যুক্তরাজ্যে কনভেনশন হল হয়ে যাচ্ছে হাসপাতাল

  করোনা ভাইরাস
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

কনভেনশন হল হয়ে যাচ্ছে হাসপাতাল

কনভেনশন হল হয়ে যাচ্ছে হাসপাতাল

এক সপ্তাহের মধ্যে নির্মাণ করা একটি হাসপাতাল চালু করতে যাচ্ছে যুক্তরাজ্য। চালু করার পর এটা হবে দেশটি সবচেয়ে বড় নিবিড় পরিচর্যা কেন্দ্র হবে।

কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে থাকায় যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্য সংস্থা (এনএইচএস) নিবিড় পরিচর্যা কেন্দ্রের ঘাটতি উপলব্ধি করে। এ কারণে লন্ডনের পূর্ব সীমান্তের একটি কনভেনশন হলকে হাসপাতালে রূপান্তরের সিদ্ধান্ত নেয় দেশটির স্বাস্থ্য বিভাগ।

বিজ্ঞাপন

আধুনিক নার্সিং সেবার অগ্রদূত ফ্লোরেন্স নাইটিঙ্গেলের নামানুসারে হাসপাতালটির নাম রাখা হবে এনএইচএস নাইটিঙ্গেল।

হাসপাতালটি পুরোপুরি চালু হলে এতে মোট ৪ হাজার বেড থাকবে। সিএনএন-এর সংবাদকর্মীরা যখন হাসপাতালটি পরিদর্শনে যায় তখন মাত্র কয়েক ডজন বেড প্রস্তুত হয়েছিল। বাক্সবন্দী সামগ্রীতে ঠাসানো ভবনটিতে পুরোদমে কাজ চলছিল। সেনাবাহিনীর সদস্য এবং প্রাইভেট কন্ট্রাকটররাও হাসপাতালের কাজ শেষ করতে সাহায্য করছিলেন।

বিজ্ঞাপন

ফাঁকা কনভেনশন হলকে এক সপ্তাহেরও কম সময়ে হাসপাতালে রূপান্তর কাজের প্রধান নাতালি ফরেস্ট বলেন, এই হাসপাতাল চালাতে হাজারো ডাক্তার, নার্স এবং স্বেচ্ছাসেবী প্রয়োজন।

চিকিৎসা পরিচালক ডাক্তার অ্যালান ম্যাকগ্লেনান জানান, তিনি যন্ত্রপাতির চেয়ে কর্মী নিয়ে বেশি চিন্তিত। কারণ সংকটকালীন সেবা দেওয়ার মতো নার্সের খুবই ঘাটতি রয়েছে।

এনএইচএস নাইটিঙ্গেল গতানুগতিক হাসপাতালগুলোর মতো হবে না। এখানে কোন সামনের দরজা, ওয়েটিং রুম থাকবে না। যখন রোগীর চাপ আরো বাড়বে তখন এটি লন্ডনের হাসপাতালগুলোকে বাড়তি জরুরি সেবার সামর্থ্যের যোগান দেবে।

জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, ব্রিটেনে এখন পর্যন্ত ২৫ হাজার ৪০০ জনেরও বেশি করোনাভাইরাসে আক্রান্ত রোগী রয়েছে এবং প্রায় ১ হাজার ৮০০ জন মারা গেছে।