করোনায় ইতালির ২৩ চিকিৎসকের মৃত্যু

  করোনা ভাইরাস
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবিঃ সংগৃহীত

ছবিঃ সংগৃহীত

নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইতালিতে ২৩ চিকিৎসক মারা গেছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে ইতালিয়ান ফেডারেশন অব ডক্টরস।

ওই বিবৃতিতে আরও জানানো হয়, এই সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। এছাড়া প্রতিদিন সন্ধ্যায় আইসোলেশন সুপেরিয়র ডি সানিটা থেকে সংক্রমিত স্বাস্থ্যকর্মীদের তালিকা প্রকাশ করা হয়। ভাইরাসটি দ্বারা যদি কারও মৃত্যু না হয়ে থাকে সেটিও জানানো হয় ওই তালিকায়।

বিজ্ঞাপন

জানা গেছে- নিহত ২৩ জনের মধ্যে ১৯ জন লম্বার্ডি অঞ্চলে কাজ করেছেন। যেখানে করোনভাইরাস দ্বারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে।

বাকি চারজন নেপলেস (সাউথ ইতালি), এমিলিয়া রোমাগনা (নর্থ ইতালি) এবং মারসে (সেন্ট্রাল ইতালি) কাজ করেছেন।

বিজ্ঞাপন

রোববার (২২ মার্চ) ইনস্টিটিউটের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ইতালির প্রায় ৪,৮২৪ জন স্বাস্থ্যকর্মী করোনভাইরাস দ্বারা সংক্রমিত হয়েছেন।

প্রাণঘাতী করোনাভাইরাসে বিপর্যস্ত ইতালিতে রোববার (২২ মার্চ) পযর্ন্ত ৬ হাজার ৭৮ জন মারা গেছেন। নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৫৬০ জন। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫৯ হাজার ১৩৮ জন।