প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রিন্স চার্লসের ধন্যবাদ

  করোনা ভাইরাস
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রিন্স চার্লস

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রিন্স চার্লস

কোভিড-১৯ রোগ থেকে সেরে উঠছেন প্রিন্স চার্লস। তার দ্রুত সুস্থতা কামনা করে কয়েকদিন আগে একটি চিঠি দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য তাকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন ব্রিটিশ রাজপরিবারের এই সদস্য। একইসঙ্গে করোনাভাইরাস প্রতিহত করতে তার নেওয়া পদক্ষেপের প্রশংসা করেন রানির ছেলে।

শেখ হাসিনাকে পাঠানো এক চিঠিতে প্রিন্স অব ওয়েলস বলেন, ‘প্রাণঘাতী জীবাণুর সংক্রমণে আমার অসুস্থতা নিয়ে চিন্তা ও আরোগ্য কামনা করে আপনি শুভকামনা জানিয়েছেন, চিঠিটি পেয়ে আমি আপ্লুত।’

বিজ্ঞাপন

চিঠিতে প্রিন্স চার্লস উল্লেখ করেন, তিনি এখন অনেকটা সুস্থ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব ইহসানুল করিম এসব তথ্য জানান।

৭১ বছর বয়সী চার্লস বলেন, ‘আমি এখন অনেকটা ভালো। আপনি এত ব্যস্ততার মধ্যেও আমাকে চিঠি লিখেছেন, এজন্য আমি কৃতজ্ঞ।’

বিজ্ঞাপন

বাংলাদেশে করোনাভাইরাসের বিস্তার রোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদক্ষেপের প্রশংসা করে প্রিন্স চার্লস লিখেছেন, ‘ক্ষতিকারক এই রোগের মহামারি দেখা দেওয়ার শুরু থেকেই যেভাবে আপনি সব সামলেছেন তা জেনে আমি মুগ্ধ।’

চিঠিতে জানানো হয়, যুক্তরাজ্যে প্রবাসীরা এই সংকটময় সময়ে একে অপরের পাশে দাঁড়িয়েছেন। তাদের অনেকে ন্যাশনাল হেলথ সার্ভিসে কাজ করছেন।

বাংলাদেশের সঙ্গে জলবায়ু পরিবর্তন ইস্যুতে কাজ করার আগ্রহ দেখিয়েছেন প্রিন্স চার্লস। তার কথায়, ‘প্রার্থনা করি, বিশ্বব্যাপী এই সংকট অতিক্রান্ত হওয়ার পর আমরা জলবায়ু পরিবর্তন মোকাবিলার জরুরি কাজে পুনরায় মনোনিবেশ করতে পারবো। যাতে নিরাপদ বিশ্ব গড়ে তুলতে সক্ষম হই আমরা।’

প্রিন্স চার্লসের শরীরে করোনাভাইরাস বাসা বেঁধেছে জেনে গত ২৯ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি চিঠিতে গভীর সমবেদনা জানান।