করোনায় আক্রান্ত যুক্তরাষ্ট্রের সিনেটর পল

  করোনা ভাইরাস
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্টাকির জুনিয়র ইউনাইটেড সিনেটর র‍্যানডাল হয়ার্ড পল করোনাভাইরাস পরীক্ষায় পজিটিভ ফল এসেছে বলে নিজের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে টুইট প্রকাশ করা হয়েছে।

টুইট বার্তায় বলা হচ্ছে, ‘সিনেটর র‍্যান্ড পলের কোভিড-১৯ এর পরীক্ষায় পজিটিভ এসেছে। তিনি এখন ভালো বোধ করছেন এবং সঙ্গরোধে (কোয়ারেন্টাইন) আছেন। তার মাঝে কোন ধরনের লক্ষণ প্রকাশ পায়নি এবং ভবিষ্যৎ ভ্রমণ ও ইভেন্টের জন্য সতর্কতা স্বরূপ পরীক্ষা করেছিলেন। করোনাভাইরাসে আক্রান্ত কোন ব্যক্তির সাথে সরাসরি সংযোগ হয়েছে বলে তিনি মনে করতে পারছেন না।’

বিজ্ঞাপন

সিনেটর পলের ডেপুটি চিফ অব স্টাফ সার্জিও গর টুইটের একটি বর্ধত বার্তায় আরও জানান, সঙ্গরোধে থাকাকালীন অবস্থা থেকেও তিনি কেন্টাকির মানুষের জন্য কাজ করবেন।