
দেশটির লোম্বার্ডি অঞ্চলে করোনার প্রাদুর্ভাব সবচেয়ে বেশি। এই অঞ্চলের হাসপাতালগুলোতে করোনার সঙ্গে লড়াই করছেন হাজার হাজার রোগী। এখানকার পরিস্থিতি মোকবিলায় সাহায্য করছেন চীনের রোগ বিশেষজ্ঞরাও।
তাদের দেওয়া পরামর্শ অনুযায়ী আঞ্চলিক সরকার সেনা মোতায়েনের এই সিদ্ধান্ত নেয়।
আত্তোলিও ফন্টানা জানিয়েছেন, দেশটির সরকার তার সেনা মোতায়েনের অনুরোধ গ্রহণ করেছে। লকডাউন নিয়ন্ত্রণে লোম্বার্ডি অঞ্চলে ১১৪ জন সেনাসদস্য মোতায়েন থাকবেন।