করোনার কথা বলে সিএএ-বিরোধীদের সরালো পুলিশ
করোনা ভাইরাসভারতের নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) বিরোধীদের সমাবেশস্থল থেকে অবশেষে তুলে দিতে সক্ষম হয়েছে দিল্লি পুলিশ।
করোনাভাইরাসের বিস্তার রোধে জনসমাবেশে নিষেধাজ্ঞার কথা বলে মঙ্গলবার (২৪ মার্চ) আন্দোলনকারীদের সরিয়ে দেওয়া হয়।
দিল্লির শাহিনবাগে একটি রাস্তায় গত ডিসেম্বরের শুরু থেকে নাগরিকত্ব আইন বিরোধীরা সমবেত হয়ে বিক্ষোভ করতে থাকেন। শাহিনবাগের সমাবেশস্থল সারা ভারতব্যাপী ছড়িয়ে পড়া আন্দোলনের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ায়।
শাহিনবাগ থেকে বিক্ষোভকারীদের তুলে দেওয়া প্রসঙ্গে দিল্লির পুলিশের যুগ্ম কমিশনার ডি সি শ্রীবাস্তব বলেন, মঙ্গলবার ভোরে কয়েকশো পুলিশ বিক্ষোভকারীদের ঘিরে ফেলে এবং তাদের চলে যেতে বলে।
ওই পুলিশ কর্মকর্তা আরও বলেন, করোনাভাইরাসের কারণে এটি বিপজ্জনক পরিবেশ, আমরা তাদের চলে যাওয়ার আহ্বান জানাই।
বিক্ষোভকারীরা পুলিশকে প্রতিহত করতে গেলে সেখান থেকে নয়জনকে আটক করা হয়, তাদের মধ্যে ছয়জন নারী। যদিও দিল্লির পুলিশের যুগ্ম কমিশনার শ্রীবাস্তব বলেন, সেখানে কোন সহিংসতা হয়নি।
দেশটির বিভিন্ন টেলিভিশনে দেখা গেছে, বুলডোজার দিয়ে বিক্ষোভ স্থানে স্থাপিত তাঁবু ও বিলবোর্ড গুঁড়িয়ে দিয়েছে পুলিশ।
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে দিল্লিকে লকডাউন করা হয়েছে এবং শহরটিতে পাঁচজনের বেশি লোকের সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।
নাগরিকত্ব সংশোধন আইনের (সিএএ) মাধ্যমে প্রতিবেশী মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলির অমুসলিমদের নাগরিকত্ব অর্জনের পথকে সহজ করে দিয়েছে। ডিসেম্বরে আইনটি পাস হওয়ার পর নরেন্দ্র মোদির সরকারের বিরুদ্ধে কয়েক সপ্তাহ ধরে দেশব্যাপী সহিংস প্রতিবাদ চলেছিল।
দেশজুড়ে বিক্ষোভ চলাকালে হিন্দু-মুসলিম দাঙ্গায় অন্তত ৭৮ জন নিহত হন, নিহতদের বেশিরভাগ দিল্লির বাসিন্দা।