করোনা: আক্রান্তের দিক থেকে তৃতীয় স্থানে যুক্তরাষ্ট্র

  করোনা ভাইরাস
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: আল জাজিরা

ছবি: আল জাজিরা

মহামারি নভেল করোনাভাইরাসের নতুন আবাস্থল হয়ে উঠছে মার্কিন যুক্তরাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন আক্রান্ত শনাক্ত করা গেছে ১০ হাজারেরও বেশি। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা ৬৬ হাজার ১৩২ এ দাঁড়িয়েছে।

বর্তমানে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্তের দিক দিয়ে চীন ও ইতালির পেছনেই রয়েছে যুক্তরাষ্ট্র।

বিজ্ঞাপন

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুসারে, করোনায় আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে মারা গেছে ৯৪২জন। এর মধ্যে ওয়াশিংটনে ১০১ জন ও নিউইয়র্কে ১৯৯ জন মারা গেছে।

যুক্তরাষ্ট্রের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থানে রয়েছে নিউইয়র্ক। আক্রান্ত ও মৃত্যু দুটোতেই এগিয়ে রয়েছে অঙ্গরাজ্যটি। ভাইরাসের প্রাদুর্ভাব কমাতে নিউইয়র্কের গভর্নর এন্ড্রু কুমো নতুন পদক্ষেপের ঘোষণা দিয়েছেন।

বিজ্ঞাপন

ভাইরাসের প্রাদুর্ভাব কমাতে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছে। শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যবসা-বাণিজ্য বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। স্থানীয় সরকারগুলো মানুষকে সামাজিক দূরত্ব এবং স্ব-বিচ্ছিন্নতা অনুশীলন করতে উত্সাহিত করেছে।

ফেডারেল স্তরে জরুরি অবস্থা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তার বিরুদ্ধে আক্রান্তের সংখ্যা কমানো ও ভাইরাসের প্রাদুর্ভাব কমাতে কোনো পদক্ষেপ না নেওয়ার অভিযোগ রয়েছে।