পুলিশের গায়ে কাশি দেওয়ায় ৪ মাসের জেল

  করোনা ভাইরাস
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সাজাপ্রাপ্ত ব্যক্তি

সাজাপ্রাপ্ত ব্যক্তি

পুলিশ সদস্যদের গায়ের ওপর কাশি দেওয়ায় যুক্তরাজ্যে এক ব্যক্তিকে চার মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

ক্রিস্টোফার ম্যাককেন্ড্রিক (৫৮) নামে ওই ব্যক্তিকে দেখে সন্দেহ হওয়ায় তার কাছে গিয়ে পুলিশ সদস্যরা জিজ্ঞেস করেন তিনি করোনাভাইরাসে সংক্রমিত কিনা।

বিজ্ঞাপন

উত্তরে ম্যাককেন্ড্রিক বলেন, আমি ভাইরাসে আক্রান্ত এবং এখন আমি ভাইরাসটি সংকমণ করছি। এরপর তিনি তিন পুলিশ কর্মকর্তার দিকে মুখ নিয়ে কাশি দেন।

জরুরি সেবায় নিয়োজিত কর্মীদের লাঞ্ছিত করা ও দুর্ব্যবহারের দায় স্বীকার করেছেন গ্রেপ্তার ম্যাককেন্ড্রিক।

বিজ্ঞাপন

গত শুক্রবার সাউদার্ন ডার্বিশায়ারের ম্যাজিস্ট্রেট আদালত তাকে ১৬ সপ্তাহের জন্য কারাদণ্ড ও ১২২ পাউন্ড অর্থদণ্ড দিয়েছে।

এ ব্যাপারে ডার্বিশায়ার পুলিশের পরিদর্শক ক্রিস টর্নহিল বলেন, আদালত দ্রুত ও কার্যকরী রায় দেওয়ায় আমি সন্তুষ্ট।

এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, আমার অফিসাররা অন্যদের রক্ষার জন্য নিজেদের ঝুঁকিতে ফেলে করোনার বিরুদ্ধে লড়াই করছেন। তথ্য পাওয়ার জন্য ওই ব্যক্তির সঙ্গে কথা বলতে গিয়েছিলেন তারা। অফিসাররা তার কাছ থেকে যে ব্যবহার পেয়েছে সেটা তাদের প্রাপ্য ছিল না।