মঙ্গলবার ইতালিতে আরও ৭৪৩ জনের মৃত্যু

  করোনা ভাইরাস
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

প্রাণঘাতী করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় ইতালিতে আরও ৭৪৩ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে এখন পর্যন্ত দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা ৬ হাজার ৮২০।

বুধবার (২৫ মার্চ) আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স এসব তথ্য দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।

বিজ্ঞাপন

প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ইতালিতে নতুন করে করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ৫ হাজার ২৪৯ জন। সোমবার পর্যন্ত যার সংখ্যা ছিল ৪ হাজার ৭৮৯। বর্তমানে দেশটিতে ভাইরাসটিতে মোট আক্রান্তের সংখ্যা ৬৯ হাজার ১৭৬ জন। এছাড়া চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ হাজার ৩২৬ জন।

ইউরোপের এই দেশটিতে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে লোম্বার্ডি। বর্তমানে সেখানে সেনা মোতায়েন করা হয়েছে। এদিকে দেশটির বর্তমান অবস্থা নিয়ে দেশটির প্রধানমন্ত্রী জিউসেপ কোঁৎ জনগণকে সাহস রাখার আহ্বান জানান। সে সাথে তিনি দেশটিতে প্রশাসনিক নজরদারি আরো বাড়ানোর কথা বলেন।

বিজ্ঞাপন